টাংস্টেন (ইংরেজি: Tungsten , লাতিন: Wolfram, উলফ্রাম নামেও পরিচিত) একটি মৌলিক পদার্থ যার চিহ্ন( Symbol ) W ও পারমাণবিক সংখ্যা ৭৪। টাংস্টেন একটি দৃঢ়, দুষ্প্রাপ্য ধাতু। প্রকৃতিতে একে বিশুদ্ধ মৌল রূপে পাওয়া যায় না, তবে আকরিক যৌগ হিসেবে পাওয়া যায়। এর প্রধাণ আকরিক দুইটি-- উলফ্রামাইট ও শিলাইট। টাংস্টেনকে মৌল হিসেবে চিহ্ণিত করা হয় ১৮৭১ সালে এবং প্রথম নিষ্কাশন করা হয় ১৮৭৩ সালে[৩][৪]। বিশুদ্ধ টাংস্টেন অত্যন্ত দৃঢ়, কিন্তু নমনীয়। এর গলনাংক ৩,৬৯৫ কেলভিন, যা মৌলসমূহের মধ্যে সর্বোচ্চ।

টাংস্টেন   ৭৪W
পরিচয়
নাম, প্রতীকটাংস্টেন, W
উচ্চারণ/ˈtʌŋstən/; /ˈwʊlfrəm/
TUNG-stən; WUUL-frəm
উপস্থিতিgrayish white, lustrous
পর্যায় সারণীতে টাংস্টেন
হাইড্রোজেন (other non-metal)
হিলিয়াম (noble gas)
লিথিয়াম (alkali metal)
বেরিলিয়াম (alkaline earth metal)
বোরন (metalloid)
কার্বন (other non-metal)
নাইট্রোজেন (other non-metal)
অক্সিজেন (other non-metal)
ফ্লোরিন (halogen)
নিয়ন (noble gas)
সোডিয়াম (alkali metal)
ম্যাগনেসিয়াম (alkaline earth metal)
অ্যালুমিনিয়াম (post-transition metal)
সিলিকন (metalloid)
ফসফরাস (other non-metal)
সালফার (other non-metal)
ক্লোরিন (halogen)
আর্গন (noble gas)
পটাশিয়াম (alkali metal)
ক্যালসিয়াম (alkaline earth metal)
স্ক্যানডিয়াম (transition metal)
টাইটানিয়াম (transition metal)
ভ্যানাডিয়াম (transition metal)
ক্রোমিয়াম (transition metal)
ম্যাঙ্গানিজ (transition metal)
লোহা (transition metal)
কোবাল্ট (transition metal)
নিকেল (transition metal)
তামা (transition metal)
দস্তা (transition metal)
গ্যালিয়াম (post-transition metal)
জার্মেনিয়াম (metalloid)
আর্সেনিক (metalloid)
সেলেনিয়াম (other non-metal)
ব্রোমিন (halogen)
ক্রিপ্টন (noble gas)
রুবিডিয়াম (alkali metal)
স্ট্রনসিয়াম (alkaline earth metal)
ইটরিয়াম (transition metal)
জিরকোনিয়াম (transition metal)
নাইওবিয়াম (transition metal)
মলিবডিনাম (transition metal)
টেকনিসিয়াম (transition metal)
রুথেনিয়াম (transition metal)
রোহডিয়াম (transition metal)
প্যালাডিয়াম (transition metal)
রুপা (transition metal)
ক্যাডমিয়াম (transition metal)
ইন্ডিয়াম (post-transition metal)
টিন (post-transition metal)
অ্যান্টিমনি (metalloid)
টেলুরিয়াম (metalloid)
আয়োডিন (halogen)
জেনন (noble gas)
সিজিয়াম (alkali metal)
বেরিয়াম (alkaline earth metal)
ল্যান্থানাম (lanthanoid)
সিরিয়াম (lanthanoid)
প্রাসিওডিমিয়াম (lanthanoid)
নিওডিমিয়াম (lanthanoid)
প্রমিথিয়াম (lanthanoid)
সামারিয়াম (lanthanoid)
ইউরোপিয়াম (lanthanoid)
গ্যাডোলিনিয়াম (lanthanoid)
টারবিয়াম (lanthanoid)
ডিসপ্রোসিয়াম (lanthanoid)
হলমিয়াম (lanthanoid)
এরবিয়াম (lanthanoid)
থুলিয়াম (lanthanoid)
ইটারবিয়াম (lanthanoid)
লুটেসিয়াম (lanthanoid)
হ্যাফনিয়াম (transition metal)
ট্যানটালাম (transition metal)
টাংস্টেন (transition metal)
রিনিয়াম (transition metal)
অসমিয়াম (transition metal)
ইরিডিয়াম (transition metal)
প্লাটিনাম (transition metal)
সোনা (transition metal)
পারদ (transition metal)
থ্যালিয়াম (post-transition metal)
সীসা (post-transition metal)
বিসমাথ (post-transition metal)
পোলোনিয়াম (post-transition metal)
এস্টাটিন (halogen)
রেডন (noble gas)
ফ্রান্সিয়াম (alkali metal)
রেডিয়াম (alkaline earth metal)
অ্যাক্টিনিয়াম (actinoid)
থোরিয়াম (actinoid)
প্রোটেক্টিনিয়াম (actinoid)
ইউরেনিয়াম (actinoid)
নেপচুনিয়াম (actinoid)
প্লুটোনিয়াম (actinoid)
অ্যামেরিসিয়াম (actinoid)
কুরিয়াম (actinoid)
বার্কেলিয়াম (actinoid)
ক্যালিফোর্নিয়াম (actinoid)
আইনস্টাইনিয়াম (actinoid)
ফার্মিয়াম (actinoid)
মেন্ডেলেভিয়াম (actinoid)
নোবেলিয়াম (actinoid)
লরেনসিয়াম (actinoid)
রাদারফোর্ডিয়াম (transition metal)
ডুবনিয়াম (transition metal)
সিবোরজিয়াম (transition metal)
বোহরিয়াম (transition metal)
হ্যাসিয়াম (transition metal)
মিটনেরিয়াম (unknown chemical properties)
ডার্মস্টেটিয়াম (unknown chemical properties)
রন্টজেনিয়াম (unknown chemical properties)
কোপার্নিসিয়াম (transition metal)
ইউনুনট্রিয়াম (unknown chemical properties)
ফেরোভিয়াম (unknown chemical properties)
ইউনুনপেন্টিয়াম (unknown chemical properties)
লিভেরমোরিয়াম (unknown chemical properties)
ইউনুনসেপটিয়াম (unknown chemical properties)
ইউনুনকটিয়াম (unknown chemical properties)
Mo

W

Sg
tantalumটাংস্টেনrhenium
পারমাণবিক সংখ্যা74
আদর্শ পারমাণবিক ভর183.84(1)
মৌলের শ্রেণীtransition metal
শ্রেণী, পর্যায়, ব্লকgroup 6, পর্যায় 6, d-ব্লক
ইলেকট্রন বিন্যাস[Xe] 4f14 5d4 6s2[১]
per shell: 2, 8, 18, 32, 12, 2
ভৌত বৈশিষ্ট্য
দশাsolid
গলনাঙ্ক3695 কে ​(3422 °সে, ​6192 °ফা)
স্ফুটনাঙ্ক6203 K ​(5930 °সে, ​10706 °ফা)
ঘনত্ব (ক.তা.-র কাছে)19.25 g·cm−৩ (০ °সে-এ, ১০১.৩২৫ kPa)
তরলের ঘনত্বm.p.: 17.6 g·cm−৩
পরম বিন্দু13892 কে,  MPa
ফিউশনের এনথালপি35.3 kJ·mol−১
বাষ্পীভবনের এনথালপি774 kJ·mol−১
তাপ ধারকত্ব24.27 J·mol−১·K−১
বাষ্প চাপ
P (Pa) ১০ ১০০ ১ k ১০ k ১০ k
at T (K) 3477 3773 4137 4579 5127 5823
পারমাণবিক বৈশিষ্ট্য
জারণ অবস্থা6, 5, 4, 3, 2, 1, 0, −1, −2 ​(a mildly acidic oxide)
তড়িৎ-চুম্বকত্ব2.36 (পলিং স্কেল)
আয়নীকরণ বিভব১ম: 770 kJ·mol−১
২য়: 1700 kJ·mol−১
পারমাণবিক ব্যাসার্ধempirical: 139 pm
সমযোজী ব্যাসার্ধ162±7 pm
বিবিধ
কেলাসের গঠনbody-centered cubic (bcc)
Body-centered cubic জন্য কেলাসের গঠনtungsten
শব্দের দ্রুতিপাতলা রডে: 4620 m·s−১ (at r.t.) (annealed)
তাপীয় প্রসারাঙ্ক4.5 µm·m−১·K−১ (২৫ °সে-এ)
তাপীয় পরিবাহিতা173 W·m−১·K−১
তড়িৎ রোধকত্ব ও পরিবাহিতা২০ °সে-এ: 52.8 nΩ·m
চুম্বকত্বparamagnetic[২]
ইয়ংয়ের গুণাঙ্ক411 GPa
কৃন্তন গুণাঙ্ক161 GPa
আয়তন গুণাঙ্ক310 GPa
পোয়াসোঁর অনুপাত0.28
(মোজ) কাঠিন্য7.5
ভিকার্স কাঠিন্য3430 MPa
ব্রিনেল কাঠিন্য2570 MPa
ক্যাস নিবন্ধন সংখ্যা7440-33-7
ইতিহাস
নামকরণfrom German wolfram
আবিষ্কারCarl Wilhelm Scheele (1781)
প্রথম বিচ্ছিন্ন করেনJuan José Elhuyar and Fausto Elhuyar (1783)
সবচেয়ে স্থিতিশীল আইসোটোপ
মূল নিবন্ধ: টাংস্টেনের আইসোটোপ
iso NA অর্ধায়ু DM DE (MeV) DP
180W 0.12% 1.8×1018 y α 2.516 176Hf
181W syn 121.2 d ε 0.188 181Ta
182W 26.50% >1.7×1020 y (α) 1.772 178Hf
183W 14.31% >8×1019 y (α) 1.680 179Hf
184W 30.64% >1.8×1020 y (α) 1.123 180Hf
185W syn 75.1 d β 0.433 185Re
186W 28.43% >4.1×1018 y (α) 1.656 182Hf
(ββ) 186Os
Decay modes in parentheses are predicted, but have not yet been observed
· তথ্যসূত্র
টংস্টেনের দৃশ্যমান বর্ণালী

বিদ্যুত-বাতির ফিলামেন্ট, এক্স-রে টিউবের টার্গেট ও ফিলামেন্ট ও টিআইজি ওয়েল্ডিং-এর ইলেকট্রোড হিসেবে টাংস্টেন-জাত শংকরের বহুল প্রচলন রয়েছে। ক্ষেপণাস্ত্রের ছেদন-ক্ষমতা বৃদ্ধির জন্যও টাংস্টেন ব্যবহৃত হয়। বিভিন্ন টাংস্টেন যৌগ রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়।

প্যাটেন্ট বিতর্ক সম্পাদনা

মার্কিন পদার্থবিদ উইলিয়াম কুলিজ জেনারেল ইলেকট্রিক কোম্পানিতে কর্মরত অবস্থায় বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট হিসেবে নমনীয় টাংস্টেন তৈরির প্রক্রিয়া আবিষ্কার করেন এবং ১৯১৩ সালে (মার্কিন পেটেন্ট ১০,৮২,৯৩৩ ) এর পেটেন্ট লাভ করেন। ১৯২৮ সালে মার্কিন আদালতের সিদ্ধান্তে পেটেন্টটি বাতিল হয়ে যায়[৫][৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Why does Tungsten not 'Kick' up an electron from the s sublevel ?"। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-১৫ 
  2. Magnetic susceptibility of the elements and inorganic compounds, in Handbook of Chemistry and Physics 81st edition, CRC press.
  3. "ITIA Newsletter" (পিডিএফ)। International Tungsten Industry Association। জুন ২০০৫। Archived from the original on ২০১১-০৭-২১। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-১৮ 
  4. "ITIA Newsletter" (পিডিএফ)। International Tungsten Industry Association। ডিসেম্বর ২০০৫। Archived from the original on ২০১১-০৭-২১। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-১৮ 
  5. General Electric Co. v. De Forest Radio Co., 28 F.2d 641, 643 (3rd Cir. 1928)
  6. Lakshman D. Guruswamy; Jeffrey A. McNeely (১৯৯৮)। Protection of global biodiversity: converging strategies। Duke University Press। পৃষ্ঠা 333–। আইএসবিএন 978-0-8223-2188-0। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১১