গলনের অভ্যন্তরীণ তাপগতীয় বিভব

(ফিউশনের এনথালপি থেকে পুনর্নির্দেশিত)

গলনের অভ্যন্তরীণ তাপগতীয় বিভব বলতে কোনও পদার্থকে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করতে যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয় কিংবা তরল থেকে কঠিন অবস্থায় রূপান্তর করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে বোঝায়। একে মাঝে মাঝে গলনের সুপ্ততাপ বা গলনের প্রমিত অভ্যন্তরীণ তাপগতীয় বিভব পরিবর্তন বলা হয়। যে তাপমাত্রায় এই প্রক্রিয়াটি সংঘটিত হয় তাকে গলনাংক বলা হয়। এ ব্যাপারটি তাপমাত্রার মাপনীতে সরাসরি ধরা পড়ে না। যেমন বরফ শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি শোষণ করে তবেই ঐ একই শূন্য ডিগ্রি সেলসিয়স তাপমাত্রায় পানিতে বা জলে পরিণত হয়। তাপমাত্রার পরিবর্তন না হলেও শক্তি শোষিত হতে কঠিন থেকে তরল দশান্তর ঘটে। এক্ষেত্রে শূন্য ডিগ্রি সেলসিয়াস হল বরফের গলনাংক।

সাধারণ কিছু পদার্থের গলনের অভ্যন্তরীণ তাপগতীয় বিভবের প্রামাণ্য মান সম্পাদনা

 
তৃতীয় পর্যায়ে গলনের অভ্যন্তরীণ তাপগতীয় বিভব পরিবর্তন।
 
Standard enthalpy change of fusion of period two of the periodic table of elements.
উপাদানফিউশন তাপ
(ক্যাল./গ্রাম)
ফিউশন তাপ
(কেজে/কেজি)
পানি 79.72334.0
মিথেন 13.9658.41
ইথেন 22.7395.10
প্রোফেন 19.1179.96
মিথানল 23.7099.16
ইথানল 26.05108.99
গ্লাইসেরল 47.95200.62
ফরমিক এসিড 66.05276.35
এসেটিক এসিড 45.91192.09
এসেটন 23.4297.99
বেনজিন 30.45127.40
মিরিসটিক এসিড 47.49198.70
পালমিটিক এসিড 39.18163.93
স্টিয়ারিক এসিড 47.54198.91
প্যারাফিন মোম (C25H52) 47.8-52.6 200–220

এই মানগুলি সিআরসি'র Handbook of Chemistry and Physics, ৬২তম সংস্করণ থেকে নেয়া হয়েছে। এই সারণিতে ব্যবহৃত ক্যাল./গ্রাম এবং কেজে/কেজি'র মধ্যে মান পরির্বতনে হিসাব করা হয়েছে তাপ-রাসায়নিক ক্যালরি (thermochemical calorie) (calth) = 4.184 জুল, যদিও আন্তর্জাতিক বাষ্প সারণি ক্যালরি (calINT) = 4.1868 জুল হিসাব করা হয়।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা