১৯৮৭-এ বাংলাদেশ
১৯৮৭
১৯৮৭ সাল ছিল বাংলাদেশের স্বাধীনতার ১৬ তম বছর। এটি ছিল হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের ষষ্ঠ বছর।
| |||||
শতাব্দী: | |||||
---|---|---|---|---|---|
দশক: | |||||
আরও দেখুন: | ১৯৮৭-এর অন্যান্য ঘটনা বছরের তালিকা অনুযায়ী বাংলাদেশ |
দায়িত্বপ্রাপ্ত
সম্পাদনাজলবায়ু
সম্পাদনা১৯৮৭-এ বাংলাদেশ-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
দৈনিক গড় °সে (°ফা) | ১৯. (৬৬) |
২১.৮ (৭১.২) |
২৫. (৭৭) |
২৭.৪ (৮১.৩) |
২৮.৫ (৮৩.৩) |
২৯.২ (৮৪.৬) |
২৮. (৮২) |
২৮.১ (৮২.৬) |
২৮.৩ (৮২.৯) |
২৭.৩ (৮১.১) |
২৪.২ (৭৫.৬) |
২০.৪ (৬৮.৭) |
২৫.৬ (৭৮.১) |
অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) | ৩.৬ (০.১৪) |
১২.৮ (০.৫০) |
৫১. (২.০) |
২০০.২ (৭.৮৮) |
১৫০.৫ (৫.৯৩) |
৪৮৬.৬ (১৯.১৬) |
৭১৩.১ (২৮.০৭) |
৬৪৭.৩ (২৫.৪৮) |
৩৩১. (১৩.০) |
১১৯. (৪.৭) |
৩১.২ (১.২৩) |
১৪.৫ (০.৫৭) |
২,৭৬০.৮ (১০৮.৬৯) |
উৎস: Climatic Research Unit (CRU) of University of East Anglia (UEA)[১] |
ঘূর্ণিঝড়/জলোচ্ছ্বাস/বন্যা
সম্পাদনা- ৫ জুন মধ্যরাতে একটি গভীর নিম্নচাপ (পূর্বে বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল) হাতিয়া, সন্দ্বীপ, পটুয়াখালী এবং ভোলা অঞ্চল অতিক্রম করে একটি ঘূর্ণিঝড় হিসেবে স্বাভাবিকের থেকে ৬ ফুট উপরে জলোচ্ছ্বাস বয়ে আনে এবং নিচু দ্বীপগুলো প্লাবিত হয়।
- সমগ্র দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণে কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়।
- ৩০/৩১ জুলাই ভারি বর্ষণ এবং উপরের অঞ্চল থেকে বন্যার পানির কারণে সামগ্রিক বন্যা পরিস্থিতির গুরুতর অবনতি হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রংপুর, নেত্রকোনা, গাইবান্ধা, নওগাঁ, কুড়িগ্রাম, জামালপুর, কক্সবাজার, চট্টগ্রাম ও নোয়াখালী জেলা । প্রায় ৩.৫ মিলিয়ন মানুষ আক্রান্ত হয় এবং প্রায় ৬৫০,০০০ একর ফসলের ক্ষতি হয়। উপচে পড়া পানি ও কালভার্ট ধসে রাজধানী থেকে উত্তর-পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। [২]
ঘটনাবলী
সম্পাদনা- ২১ অক্টোবর – বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি প্রতিষ্ঠিত হয়। [৩]
- ১০ নভেম্বর – ঢাকার জিরো পয়েন্টের কাছে রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় বাংলাদেশি কর্মী নূর হোসেন বাংলাদেশ পুলিশের হাতে নিহত হন।
- ২৮ নভেম্বর – হুসেইন মুহম্মদ এরশাদ জরুরি অবস্থা ঘোষণা করেন এবং ধর্মঘট নিষিদ্ধ করেন। ৪ ডিসেম্বর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। [৪]
- ৭ ডিসেম্বর – হুসেইন মুহম্মদ এরশাদ বিরোধীদের চাপে সংসদ ভেঙে দেন।
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনাআন্তর্জাতিক স্বীকৃতি
সম্পাদনা- রিচার্ড উইলিয়াম টিম, বাংলাদেশে তার কাজের জন্য র্যামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন। [৫]
স্বাধীনতা দিবস পুরস্কার
সম্পাদনাপ্রাপক | এলাকা | বিঃদ্রঃ |
---|---|---|
এম হোসেন আলী | সামাজিক কাজ | |
অধ্যাপক সৈয়দ আলী আহসান | সাহিত্য | |
অধ্যাপক মুহাম্মদ ইউনূস | পল্লী উন্নয়ন [৬] | |
আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথলজি অ্যান্ড ট্রান্সফিউশন | চিকিৎসা বিজ্ঞান | সংগঠন |
একুশে পদক
সম্পাদনা- মোহাম্মদ মনিরুজ্জামান (সাহিত্য)
- আবু হেনা মোস্তফা কামাল (সঙ্গীত)
- আনিস সিদ্দিকী
- জাহানারা আরজু (সাহিত্য)
- আহমদ শামসুল ইসলাম (শিক্ষা)
- এম এ নাসের (শিক্ষা)
- অধ্যক্ষ আবুল কাশেম (শিক্ষা)
- নুরুল ইসলাম পাটোয়ারী (সাংবাদিকতা)
- আহমেদ হুমায়ুন (সাংবাদিকতা)
- কানাইলাল শীল (যন্ত্রসঙ্গীত)
- ফরিদা পারভীন (সঙ্গীত)
- সৈয়দ মইনুল হোসেন (স্থাপত্য)
খেলাধুলা
সম্পাদনা- দক্ষিণ এশিয়ান (ফেডারেশন) গেমস :
- ঘরোয়া ফুটবল :
- মোহামেডান এসসি ঢাকা লিগের শিরোপা জিতেছে এবং আবাহনী কেসি রানার্সআপ হয়। [৮]
- মোহামেডান এসসি বাংলাদেশ ফেডারেশন কাপের শিরোপাও জেতে। [৯]
- দাবা :
- নিয়াজ মুর্শেদ প্রথম দক্ষিণ এশিয়ান হিসেবে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন। [১০]
জন্ম
সম্পাদনা- ২৪ মার্চ – সাকিব আল হাসান, ক্রিকেটার
- ৪ এপ্রিল – অহনা রহমান, মডেল ও অভিনেতা
- ৯ জুন – মুশফিকুর রহিম, ক্রিকেটার
- ২ আগস্ট – আব্দুল বাতেন মজুমদার কমল, ফুটবলার
- ৫ অক্টোবর – মোজেজা আশরাফ মোনালিসা, মডেল ও অভিনেতা
- ৩০ অক্টোবর – জুনায়েদ সিদ্দিক, ক্রিকেটার
- ২৫ ডিসেম্বর – জাহিদ হাসান আমেলি, ফুটবলার
- ২৫ ডিসেম্বর – আশিকুর রহমান, চিত্রনাট্য লেখক ও পরিচালক
মৃত্যু
সম্পাদনা- ২০ ফেব্রুয়ারি – একেএম সামসুজ্জোহা, রাজনীতিবিদ (জন্ম ১৯২৪)
- ৩ মার্চ – এস এ বারী, রাজনীতিবিদ (জন্ম ১৯২৭)
- ৬ মে – মুহাম্মদুল্লাহ হাফেজ্জী, রাজনীতিবিদ (জন্ম ১৮৯৫) [১১]
- ৫ জুলাই – মোহাম্মদ ফরহাদ, রাজনীতিবিদ (জন্ম ১৯৩৮)
- ২ আগস্ট – আবু সাঈদ চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি (জন্ম ১৯২১)
- ১৯ সেপ্টেম্বর - মুহাম্মদ মনসুরউদ্দিন, লেখক (জন্ম ১৯০৪)
- ১ অক্টোবর – আব্দুর রহিম, ইসলামী পন্ডিত (জন্ম ১৯১৮)
- ২৭ অক্টোবর – আনোয়ারা বাহার চৌধুরী, সমাজকর্মী ও লেখক (জন্ম ১৯১৯)
- ২৯ নভেম্বর – মোহাম্মদ তোয়াহা, রাজনীতিবিদ (জন্ম ১৯২২)
- ২৮ ডিসেম্বর – শুভ আখন্দ, সঙ্গীতজ্ঞ (জন্ম ১৯৬০)
জন্ম
সম্পাদনাজানুয়ারি-মার্চ
সম্পাদনা- ২ ফেব্রুয়ারি - ইমরুল কায়েস, ক্রিকেটার।
- ২৪ মার্চ - সাকিব আল হাসান, ক্রিকেটার।
এপ্রিল-জুন
সম্পাদনা- ৪ এপ্রিল - অহনা রহমান লাকি, মডেল ও অভিনেত্রী।
জুলাই-সেপ্টেম্বর
সম্পাদনা- ৮ জুলাই - মেহরাব হোসেন, ক্রিকেটার।
- ১৮ আগস্ট - ইয়ামিন হক ববি, চলচ্চিত্র অভিনেত্রী।
- ১১ সেপ্টেম্বর - মোহাম্মদ মামুন মিয়া, ফুটবলার।
- ২৩ সেপ্টেম্বর - আরেফিন রুমি, সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক।
অক্টোবর-ডিসেম্বর
সম্পাদনা- ৫ অক্টোবর - মোজেজা আশরাফ মোনালিসা, মডেল, অভিনেত্রী, ও নৃত্যশিল্পী।
- ১৪ অক্টোবর - জান্নাতুল ফেরদৌস পিয়া, মডেল ও অভিনেত্রী।
- ৩০ অক্টোবর - জুনায়েদ সিদ্দিকী, ক্রিকেটার।
- ২৩ নভেম্বর - ধীমান ঘোষ, ক্রিকেটার।
- ১৩ ডিসেম্বর - নাজমুন মুনিরা ন্যান্সি, সঙ্গীতশিল্পী।
- ১৪ ডিসেম্বর - আবু হেনা রনি, স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেতা, অভিনেতা, মডেল, ও উপস্থাপক।
- ২৫ ডিসেম্বর - জাহিদ হাসান এমিলি, ফুটবলার।
- ৩০ ডিসেম্বর - ফজলে মাহমুদ, ক্রিকেটার।
মৃত্যু
সম্পাদনাজানুয়ারি-মার্চ
সম্পাদনা- ১১ ফেব্রুয়ারি - মনিরউদ্দীন ইউসুফ, ঔপন্যাসিক, নাট্যকার, অনুবাদক ও সাহিত্য সম্পাদক। (জ. ১৯১৯)
- ৩ মার্চ - এস. এ. বারী, রাজনীতিবিদ। (জ. ১৯২৭)
- ৯ মার্চ - মোহাম্মদ বায়তুল্লাহ, রাজনীতিবিদ। (জ. ১৯২৭)
এপ্রিল-জুন
সম্পাদনা- ২৩ এপ্রিল - সুফী জুলফিকার হায়দার, কবি। (জ. ১৮৯৯)
জুলাই-সেপ্টেম্বর
সম্পাদনা- ১ আগস্ট - আবু সাঈদ চৌধুরী, বিচারপতি ও পরবর্তী কালে রাষ্ট্রপতি। (জ. ১৯২১)
- ১৯ সেপ্টেম্বর - মুহম্মদ মনসুর উদ্দিন, লোকসঙ্গীত, লোকসাহিত্য সংগ্রাহক ও লোকসাহিত্যবিশারদ। (জ. ১৯০৪)
অক্টোবর-ডিসেম্বর
সম্পাদনা- ১ অক্টোবর - আবদুর রহিম, ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ। (জ. ১৯১৮)
- ৬ অক্টোবর - আবদুল হামিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ও সমাজ সংস্কারক। (জ. ১৯১১)
- ১৩ অক্টোবর - অমলেন্দু বিশ্বাস, অভিনেতা। (জ. ১৯২৫)
- ১৭ অক্টোবর - আব্দুল মালেক উকিল, আইনজীবী ও রাজনীতিবিদ। (জ. ১৯২৪)
- ২৭ অক্টোবর - আনোয়ারা বাহার চৌধুরী, সমাজকর্মী ও লেখিকা। (জ. ১৯১৯)
- ১০ নভেম্বর - নূর হোসেন, গণতান্ত্রিক আন্দোলনে স্মরণীয় ব্যক্তিত্ব। (জ. ১৯৬১)
- ২৯ নভেম্বর - মোহাম্মদ তোয়াহা, বাংলা ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং রাজনীতিবিদ। (জ. ১৯২২)
- ২৮ ডিসেম্বর - হ্যাপী আখন্দ, সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক। (জ. ১৯৬৩)
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Climate Change Knowledge Portal"। The World Bank Group। ২৭ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৮।
- ↑ "Bangladesh – Cyclonic Storm/Tidal Surge/Floods Jun 1987 UNDRO Situation Reports 1–15"। UN Department of Humanitarian Affairs। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৮।
- ↑ Introducing the Bangladesh Civil Service Administration Academy – Government of Pakistan
- ↑ "Bangladesh Declares Emergency and Bans Strikes"। The New York Times। Reuters। ২৮ নভেম্বর ১৯৮৭। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৮।
- ↑ "Awardees who worked in Bangladesh"। Ramon Magsaysay Award Foundation। ১ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৮।
- ↑ "PROFESSOR MUHAMMAD YUNUS"। Grameen Bank, Bangladesh। সংগ্রহের তারিখ ২০০৮-০১-১৭।
- ↑ "South Asian Games"। Olympic Council of Asia। ১ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৮।
- ↑ "List of Champions"। Atsushi Fujioka for Rec.Sport.Soccer Statistics Foundation। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৮।
- ↑ "Bangladesh – List of Cup Winners"। Ian King, Hans Schöggl and Erlan Manaschev for Rec.Sport.Soccer Statistics Foundation। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৮।
- ↑ Iraj, S. (১২ অক্টোবর ২০১৭)। "Let's Play Chess"। The Independent। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৮।
- ↑ Khan, Muhammad Zafarullah (১৪ জুন ২০১৭)। হযরত হাফেজ্জী হুজুর রহ। Daily Inqilab।