- ১৮৫৬ - উড্রো উইলসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি।
- ১৮৮৯ - স্যার এ এফ রহমান, শিক্ষাবিদ।
- ১৮৯৪ - কিথ জনসন, অস্ট্রেলীয় ক্রিকেট প্রশাসক।
- ১৯০৩ - জন ভন নিউম্যান, হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ। (মৃ. ১৯৫৭)
- ১৯১১ - ফণী মজুমদার, ভারতের হিন্দি চলচ্চিত্রের পরিচালক ও চিত্রনাট্যকার। (মৃ. ১৯৯৪)
- ১৯২৬ - ডোনাল্ড কার, জার্মান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।
- ১৯৩৭ - রতন টাটা, ভারতীয় শিল্পপতি।
- ১৯৪১ - ইন্তেখাব আলম, পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়।
- ১৯৪১ - রিজিয়া রহমান, লেখক।
- ১৯৪৪ - ক্যারি মুলিস, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীবরসায়নবিজ্ঞানী। (মৃ. ২০১৯)
- ১৯৪১- ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা।
- ১৮৫৯ - লর্ড ম্যাকলে, ব্রিটিশ ইতিহাসবেত্তা।
- ১৯২৫ - সের্গেই এসিয়েনিন, কবি।
- ১৯২৭ - হেকিম আজমল খাঁ, হিন্দু-মুসলমান একতার সক্রিয় কর্মী, ইউনানি চিকিৎসক।
- ১৯৩২ - জ্যাক ব্ল্যাকহাম, অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়।
- ১৯৩৬ - রাজিয়া খান, বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক।
- ১৯৬৩ - হ্যাপী আখন্দ, বাংলাদেশী পপ রক গায়ক।
- ১৯৯৩ - আব্দুল জব্বার খান, বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার।
- ১৯৯৮ - ভৈরব গঙ্গোপাধ্যায়, বাঙালি যাত্রাপালাকার। (জ. ১৯৩৪)
- ২০০৪ - সুসান সনট্যাগ, মার্কিন লেখিকা ও সাহিত্য সমালোচক।
- ২০১১ - রাজিয়া খান, বাংলাদেশী সাহিত্যিক।
- কিং তাসকিন ম্যামোরিয়াল ডে (থাইল্যান্ড)
- প্রোক্লেইমেশন ডে (অস্ট্রেলিয়া)
- প্রজাতন্ত্র দিবস (দক্ষিণ সুদান)
উইকিমিডিয়া কমন্সে ২৮ ডিসেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে। |