১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
২৯ ৩০ ৩১  

১১ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৪৫তম (অধিবর্ষে ৩৪৬তম) দিন। বছর শেষ হতে আরো ২০ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি সম্পাদনা

  • ৩৬১ - জুলিয়ান এপোসাইট বিভক্ত রোম সাম্রাজ্যের সম্রাট হন, তিনি কন্সন্টান্টিনোপল থেকে তার সাম্রাজ্য পরিচালনা করেন এবং প্যাগান ধর্ম আবার চালু করতে চেষ্টা করেন।
  • ৯৬৯ - বাইজেনটাইন সম্রাট দ্বিতীয় নিকেফোরস তার স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হন।
  • ১৬০২ - অতর্কিত আক্রমণ করে জেনেভাকে ডিউক অব স্যাভয় ও তার শ্যালক ফিলিপ তৃতীয়। কিন্তু তাদের আক্রমণ প্রতিহত হয় জেনেভার নাগরিকদের দ্বারা।
  • ১৬১৮ - রাশিয়া ও পোল্যান্ডের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৬৮৭ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম মাদ্রাজে পৌরসভা প্রতিষ্ঠার সনদ তৈরির অনুমোদন দেয়।
  • ১৬৮৮ - রাজা দ্বিতীয় জেমসকে গ্রেপ্তার করা হয়।
  • ১৭৯২ - ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের বিচার শুরু হয়।
  • ১৮১৬ - ইন্ডিয়ানা ১৯তম রাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।
  • ১৮২৩ - ইংরেজি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় নিজ ব্যয়ে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন।
  • ১৮৫১ - স্ত্রী শিক্ষার প্রসার ও সমাজকল্যাণমূলক কাজের জন্য কলকাতায় বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৬২ - আর্থার লুকাস নামক ব্যক্তিকে ফাঁসি দেওয়ার মাধ্যমে কানাডায় সর্বশেষ ফাঁসির আদেশ কার্যকর করা হয়।
  • ১৮৯৪ - সারে পারিতে প্রথম মটর প্রদর্শনী শুরু হয়।
  • ১৯০১ - মার্কনি প্রথম বেতার সংকেত প্রেরণ করেন।
  • ১৯০৭ - নিউজিল্যান্ডের সংসদ ভবন আগুনে ধ্বংস হয়ে যায়।
  • ১৯১৭ - ব্রিটিশ জেনারেল অ্যাডমন্ড অ্যালানবি জেরুজালেমে প্রবেশ করেন এবং জেরুজালেমে সামরিক আইন ঘোষণা করেন।
  • ১৯২৭ - সোভিয়েত সেনাবাহিনী চীনের গুয়ানজুতে প্রবেশ করে এবং শহরের বেশিরভাগ অংশ দখল করে সোভিয়েত ইউনিয়নের অংশ হিসাবে ঘোষণা দেয়।
  • ১৯৩০ - ইতালি জাতিসংঘ পরিত্যাগ করে।
  • ১৯৩৭ - দ্বিতীয় ইতালি-আবিসিনিয়া যুদ্ধ শুরু হয়। ইতালি জাতিপুঞ্জ ত্যাগ করে।
  • ১৯৪১ - জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জার্মানি ও ইতালি।
  • ১৯৪৬ - নিউইয়র্কে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৫৮ - আপার ভোল্টা (বর্তমানে বুরকিনা ফাসো) ফ্রান্সের নিকট থেকে স্বায়ত্বশাসন লাভ করে।
  • ১৯৬৪ - চে গুয়েভারা জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা দেন।
  • ১৯৭১ - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: টাঙ্গাইল, নীলফামারীর ডিমলা ও দিনাজপুরের হিলি শত্রুমুক্ত হয়।[১]
  • ১৯৮১ - সালভাদর গৃহ যুদ্ধের সময় এল সালভাদরের সেনাবাহিনী গেরিলা বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় গেরিলা সন্দেহে প্রায় ৯০০ সাধারণ নাগরিককে হত্যা করে।
  • ১৯৯১ - ইসির রাষ্ট্রপ্রধানরা রাজনৈতিক ইউনিয়ন গঠনের চুক্তিতে উপনীত হয়।
  • ১৯৯৪ - প্রথম চেচনিয়া যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন সেনাবাহিনীকে চেচনিয়ায় প্রবেশের আদেশ দেন।
  • ২০০১ - ১৫ বছরব্যাপী আলোচনার পর চীন আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে।

জন্ম সম্পাদনা

  • ১৯৭৭- রুখসানা রিমি (বাংলাদেশী কবি)। [অনুরাগের সুধা {একক কাব্যগ্রন্থ}, শত কবির দ্রোহের কবিতা {আহমেদ জহুর সম্পাদিত}, হৃদয়ে বনলতা {আহমেদ জহুর সম্পাদিত}]

মৃত্যু সম্পাদনা

ছুটি ও অন্যান্য সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "১১ ডিসেম্বর শত্রুমুক্ত হয় যেসব অঞ্চল"। বাংলা ট্রিবিউন। ১১ ডিসেম্বর ২০২০। ১১ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা