১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
২৯ ৩০ ৩১  

২৫ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫৯তম (অধিবর্ষে ৩৬০তম) দিন। বছর শেষ হতে আরো ছয় দিন বাকি রয়েছে।

ঘটনাবলী সম্পাদনা

  • ১০০০ - ইস্তফান হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন।
  • ১০৬৬ - উইলিয়াম ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
  • ১৬৯১ - রাঁচির জগন্নাথ মন্দির নির্মিত হয়।
  • ১৭৫৮ - হ্যালির ধূমকেতু প্রথম দেখা যায়।
  • ১৭৭১ - দ্বিতীয় শাহ আলম মোগল সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে বসেন।
  • ১৮৪৮ - নিউ হ্যাভেন রেলপথ চালু হয়।
  • ১৯২৫ - কাজী নজরুল ইসলামের সম্পাদনায় লাঙল পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
  • ১৯২৬ - সম্রাট হিরোহিতো জাপানের সিংহাসনে আরোহণ করেন।
  • ১৯২৭ - ভিয়েতনাম ন্যাশনালিস্ট পার্টি গঠিত হয়।
  • ১৯৪৫ - ভারতীয় কমিউনিস্ট পার্টির মুখপাত্র দৈনিক ‘স্বাধীনতা’ প্রথম প্রকাশিত হয়।
  • ১৯৬৪ - ঢাকা থেকে প্রথম টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার।
  • ১৯৬৮ - ভারতের তামিলনাড়ুর বেনমনি গ্রামে ৪৪ জন ক্ষেতমজুরকে পুড়িয়ে মারা হয়।
  • ১৯৮৯ - রোমানিয়ার ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি নিকোলাই চসেস্কু সস্ত্রীক নিহত হন।
  • ১৯৯১ - মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন।
  • ১৯৯১ - মস্কোর ক্রেমলিন শীর্ষে ৭৪ বছর ধরে উড্ডীয়মান কাস্তে-হাতুড়ি চিহ্নিত লাল পতাকা নামিয়ে ফেলা হয়। তার স’লাভিষিক্ত হয় তিন রঙা রুশ পতাকা।
  • ১৯৯৮ - রাশিয়ার প্রেসিডেন্ট বোরিস ইয়েলটসিন বিয়েলো রাশিয়ার প্রেসিডেন্ট লুকাশেনকোর সঙ্গে দুপক্ষের ইউনিয়নভুক্ত দেশ প্রতিষ্ঠার ঘোষণা স্বাক্ষর করেন।

জন্ম সম্পাদনা

মৃত্যু সম্পাদনা

ছুটি ও অন্যান্য সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Pop superstar George Michael dies aged 53"the Guardian (ইংরেজি ভাষায়)। ২০১৬-১২-২৬। সংগ্রহের তারিখ ২০২২-১২-২৫ 

বহিঃসংযোগ সম্পাদনা