মুখ ও মুখোশ

বাংলাদেশের প্রথম স্থানীয়ভাবে নির্মিত ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য সবাক চলচিত্র

মুখ ও মুখোশ বাংলাদেশের (তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের) প্রথম স্থানীয়ভাবে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র। ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পরিচালনা করেন আব্দুল জব্বার খান। ইকবাল ফিল্মস্‌ এই ছবিটি অর্থায়ন ও চিত্রায়নে সহায়তা করে। চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী হয় মুকুল টকিজে (বর্তমান আজাদ প্রেক্ষাগৃহ)। এটি ঢাকার রূপমহল, চট্টগ্রামের নিরালা, নারায়ণগঞ্জের ডায়মন্ড ও খুলনার উল্লাসিনী প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায়।[১] সেই অঞ্চলের প্রথম চলচ্চিত্র হিসাবে দর্শকমহলে এটি নিয়ে আগ্রহের সৃষ্টি হয়। প্রথম দফায় মুক্তির পর চলচ্চিত্রটি ৪৮,০০০ রুপি আয় করে।[২]

মুখ ও মুখোশ
মুখ ও মুখোশ ছবির বাণিজ্যিক প্রচ্ছদ.jpg
ছবির ডিভিডি কভার
পরিচালকআব্দুল জব্বার খান
প্রযোজকআব্দুল জব্বার খান
রচয়িতাআব্দুল জব্বার খান
উৎসআব্দুল জব্বার খানের 'ডাকাত' অবলম্বনে
শ্রেষ্ঠাংশেপূর্ণিমা সেন
সাইফুদ্দিন
বিনয় বিশ্বাস
জব্বার
ইনাম আহমেদ
জহরত আজরা
সুরকারসমর দাস
চিত্রগ্রাহকমুরারী মোহন
জামান
সম্পাদকআব্দুল লতিফ
পরিবেশকইকবাল ফিল্মস্‌
মুক্তি৩ আগস্ট ১৯৫৬
দৈর্ঘ্য৯৯ মিনিট
দেশবাংলাদেশ
পাকিস্তান
ভাষাবাংলা
নির্মাণব্যয়৬৪,০০০ রূপি
আয়৪৮,০০০ রুপি

ইতিহাসসম্পাদনা

আবদুল জব্বার খান ফরিদপুরে সংঘটিত একটি ডাকাতির কাহিনীকে উপজীব্য করে লেখা ডাকাত নাটক হতে চলচ্চিত্রটির কাহিনী নেয়া হয়।[১] ১৯৫৩ সালে তিনি চলচ্চিত্রটির কাজ শুরু করেন। সে সময় দৃশ্যত পূর্ব পাকিস্তানে নিজস্ব কোন চলচ্চিত্র শিল্প গড়ে উঠেনি। স্থানীয় সিনেমা হলগুলোতে কলকাতা অথবা লাহোরের চলচ্চিত্র প্রদর্শিত হতো। পশ্চিম পাকিস্তানের চলচ্চিত্র প্রযোজক এফ. দোসানির পূর্ব পাকিস্তানে চলচ্চিত্র প্রযোজনার ব্যাপারে নেতিবাচক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জব্বার খান চলচ্চিত্রটি নির্মাণে উদ্যোগী হন।[৩] জব্বার খান দুই বছর ধরে ছবিটির কাজ করেন। ১৯৫৪ সালের ৬ই আগস্ট আবদুল জব্বার খান তার পরিচালনায় প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর মহরত করেন হোটেল শাহবাগে। তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ইস্কান্দার মির্জা ছবির মহরতের উদ্বোধন করেন। [৪] স্থানীয় অভিনেতারা, চলচ্চিত্রে অভিনয়ের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বিনা পারিশ্রমিকে এই ছবিতে অভিনয় করেন।[২] স্থানীয়ভাবে কোন ফিল্ম প্রোডাকশন স্টুডিও না থাকায়, ছবির নেগেটিভ ডেভেলপের জন্য লাহোরে পাঠানো হয়। লাহোরের শাহনূর স্টুডিওতে ‘মুখ ও মুখোশ’-এর পরিস্ফুটন কাজ সম্পন্ন হয়। ১৯৫৬ সালে ছবির কাজ শেষ হয় কিন্তু তিনি ছবিটি নিয়ে প্রথমে ঢাকায় ফেরার অনুমতি পাননি। ‘মুখ ও মুখোশ’র প্রথম প্রদর্শনী হয় লাহোরে। ঢাকায় ফিরে আসার পর ছবিটি প্রদর্শনীর বিষয়ে কোন প্রেক্ষাগৃহের মালিকের কাছ থেকে আশানুরূপ সাড়াও পাননি। তবে এ অবস্থা কাটাতে বেশি সময় লাগেনি। অল্পদিন পরেই ‘মুখ ও মুখোশ’ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং খুলনার উল্লাসিনী সিনেমায় একযোগে প্রদর্শিত হয়। ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় রূপমহল প্রেক্ষাগৃহে।

 
মুখ ও মুখোশ চলচ্চিত্রের একটি দৃশ্যে

চরিত্রসমূহসম্পাদনা

কলাকুশলীবৃন্দসম্পাদনা

  • চিত্রনাট্য - বিপ্রদাশ ঠাকুর (কলকাতা)।
  • চিত্র গ্রহণ - মুরারী মোহন (উপদেষ্টা )। পরে এই দায়িত্ব তুলে নেন সহকারী চিত্রগ্রাহক জামান।
  • অঙ্গসজ্জা - শ্যাম বাবু (আসল নাম শমসের আলী)।
  • সংগীতে কণ্ঠ - আবদুল আলীম এবং মাহবুবা হাসনাত
  • সঙ্গীত পরিচালক - সমর দাস
  • সহকারী সঙ্গীত পরিচালক - ধীর আলী।
  • শব্দ গ্রহণ - মইনুল ইসলাম।
  • সম্পাদক - আব্দুল লতিফ (পশ্চিম পাকিস্তান) ।

বিবিধ তথ্যসম্পাদনা

  • ছবির প্রথম প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা এ কে ফজলুল হক
  • ছবির মহরতে উপস্থিত ছিলেন তদানীন্তন পাকিস্তানের গভর্নর ইস্কান্দার মীর্জা।
  • প্রথম শুটিং কালীগঞ্জে ১৯৫৩ সালের ডিসেম্বর মাসে।
  • ছবির মহরত হয় ১৯৫৪ সালের ৬ আগস্ট। স্থান তখনকার শাহবাগ হোটেল
  • প্রথমে ছবির নাম রাখা হয়েছিল 'ডাকাত'। পরে ফজল শাহাবুদ্দিনের পরামর্শে নাম রাখা হয় 'মুখ ও মুখোশ'।
  • শুটিং শেষ হয় ১৯৫৫ সালের ৩০ শে অক্টোবর।
  • শুটিংয়ের মূল স্থানগুলো ছিল সিদ্ধেশ্বরী, তেজগাঁও, রাজারবাগ, কমলাপুর, লালমাটিয়া, জিঞ্জিরা এবং টঙ্গীর বিভিন্ন জায়গায়।
  • ছবিটির নির্মাণব্যয় ছিল তৎকালীন ৬৪,০০০.০০ রুপি।
  • একটি আইমো ক্যামেরা, একটি সাধারণ টেপ রেকর্ডার, একটি জেনারেটর ও 'প্রয়োজনীয় টুকিটাকি যন্ত্রপাতি'র মাধ্যমে 'মুখ ও মুখোশ'এর চিত্র গ্রহণ করা হয়।

আরও পড়ুনসম্পাদনা

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. হাসান, খন্দকার মাহমুদুল (২০১১)। মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। ঢাকা: কথা প্রকাশ। পৃষ্ঠা ২৩। 
  2. মুখ ও মুখোশ, পাকিস্তানি চলচ্চিত্র হতে
  3. ডেইলী স্টারে প্রকাশিত করিম ওয়াহিদের প্রতিবেদন Celebrating 50 years of our cinema: Remembering Mukh O Mukhosh and Abdul Jabbar Khan, The Daily Star, 12 August, 2005.
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১২ 

বহিঃসংযোগসম্পাদনা