জন ভন নিউম্যান

হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ

জন ভন নিউমান ( /vɒn ˈnɔɪmən/; হাঙ্গেরীয়: Neumann János Lajos, উচ্চারিত [ˈnɒjmɒn ˈjaːnoʃ ˈlɒjoʃ][; ২৮শে ডিসেম্বর, ১৯০৩  - ৮ ফেব্রুয়ারি , ১৯৫৭ ) একজন হাঙ্গেরিয়ান-আমেরিকান গণিতবিদ, পদার্থবিদ, কম্পিউটার বিজ্ঞানী, প্রকৌশলী এবং পলিম্যাথ ছিলেন। ভন নিউমানকে সাধারণত তাঁর সময়ের শীর্ষস্থানীয় গণিতবিদ হিসাবে গণ্য করা হত [] এবং তাকে বলা হত "মহান গণিতবিদদের সর্বশেষ প্রতিনিধি"। [] তিনি খাঁটি এবং প্রায়োগিক বিজ্ঞানকে সংহত করেছিলেন।

জন ভন নিউম্যান
১৯৪০-এর দশকে তোলা জন ভন নিউম্যানের প্রতিকৃতি আলোকচিত্র
জন্ম
ন্যাউমান ইয়ানোশ লয়শ
(Neumann János Lajos)

(১৯০৩-১২-২৮)২৮ ডিসেম্বর ১৯০৩
মৃত্যুফেব্রুয়ারি ৮, ১৯৫৭(1957-02-08) (বয়স ৫৩)
জাতীয়তাহাঙ্গেরীয় এবং মার্কিন
মাতৃশিক্ষায়তনবিশ্ববিদ্যালয়
ইটিএইচ জুরিখ
পরিচিতির কারণ
 
পুরস্কারবোশার স্মারক পুরস্কার (১৯৩৮), এনরিকো ফের্মি পুরস্কার (১৯৫৬)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রগণিত, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি
প্রতিষ্ঠানসমূহবার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয়
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
ইন্সটিটিউট ফর অ্যাডভান্সড স্টাডি
লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরি
ডক্টরাল উপদেষ্টালিপিট ফেজার
অন্যান্য উচ্চশিক্ষায়তনিক উপদেষ্টালাসল্লা রাত্জ
ডক্টরেট শিক্ষার্থীডোনাল্ড বি গিলিজ
ইস্রায়েল হাল্পেরিন
অন্যান্য উল্লেখযোগ্য শিক্ষার্থীপল রিচার্ড হ্যামস
ক্লিফোর্ড হিউ ডাওকার
স্বাক্ষর

ভন নিউমান গণিত ( গণিতের ভিত্তি, কার্যকরী বিশ্লেষণ, এরগোডিক তত্ত্ব, উপস্থাপনা তত্ত্ব, অপারেটর বীজগণিত, জ্যামিতি, টপোলজি এবং সংখ্যাসূচক বিশ্লেষণ ), পদার্থবিজ্ঞান ( কোয়ান্টাম মেকানিক্স, হাইড্রোডাইনামিক্স এবং কোয়ান্টাম স্ট্যাটিস্টিকাল মেকানিক্স ) অর্থনীতি ( গেম তত্ত্ব ), কম্পিউটিং ( ভন নিউম্যান আর্কিটেকচার, লিনিয়ার প্রোগ্রামিং, স্ব-প্রতিলিপি মেশিন, স্টোকাস্টিক কম্পিউটিং ) এবং পরিসংখ্যান সহ অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি কার্যকরী বিশ্লেষণের বিকাশে কোয়ান্টাম মেকানিক্সের জন্য অপারেটর তত্ত্বের প্রয়োগের পথিকৃৎ এবং গেম তত্ত্বের বিকাশ এবং সেলুলার অটোমাতা, সার্বজনীন নির্মাতা এবং ডিজিটাল কম্পিউটারের ধারণাগুলির একজন মূল ব্যক্তিত্ব ছিলেন।

ভন নিউমান তার জীবনের প্রায় দেড় শতাধিক নিবন্ধ প্রকাশ করেছিলেন: গণিতে প্রায় ৬০, প্রয়োগিত গণিতে ৬০, পদার্থবিদ্যায় ২০ টি এবং বাকীগলো বিশেষ গাণিতিক বিষয় বা অ-গাণিতিক বিষয়ে। [] তাঁর শেষ রচনা, তিনি হাসপাতালে থাকাকালীন লিখিত একটি অসম্পূর্ণ পান্ডুলিপি, পরবর্তীকালে দ্য কম্পিউটার এবং ব্রেন নামে বই আকারে প্রকাশিত হয়েছিল।

স্ব-প্রতিরূপের কাঠামো সম্পর্কে তাঁর বিশ্লেষণ ডিএনএর কাঠামো আবিষ্কারের পূর্ববর্তী। তিনি ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস-এ জমা দেয়া তার জীবন সম্পর্কে তথ্যের সংক্ষিপ্ত তালিকায় তিনি লিখেছেন, "আমার যে কাজটি আমি সবচেয়ে জরুরি বলে বিবেচনা করি তা হ'ল কোয়ান্টাম মেকানিক্সের উপর, যা ১৯২৬ সালে গ্যাটিনজেন এবং পরে বার্লিনে ১৯২৭–১৯২৯ সালে বিকশিত হয়েছিল। এছাড়াও, বিভিন্ন ধরনের অপারেটর তত্ত্ব, বার্লিন ১৯৩০ এবং প্রিন্সটন ১৯৩৫-১৯৩৯; অরগোডিক উপপাদ্যে, প্রিন্সটন, ১৯৩১-১৯৩২ সম্পর্কে আমার কাজ।"[তথ্যসূত্র প্রয়োজন]

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভন নিউমান ম্যানহাটন প্রকল্পে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এডওয়ার্ড টেলার, গণিতবিদ স্ট্যানিসলাউ উলাম এবং অন্যদের সাথে, থার্মোনিউক্লিয়াল বিক্রিয়ায় জড়িত পারমাণবিক পদার্থবিজ্ঞানের সমস্যা সমাধানের মূল পদক্ষেপ এবং হাইড্রোজেন বোমা নিয়ে কাজ করেছিলেন। তিনি প্রসারণ-ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহৃত বিস্ফোরক লেন্সগুলির পিছনে গাণিতিক মডেলগুলি তৈরি করেছিলেন এবং উৎপন্ন বিস্ফোরক শক্তির পরিমাপ হিসাবে "কিলোটন" ( টিএনটি-এর) শব্দটি তৈরি করেছিলেন। যুদ্ধের পরে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি কমিশনের সাধারণ উপদেষ্টা কমিটিতে দায়িত্ব পালন করেছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী, সেনাবাহিনীর ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরি, সশস্ত্র বাহিনীর বিশেষ অস্ত্র প্রকল্প এবং লরেন্স লিভারমোর জাতীয় পরীক্ষাগার সহ সংস্থাগুলির জন্য পরামর্শ দেন। হাঙ্গেরীয় আমেরিকান হিসাবে যে সোভিয়েতরা পারমাণবিক শ্রেষ্ঠত্ব অর্জন করবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে তিনি অস্ত্রের সীমাবদ্ধ করার জন্য পারস্পরিক আশ্বাসপ্রাপ্ত ধ্বংসের নীতিটি তৈরি ও প্রচার করেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

প্রাথমিক জীবন এবং শিক্ষা

সম্পাদনা

পারিবারিক ইতিহাস

সম্পাদনা
 
ভন নিউমানের জন্মস্থান, বুদাপেস্টের ১৬ বেথরি স্ট্রিটে। ১৯৬৮ সাল থেকে, এটি জন ফন নিউম্যান কম্পিউটার সোসাইটি স্থাপন করেছে।

এক ধনী, সমৃদ্ধ এবং অ-পর্যবেক্ষক ইহুদি পরিবারে নিউম্যান জ্যানোস লাজোসের জন্ম হয়েছিল। হাঙ্গেরিয়ান ভাষায় পরিবারের নামটি প্রথমে আসে এবং তাঁর প্রদত্ত নামগুলি ইংরেজিতে জন লুইসের সমতুল্য।

ভন নিউমানের জন্ম হাঙ্গেরির বুদাপেস্টে, যা তখন অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অংশ ছিল। [][] [] তিনি তিন ভাইয়ের মধ্যে বড় ছিলেন; তাঁর দুই ছোট ভাইবোন হলেন মিহলি (ইংরেজি: মাইকেল ভন নিউমানান; ১৯০৭-১৯৮৯) এবং মিক্লাস (নিকোলাস ভন নিউমান, ১৯১১-২০১১)। [] তাঁর পিতা, নিউমান মিক্সা (ম্যাক্স ভন নিউমান, ১৮৭৩–১৯২৮) একজন ব্যাংকার ছিলেন, যিনি আইন বিষয়ে ডক্টরেট করেছিলেন। তিনি ১৮৮০ এর দশকের শেষে প্যাকস থেকে বুদাপেস্টে চলে এসেছিলেন। [] মিক্সার বাবা এবং দাদা দু'জনেরই উত্তর হাঙ্গেরির জেম্প্লেন কাউন্টি ওন্ডে (বর্তমানে সেজেরেন্স শহরের অংশ) জন্ম হয়েছিল। জন এর মা ছিলেন কান মার্গিট (ইংরেজি: মার্গারেট কান); [] তার বাবা-মা ছিলেন জাকব কান এবং মাইসেলস পরিবারের কাতালিন মিজেলস। [] কান পরিবারের তিন প্রজন্ম বুদাপেস্টে কান-হেলারের অফিসের উপরে প্রশস্ত অ্যাপার্টমেন্টে বাস করত; ভন নিউমানের পরিবার উপরের তলায় একটি ১৮ কক্ষের অ্যাপার্টমেন্টে থাকত। []

২০ ফেব্রুয়ারি, ১৯১৩ এ সম্রাট ফ্রানজ জোসেফ জন পিতাকে অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যে তাঁর কাজের জন্য হাঙ্গেরিয়ান আভিজাত্যের দিকে উন্নীত করেছিলেন। নিউমান পরিবার এভাবে বংশানুক্রমিকমার্গিটটাই অর্জন করেছিল, যার অর্থ "মার্গিট্টা" (আজকের মারঘিটা, রোমানিয়া )। শহরের সাথে পরিবারের কোনও যোগাযোগ ছিল না; মার্গারেটের প্রসঙ্গে এই আবেদনটি বেছে নেওয়া হয়েছিল, যেমনটি তাদের বেছে নেওয়া তিনটি মার্গুইরাইট চিত্রযুক্ত কোট। নিউমান জানোস মার্গিটটাই নিউউম্যান জানোস (জন নিউম্যান ডি মারজিটা) হয়েছিলেন, যা থেকে পরে তিনি জার্মান জোহান ফন নিউমানের হয়ে ওঠেন। []

শিশু বয়সেই পরম বিস্ময়কর ব্যক্তি

সম্পাদনা

ভন নিউমান একটি শিশু বয়স থেকেই পরম বিস্ময়কর ব্যক্তি ছিলেন। তিনি যখন ছয় বছর বয়সী ছিলেন, তখন তিনি মাথার মধ্যেই দুটি আট-অঙ্কের সংখ্যা ভাগ করতে পারতেন [] [] এবং প্রাচীন গ্রিক ভাষায় কথা বলতে পারেন। ছয় বছর বয়সী ভন নিউমান যখন তার মাকে লক্ষ্যহীনভাবে তাকিয়ে থাকতে দেখে তাকে জিজ্ঞাসা করেছিলেন, "আপনি কী হিসাব করছেন?"। [১০]

তারা যখন ছোট ছিল, পরিচারিকারা ভন নিউমন, তার ভাই এবং তার চাচাত ভাইদের শিক্ষা দিত। ম্যাক্স বিশ্বাস করতেন যে হাঙ্গেরিয়ান ছাড়াও অন্য ভাষার জ্ঞানও অপরিহার্য, তাই বাচ্চাদের ইংরেজি, ফরাসি, জার্মান এবং ইতালীয় ভাষাতে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। [] আট বছর বয়সের মধ্যে ভন নিউউমন ডিফারেনশিয়াল এবং অবিচ্ছেদ্য ক্যালকুলাসের সাথে পরিচিত ছিলেন,[১১] তবে তিনি ইতিহাসে বিশেষ আগ্রহী ছিলেন। তিনি মাধ্যমে তার উপায় পড়া উইলহেম ওঙ্কেন এর আইনজেল্ডারস্টেলুঞ্জেনে এলজেমাইন গেসিচিট এর ৪৬টি ভলিয়ম পড়েছিলেন। [] ম্যাক্সের ক্রয় করা একটি অনুলিপি একটি ব্যক্তিগত লাইব্রেরিতে ছিল। অ্যাপার্টমেন্টের একটি কক্ষ একটি লাইব্রেরি এবং পাঠকক্ষে রূপান্তরিত হয়েছিল, যেখানে সিলিং থেকে মেঝে পর্যন্ত বইয়ের তাক ছিল। []

ভন নিউমানান ১৯১৪ সালে লুথেরান ফ্যাসরি এভাঙ্গালিকাস জিমনজিয়ামে প্রবেশ করেছিলেন।[১২] ইউজিন উইগনার লুথেরান স্কুলে ভন নিউমানের এক বছর আগে ছিলেন এবং শীঘ্রই তাঁর বন্ধু হন। [] এটি বুদাপেস্টের অন্যতম সেরা স্কুল এবং এটি অভিজাতদের জন্য নকশাকৃত একটি উজ্জ্বল শিক্ষা ব্যবস্থার অংশ ছিল। হাঙ্গেরীয় সিস্টেমের অধীনে, শিশুরা তাদের সমস্ত শিক্ষা একটি জিমনেসিয়ামে পেয়েছিল। হাঙ্গেরিয়ান স্কুল ব্যবস্থা বৌদ্ধিক কৃতিত্বের জন্য খ্যাতিযুক্ত একটি প্রজন্ম তৈরি করেছিল, যার মধ্যে থিওডোর ভন কার্মেন (জন্ম ১৮৮১), জর্জ ডি হেভেসি (জন্ম ১৮৮৫), মাইকেল পোলানাই (জন্ম ১৮৯১), লে লে সিজিলার্ড (জন্ম ১৮৯৮), ডেনিস গ্যাবার (জন্ম ১৯০০), ইউজিন উইগনার (জন্ম ১৯০২), এডওয়ার্ড টেলার (জন্ম ১৯০৮), এবং পল এরদেস (জন্ম ১৯১৩)। [] সম্মিলিতভাবে, তারা কখনও কখনও " দ্যা মার্শিয়ান " নামে পরিচিত ছিল। []

যদিও ম্যাক্স তার বয়সের উপযুক্ত গ্রেড স্তরে ভন নিউমানকে স্কুলে ভর্তি হওয়ার জন্য জোর দিয়েছিল, তবে তিনি যে অঞ্চলে ছিলেন সেখানে তাকে প্রাইভেট টিউটর নিয়োগের বিষয়ে সম্মত হন। ১৫ বছর বয়সে, তিনি বিশিষ্ট বিশ্লেষক গ্যাবার সেজিগের অধীনে উন্নত ক্যালকুলাস অধ্যয়ন শুরু করেছিলেন। [] প্রথম সাক্ষাতে, ছেলের গাণিতিক প্রতিভার সাথে সেজিগ এতটাই অবাক হয়েছিলেন যে তিনি অশ্রুসিক্ত হয়েছিলেন। [১৩] ভন নিউমানের ক্যালকুলাসে যে সমস্যাগুলির উদ্ভব হয়েছিল তার কয়েকটির তাৎক্ষ্ণিক সমাধান তার বাবার স্টেশনারিতে আঁকা এবং এখনও বুদাপেস্টের ভন নিউমান আর্কাইভে প্রদর্শিত হচ্ছে। [] ১৯ বছর বয়সে ভন নিউমান দু'টি বড় অঙ্কের গাণিতিক গবেষণাপত্র প্রকাশ করেছিলেন, এর মধ্যে দ্বিতীয়টি অর্ডিনাল সংখ্যার আধুনিক সংজ্ঞা দেয় যা গেয়র্গ ক্যান্টরের সংজ্ঞাটিকে বহিষ্কার করে। [১৪] জিমনেসিয়ামে তাঁর পড়াশোনা শেষে ভন নিউউমন গণিতের জন্য জাতীয় পুরস্কার এটভিস পুরস্কার জিতেছিলেন। []

বিশ্ববিদ্যালয় পড়াশোনা

সম্পাদনা

তাঁর বন্ধু থিওডোর ভন কার্মানের মতে, ভন নিউমানের বাবা চেয়েছিলেন যে জন তাকে শিল্পে অনুসরণ করে এবং এর মাধ্যমে তার সময় গণিতের চেয়ে আরও আর্থিকভাবে কার্যকর প্রচেষ্টাতে ব্যয় করতে পারে। আসলে, তার বাবা ভন কার্মন তার ছেলেকে গণিতকে তার প্রধান হিসাবে গ্রহণ না করার জন্য রাজি হবার জন্য বলেছিলেন।[১৫] ভন নিউমান এবং তাঁর বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সেরা ক্যারিয়ারের পথটি একজন রাসায়নিক প্রকৌশলী হওয়া। ভন নিউমানের এ বিষয়ে তেমন জ্ঞান ছিল না, তাই তাকে বার্লিন বিশ্ববিদ্যালয়ের রসায়নে দুই বছর, নন-ডিগ্রি কোর্স করার ব্যবস্থা করা হয়েছিল, এরপরে তিনি সম্মানজনক ইটিএইচ জুরিখের প্রবেশিকা পরীক্ষায় বসেন, [] যা তিনি ১৯৩২ সালের সেপ্টেম্বরে পাস করেছিলেন। [] একই সময়ে ভন নিউমানও বুদাপেস্টের পজমেনি পেটার বিশ্ববিদ্যালয়ে গণিতে[১৬] পিএইচডি করতে যান। তাঁর থিসিসের জন্য, তিনি ক্যান্টরের সেট তত্ত্বটির একটি অডিওম্যাটাইজেশন তৈরি করতে বেছে নিয়েছিলেন।[১৭] [] তিনি ১৯২৬ সালে ইটিএইচ জুরিখ থেকে রাসায়নিক প্রকৌশলী হিসাবে স্নাতক হন (যদিও উইগনার বলেছেন যে ভন নিউম্যান কখনও রসায়ন বিষয়ের সাথে খুব বেশি সংযুক্ত ছিলেন না),[১৮] এবং পিএইচডি করার জন্য তাঁর শেষ পরীক্ষায় উত্তীর্ণ হন। গণিতে একই সাথে তার রাসায়নিক ইঞ্জিনিয়ারিং ডিগ্রির সাথে, যার মধ্যে উইগনার লিখেছিলেন, "সম্ভবত পিএইচডি থিসিস এবং পরীক্ষা একটি প্রশংসনীয় প্রচেষ্টা গঠন করেনি।" এরপরে তিনি রকিফেলার ফাউন্ডেশনের ডেভিড হিলবার্টের অধীনে গণিত অধ্যয়নের জন্য অনুদানে গুটিনজেন বিশ্ববিদ্যালয়ে যান। []

গ‍্যালারি

সম্পাদনা
 
ফ্রেডরিচ-উইলহেমস-ইউনিভার্সিটি বার্লিনের ১৯২৮ এবং ১৯২৮ / ২৯ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার থেকে উদ্ধৃত অংশটি নিউমেনের বক্তৃতাগুলিকে অ্যাক্টিওমেটিক সেট তত্ত্ব এবং গাণিতিক যুক্তি, কোয়ান্টাম মেকানিক্সে নতুন কাজ এবং গাণিতিক পদার্থবিজ্ঞানের বিশেষ কার্যাদি ঘোষণা করে।

সম্মাননা

সম্পাদনা
 
ভন নিউমন খন্দক, চাঁদের খুব দূরের অংশে।
  • অপারেশনস রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সেস ইনস্টিটিউটের জন ভন নিউমন থিয়োরি পুরস্কার (আইএনএফওএমএস, পূর্বে টিআইএমএস-ওআরএসএ) অপারেশন গবেষণা এবং পরিচালন বিজ্ঞানের তত্ত্বের ক্ষেত্রে মৌলিক এবং টেকসই অবদান রেখেছেন এমন একজন ব্যক্তিকে (বা গোষ্ঠী) বার্ষিক পুরস্কার দেওয়া হয়।[১৯]
  • কম্পিউটার সম্পর্কিত বিজ্ঞান ও প্রযুক্তিতে অসামান্য সাফল্যের জন্য আইইইই জন ভন নিউমন মেডেল প্রতি বছর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) ইনস্টিটিউট কর্তৃক ভূষিত করা হয়।"[২০]
  • জন ভন নিউমান লেকচারটি প্রতি বছর সোসাইটি ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে (এসআইএএম) দেওয়া হয় এমন একজন গবেষক যিনি প্রায়োগিক গণিতে অবদান রেখেছিলেন এবং নির্বাচিত প্রভাষককে একটি আর্থিক পুরস্কারও দেওয়া হয়।[২১]
  • চাঁদের ক্রেটার ভন নিউমন তার নামানুসারে নামকরণ করা হয়েছে।[২২]
  • গ্রহাণু ২২৮২৪ ভন নিউমান তার সম্মানে নামকরণ করা হয়েছিল।[২৩][২৪]
  • নিউ জার্সির প্লিনসবোরো টাউনশিপের জন ভন নিউমন সেন্টারকে তার সম্মানে নামকরণ করা হয়েছিল।[২৫]
  • হাঙ্গেরীয় কম্পিউটার বিজ্ঞানীদের পেশাদার সমাজ, জন ভন নিউম্যান কম্পিউটার সোসাইটির নাম ভন নিউমানের নামে রাখা হয়েছিল।[২৬] এটি ১৯৮৯ সালের এপ্রিলে বন্ধ ছিল। [২৭]
  • ৪ মে, ২০০৫ সালে, মার্কিন যুক্তরাষ্ট্রের ডাক পরিষেবা আমেরিকান বিজ্ঞানীদের স্মারক ডাকটিকিট সিরিজ জারি করে, শিল্পী ভিক্টর স্টাবিনের নকশাকৃত বেশ কয়েকটি কনফিগারেশনে চারটি ৩৭-স্ব স্ব আঠালো স্ট্যাম্পের সেট। চিত্রিত বিজ্ঞানীরা হলেন ভন নিউম্যান, বারবারা ম্যাকক্লিনটক, জোসিহিয়া উইলার্ড গিবস এবং রিচার্ড ফেনম্যান[২৮]
  • রাজক লসল্লি কলেজ ফর অ্যাডভান্সড স্টাডিজের জন ভন নিউমান অ্যাওয়ার্ডটি তাঁর সম্মানে নামকরণ করা হয়েছিল এবং ১৯৯৫ সাল থেকে প্রতিবছর এমন প্রফেসরদের দেওয়া হয় যারা সঠিক সামাজিক বিজ্ঞানে অসামান্য অবদান রেখেছিল এবং তাদের কাজের মধ্য দিয়ে পেশাদার বিকাশের উপর দৃঢ়ভাবে প্রভাব ফেলেছে এবং কলেজ সদস্যদের চিন্তা।[২৯]
  • কেকস্কেমেট কলেজের একটি উত্তরাধিকারী হিসাবে হাঙ্গেরিতে ২০১৬ সালে জন ভন নিউম্যান বিশ্ববিদ্যালয় ( হু: নিউম্যান জেনোস এগিইয়েটেম ) স্থাপিত হয়।[৩০]

নির্বাচিত কাজ

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

মন্তব্য

সম্পাদনা
  1. Rèdei 1999
  2. Dieudonné 2008
  3. Doran এবং অন্যান্য 2004
  4. Myhrvold, Nathan (মার্চ ২১, ১৯৯৯)। "John von Neumann"Time। মে ২১, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১১, ২০২১ 
  5. Blair 1957
  6. Dyson 1998
  7. Macrae 1992
  8. Henderson 2007
  9. Schneider, Gersting এবং Brinkman 2015
  10. Mitchell 2009
  11. Halmos, P. R. (১৯৭৩)। "The Legend of von Neumann": 382–394। জেস্টোর 2319080ডিওআই:10.2307/2319080 
  12. Aspray, William (1990). John von Neumann and the Origins of Modern Computing. Cambridge, Massachusetts: MIT Press. আইএসবিএন ৯৭৮-০-২৬২-০১১২১-১.
  13. Glimm, Impagliazzo এবং Singer 1990
  14. Nasar 2001
  15. von Kármán, T., & Edson, L. (1967). The wind and beyond. Little, Brown & Company.
  16. Regis, Ed (নভেম্বর ৮, ১৯৯২)। "Johnny Jiggles the Planet"The New York Times। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৪, ২০০৮ 
  17. von Neumann, J. (১৯২৮)। "Die Axiomatisierung der Mengenlehre" (জার্মান ভাষায়): 669–752। আইএসএসএন 0025-5874ডিওআই:10.1007/BF01171122 
  18. The Collected Works of Eugene Paul Wigner: Historical, Philosophical, and Socio-Political Papers. Historical and Biographical Reflections and Syntheses, By Eugene Paul Wigner, (Springer 2013), page 128
  19. "John von Neumann Theory Prize"Institute for Operations Research and the Management Sciences। মে ১৩, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৭, ২০১৬ 
  20. "IEEE John von Neumann Medal"Institute of Electrical and Electronics Engineers। সংগ্রহের তারিখ মে ১৭, ২০১৬ 
  21. "The John von Neumann Lecture"Society for Industrial and Applied Mathematics। সংগ্রহের তারিখ মে ১৭, ২০১৬ 
  22. "Von Neumann"United States Geological Survey। সংগ্রহের তারিখ মে ১৭, ২০১৬ 
  23. "22824 von Neumann (1999 RP38)"Jet Propulsion Laboratory। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৩, ২০১৮ 
  24. "(22824) von Neumann = 1999 RP38 = 1998 HR2"Minor Planet Center। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৩, ২০১৮ 
  25. Anderson, Christopher (নভেম্বর ২৭, ১৯৮৯)। "NSF Supercomputer Program Looks Beyond Princeton Recall"The Scientist Magazine। সংগ্রহের তারিখ মে ১৭, ২০১৬ 
  26. "Introducing the John von Neumann Computer Society"। John von Neumann Computer Society। এপ্রিল ২৯, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ২০, ২০০৮ 
  27. Kent ও Williams 1994
  28. "American Scientists Issue"Smithsonian National Postal Museum। আগস্ট ৬, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৭, ২০১৬ 
  29. "John von Neumann Award"। díjaink – Rajk। ডিসেম্বর ১৫, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৭, ২০১৬ 
  30. John von Neumann University[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  31. von Neumann, John (১৯৬৬)। Theory of Self-Reproducing Automata (পিডিএফ) (PDF)। University of Illinois Pressআইএসবিএন 978-0-598-37798-2 

তথ্যসূত্র

সম্পাদনা

আরও পড়ুন

সম্পাদনা

বই

জনপ্রিয় সাময়িকী

ভিডিও

বহিঃসংযোগ

সম্পাদনা