জিতু আহসান
জিতু আহসান (জন্ম সৈয়দ আশেক আলী ১২ সেপ্টেম্বর ১৯৭৭[১]) একজন বাংলাদেশী অভিনেতা।[২][৩] সিডনি নামে পরিচিত অভিনেতা সৈয়দ আহসান আলী[৪] এবং শিক্ষাবিদ সুরাইয়া আহসানের[৫] ছেলে।[১][৬] জিতু পেশাদারভাবে অভিনয় অঙ্গনে প্রবেশ করেন আবদুল্লাহ আল মামুনের সোপ অপেরা “জোয়ার ভাটা” এর মাধ্যমে। ২০০০ সালে[১][৩] “জোয়ার ভাটা” ছিল দেশের প্রথম সোপ অপেরা যেখানে আহসান একটি প্রতিনায়ক চরিত্রে অভিনয় করেছিলেন এবং অবিলম্বে একটি আসন্ন প্রতিভা হিসাবে দৃষ্টি আকর্ষণ করেছিলেন।[৩] তার পুরো ক্যারিয়ার জুড়ে, জিতু অনেক অ্যান্টি-হিরো চরিত্রে অভিনয় করেছেন এবং প্রচুর প্রশংসা পেয়েছেন।[১][৭] স্বনামধন্য অভিনেতা হুমায়ুন ফরীদী আহসানকে সমসাময়িক অভিনেতাদের মধ্যে শ্রেষ্ঠ ও প্রতিভাবান হিসেবে অভিহিত করেন।[৮] তিনি ২০১৪ সালে সেরা অভিনেতা হিসাবে “আরটিভি স্টার অ্যাওয়ার্ড” পান।[১] তিনি ২০১৬ সালে অত্যন্ত প্রশংসিত সাতটি জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র “গহীন বালুচর”-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।[৯][১০] তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে “শ্যাওলা”, “অন্ধকারের বিরুদ্ধে”, “জোয়ার ভাটা”, “তবুও প্রতিক্ষা”, “নৌকা ডুবি”,[১১] গহীনে”, “এলেবেলে”।[৭] তিনি থিয়েটারে "আরণ্যক নটদল" এর সদস্যও।
জিতু আহসান | |
---|---|
জন্ম | সৈয়দ আশেক আলী ১২ সেপ্টেম্বর ১৯৭৭ ঢাকা |
জাতীয়তা | বাংলাদেশী |
শিক্ষা | বিবিএ, এমবিএ |
মাতৃশিক্ষায়তন | |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৮২ – বর্তমান |
দাম্পত্য সঙ্গী | তাসকিনা আলী |
সন্তান | ২ |
পুরস্কার | আরটিভি স্টার অ্যাওয়ার্ড |
ওয়েবসাইট | www |
স্বাক্ষর | |
প্রারম্ভিক জীবন এবং পটভূমি
সম্পাদনাজিতু আহসান ১২ সেপ্টেম্বর ১৯৭৭ সালে ঢাকায় বাংলা নাটক ও চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৈয়দ আহসান আলী এবং শিক্ষাবিদ সুরাইয়া আহসানের ঘরে জন্মগ্রহণ করেন।[২][৫][১২][১৩] জিতু আহসানের বাবা সৈয়দ আহসান আলী, সিডনি নামে পরিচিত,[১২] বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রথম জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা ছিলেন।[১৪][১৫] জিতুর দাদা ছিলেন সৈয়দ মোহাম্মদ আলী, একজন জমিদার এবং তার নানা ছিলেন মৌলভী এমদাদ আলী, ব্রিটিশ ভারতের সময় একজন জেলা ম্যাজিস্ট্রেট।[৫]
জিতু ঢাকার সানবিমস স্কুল, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নটরডেম কলেজে পড়াশোনা করেছেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ শেষ করেছেন।[৩][১৬][১৭]
অভিনয় ক্যারিয়ার
সম্পাদনাশিশু (১৯৮২-১৯৯৪)
সম্পাদনাজিতু আহসান তার বাবা সৈয়দ আহসান আলী সিডনীর পদাঙ্ক অনুসরণ করে ১৯৮২ সালে শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে প্রবেশ করেন।[৬][৯][১০][১২][১৪][১৫] ১৯৮২ সালে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত তার প্রথম নাটক ‘একটি সেতুর গল্প ’[১৮] ১৯৮২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত, জিতু ১০টি একক পর্বের নাটক, বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি ধারাবাহিক নাটক এবং লাল বেলুন নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন।[১]
পেশাগত সম্প্রসারণ (২০০০-বর্তমান)
সম্পাদনাজিতু ২০০০ সালে আবদুল্লাহ আল মামুনের দেশের প্রথম সোপ অপেরা “জোয়ার ভাটা” এর মাধ্যমে তার পেশাদার সাফল্য অর্জন করেন, যেমন আব্দুল্লাহ আল মামুন, ফেরদৌসী মজুমদার, তারিন, শহীদুজ্জামান সেলিম প্রমুখের সাথে বিভিন্ন দৃশ্যে অভিনয় করেন।[১][৩] জোয়ার ভাটা নাটকটিতে প্রতিনায়ক চরিত্রে অভিনয় করেছেন জিতু। জিতুর অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয় এবং তিনি হুমায়ুন ফরিদী, আফজাল হোসেন, বদরুল আনাম সৌদ, সুবর্ণা মুস্তাফা, নাহিদ আহমেদ পিয়াল, মোহন খান, আখতার ফেরদৌস রানার মতো বড় নামী প্রোডাকশন হাউস এবং পরিচালকদের কাছ থেকে অফার পেতে শুরু করেন।[৩]
২০০০ সালে তার পেশাদারী সূচনার পর, জিতু সোপ অপেরা, মেগা সিরিয়াল, টেলিফিল্ম এবং একক পর্বের নাটকে ব্যাপকভাবে জড়িত ছিলেন এবং সমস্ত টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন।[৯] রোমান্টিক, খলনায়ক, সামাজিক, দ্বৈত চরিত্র, শহুরে, গ্রামীণ আহসান বহুমুখী চরিত্রে অভিনয় করেছেন।[১০] জিতুর অভিনয় দক্ষতা তাকে অনেক প্রশংসা দিয়েছে, মিডিয়া তাকে 'সব্যসাচী' অভিনেতা হিসেবে ট্যাগ করেছে।[২] ২০১৮ সালে তার মায়ের অসুস্থতা এবং ২০১৯ সালে মৃত্যুর সময়, জিতু খুব কম নাটকে কাজ করেছিলেন।[৪][৫]
ফিল্ম
সম্পাদনাবদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় জিতুর।[৯][১৯] মুভিটিতে জিতু প্রধান খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন।[১০] সিনেমাটি অত্যন্ত প্রশংসিত হয়েছিল এবং সাতটি জাতীয় পুরস্কার জিতেছিল।[২০] বাংলাদেশ ছাড়াও ছবিটি যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়েছে।[১৪] বিদেশের বাঙালি সম্প্রদায়ের মধ্যে ছবিটি বেশ প্রশংসিত হয়। “গহীন বালুচর” ছাড়াও জিতু ১৯৮৪ সালে “লাল বেলুন” শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন।[৮][১১]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাপারিবারিক জীবনে জিতু আহসান ২০০৩ সালে তাসকিনা ইসলামকে বিয়ে করেন এবং একসঙ্গে তাদের দুই সন্তান সৈয়দা আদিবা আলী ও সৈয়দ আবরার আলী।
পুরস্কার
সম্পাদনানাটক সিরিয়াল ‘মায়ার খেলা ’ (২০১৪) তে তার ভূমিকার জন্য জিতু আহসান সেরা অভিনেতার জন্য আরটিভি স্টার অ্যাওয়ার্ড জিতেছিলেন।[১]
টেলিভিশন উপস্থিতি
সম্পাদনানাটক, টেলিফিল্ম, সিরিয়াল এবং সোপ অপেরা
সম্পাদনাYear | শিরোনাম | পরিচালক | সহশিল্পী | চ্যানেল | টীকা |
---|---|---|---|---|---|
১৯৮২ | একটি সেতুর গল্প | মোস্তাফিজুর রহমান | সৈয়দ আহসান আলী (সিডনী) | বিটিভি | নাটক[৬] |
১৯৮৪ | পার্ল | মোস্তাফিজুর রহমান | সৈয়দ আহসান আলী (সিডনী) | বিটিভি | নাটক |
শেষ মানুষের ঠিকানা | সৈয়দ সিদ্দিক হোসেন | সৈয়দ আহসান আলী (সিডনী) | বিটিভি | নাটক | |
১৯৮৫ | সাতজন যাত্রী | মোস্তাফিজুর রহমান | সৈয়দ আহসান আলী (সিডনী) | বিটিভি | নাটক |
১৯৯০ | জোনাকী জ্বলে | জিয়া আনসারী | সৈয়দ আহসান আলী (সিডনী) | বিটিভি | ধারাবাহিক নাটক |
১৯৯৩ | উপটকুটো ছাই | সৈয়দ সিদ্দিক হোসেন | অপু সরকার | বিটিভি | নাটক |
১৯৯৫ | এক নক্ষত্রের নিচে | সৈয়দ সিদ্দিক হোসেন | রুবিনা পারভিন রুনা | বিটিভি | নাটক |
১৯৯৬ | খেলা বিটনগর খেলা | সৈয়দ আহসান আলী | তনিমা হামিদ | বিটিভি | নাটক |
২০০০ | জোয়ার ভাটা | আব্দুল্লাহ আল মামুন | ঈষিতা, তারিন | চ্যানেল আই | সোপ অপেরা[৩] |
২০০১ | সখি তুমি কার | আব্দুল্লাহ আল মামুন | ঈষিতা | বিটিভি | নাটক |
তাহার নামটি রঞ্জনা | সুবর্ণা মুস্তাফা | লিসা | বৈশাখী টিভি | নাটক | |
আমার প্রিয় বন্ধবী | বুলবুল জিলানী | তানভিন সুইটি | এনটিভি | টেলিফিল্ম | |
আত্মপ্রকাশ | অরুণ চৌধুরী | জয়া আহসান | একুশেটিভি | ধারাবাহিক | |
২০০২ | সমুদ্র সীমানায় | মোহন খান | তারিন, জয়া আহসান | বিটিভি | ধারাবাহিক নাটক |
হোম ভিডিও | আখতার ফেরদৌস রানা | ঈষিতা, জাহিদ হাসান | একুশেটিভি | নাটক | |
সবুজ গ্রাম শ্যামল ছায়া | ফজলুর রহমান | সুমাইয়া শিমু | বিটিভি | ধারাবাহিক | |
২০০৩ | বাবা | আব্দুল্লাহ আল মামুন | ঈষিতা, তারিন, আবদুল্লাহ আল মামুন | এটিএন বাংলা | সোপ অপেরা |
সখি তুমি কার | আব্দুল্লাহ আল মামুন | আব্দুল্লাহ আল মামুন, ফেরদৌসী মজুমদার | বিটিভি | নাটক | |
সম্পূর্ণ রঙ্গীন নাটক | মোহন খান | নাদিয়া আহমেদ, মাহফুজ আহমেদ | বিটিভি | ধারাবাহিক | |
তবুও প্রতীক্ষা | হুমায়ুন ফরিদী | সুবর্ণা মুস্তাফা, হুমায়ুন ফরিদী, পূর্ণিমা | এনটিভি | টেলিফিল্ম[১] | |
২০০৪ | চন্দ্রগ্রস্ত | হুমায়ুন ফরিদী | সুমাইয়া শিমু, হুমায়ুন ফরিদী | এনটিভি | টেলিফিল্ম |
কচুরিপানা | তাহের শিপন | দীপা খন্দকার | এটিএন বাংলা | নাটক | |
সুবর্ণরেখা দেখতে গিয়ে | আশরাফুল আলম রিপন | সুমাইয়া শিমু | এনটিভি | নাটক | |
ফিরে আসবার পথে | অম্লান বিশ্বাস | শারমিন শিলা | বাংলাভিশন | নাটক | |
সন্দেহাতীত | রওনক আলম | তমালিকা কর্মকার | বৈশাখীটিভি | নাটক | |
শূন্যে বসবাস | সোহেল আরমান | শ্রাবস্তী, তিন্নি | চ্যানেল ওয়ান | নাটক | |
বন মানুষ | নাহিদ আহমেদ পিয়াল | এনটিভি | নাটক | ||
খেসারত | নাশিন | নাদিয়া | এটিএন বাংলা | নাটক | |
২০০৫ | শেওলা | আখতার ফেরদৌস রানা | সুমাইয়া শিমু, রাইসুল ইসলাম আসাদ | এনটিভি | সোপ অপেরা[১] |
কত চেনা কত অচেনা | আশরাফুল রিপন | মীর সাব্বির | এটিএন বাংলা | সোপ অপেরা | |
পিজিয়ন ব্লাড রুবি | নাহিদ আহমেদ পিয়াল | মিম | এনটিভি | নাটক | |
অন্তর্গত রক্তের ভিতরে | নাহিদ আহমেদ পিয়াল | কুসুম শিকদার | এনটিভি | নাটক | |
অপূর্ণতা | শামীমা আখতার বেবী | সুবর্ণা মুস্তাফা, রুমানা | এটিএন বাংলা | নাটক | |
সাদা কালো | অপর্ণ আনোয়ার | মোশাররফ করিম | এটিএন বাংলা | ধারাবাহিক নাটক | |
ঝুট ঝামেলা | মুনির চৌধুরি | ইন্তেখাব দিনার, রুমানা | এনটিভি | ধারাবাহিক | |
স্পর্শের বাইরে | শহীদুজ্জামান সেলিম | সানজিদা প্রীতি | এনটিভি | সোপ অপেরা | |
আরশি | তন্ময় তানসেন | সুমাইয়া শিমু | চ্যানেল ওয়ান | ধারাবাহিক নাটক | |
আলোক নগর | সাইদুল আনাম টুটুল | মৌসুমী নাগ | এটিএন বাংলা | সোপ অপেরা | |
এক আকাশের তারা | এজাজ মুন্না | তিশা, জয় | চ্যানেল আই | সোপ অপেরা | |
ঘুনপোকা | তারেক মিন্টু | দীপা খন্দকার | এটিএন বাংলা | সোপ অপেরা | |
২০০৬ | যে জীবন জোনাকীর | শাহীন, স্বাধীন | মনির খান শিমুল, অহনা | একুশেটিভি | টেলিফিল্ম |
প্রভাষক থেকে প্রফেসর | নাহিদ আহমেদ পিয়াল | অপি করিম | বাংলাভিশন | নাটক | |
সমুখ আকাশ | কবির বাবু | সুবর্ণা মুস্তাফা, চাঁদনী | এটিএন বাংলা | নাটক | |
আজ দিনটি কেমন যাবে? | সাঈদ রিংকু | অর্ষা | এটিএন বাংলা | নাটক | |
মন যেখানে | আজিজুল হাকিম | শ্রাবন্তী, আজিজুল হাকিম | চ্যানেল আই | নাটক | |
আলো আমার আলো | আবুল হায়াত | অপি করিম | বিটিভি | ধারাবাহিক | |
দূরের তুমি | কৌশিক শঙ্কর দাস | তিশা | চ্যানেল ওয়ান | টেলিফিল্ম | |
ফাঁপড় | রাজিবুল ইসলাম রাজিব | নাদিয়া আহমেদ | একুশেটিভি | নাটক | |
অন্ধকারের বিরুদ্ধে | নাহিদ আহমেদ পিয়াল | কুসুম শিকদার, তাহমিনা সুলতানা মৌ | এনটিভি | নাটক | |
শুধু আলাপন | নাহিদ আহমেদ পিয়াল | অপি করিম | এনটিভি | নাটক | |
বাদল বর্ষণে | নাহিদ আহমেদ পিয়াল | কুসুম শিকদার | বাংলাভিশন | নাটক | |
বডিগার্ড | তন্ময় তানসেন | টনি ডায়েস, রিচি | আরটিভি | নাটক | |
উড়ছে আঁচল দৌপদির | মোহন খান | ফারজানা রিয়া, মীর সাব্বির | এটিএন বাংলা | টেলিফিল্ম | |
একটি সুন্দর সকাল | হুমায়ুন ফরিদী | মীর সাব্বির, সুমাইয়া শিমু | এনটিভি | টেলিফিল্ম | |
রাজার গল্প শেষ | শামীমা আখতার বেবী | সুবর্ণা মুস্তাফা | এনটিভি | টেলিফিল্ম | |
সিনেমার গল্প | মোহন খান | তানিয়া আহমেদ | এটিএন বাংলা | টেলিফিল্ম | |
স্বপ্নযাত্রা | আবুল হায়াত | নাতাশা হায়াত, তৌকির আহমেদ | এনটিভি | ধারাবাহিক | |
এক জন্মে | আব্দুল্লাহ আল মামুন | তারিন | এটিএন বাংলা | সোপ অপেরা | |
মনবাই | সৈয়দ শাকিল | শ্রাবন্তী | চ্যানেল আই | ধারাবাহিক | |
২০০৭ | নিরব কষ্ট | আজিজুল হাকিম | জয়া আহসান, বন্যা মির্জা | চ্যানেল আই | নাটক |
মানবজমিন | মুরাদ পারভেজ | অপূর্ব, সোহানা সাবা | এনটিভি | সোপ অপেরা | |
বাতাসের গান | মাহফুজ আহমেদ | তারিন, মাহফুজ আহমেদ | এটিএন বাংলা | টেলিফিল্ম | |
এসো | চয়নিকা চৌধুরী | তারিন | আরটিভি | নাটক | |
অমর জোছনা দিনে | তানিয়া আহমেদ | তিন্নি, সুবর্ণা মুস্তাফা | এটিএন বাংলা | টেলিফিল্ম | |
আত্মসন্দিগ্ধ একজন | মনির হোসেন | ফারাহ রুমা | বাংলাভিশন | নাটক | |
এবং অত:পর | হুমায়ুন ফরিদী | সুমাইয়া শিমু | এনটিভি | নাটক | |
একটি রাত কিছু কথা | কৌশিক শঙ্কর দাস | তারিন | এটিএন বাংলা | নাটক | |
ভালো বাসা মন্দ বাসা | এসএ হক অলীক | সুমাইয়া শিমু | এনটিভি | ধারাবাহিক | |
রঙ্গিয়াল বাও | সৈয়দ শাকিল | শ্রাবনী | এটিএন বাংলা | সোপ অপেরা | |
ছেঁড়া পাতার কাব্য | এসএ হক অলীক | তৈকীর আহমেদ | এটিএন বাংলা | নাটক | |
নৌকাডুবি | নাহিদ আহমেদ পিয়াল | কুসুম শিকদার, অপি করিম | চ্যানেল আই | সোপ অপেরা | |
খুঁজে পেতে চাই | জিয়া রায়হান | সাবেরি আলম | এনটিভি | নাটক | |
সুখ সাগরে দূর সাঁতার | হুমায়ুন ফরিদী | হুমায়ুন ফরিদী, মম | এটিএন বাংলা | নাটক | |
২০০৮ | নির্বাসনে | বদরুল আনাম সৌদ | বন্যা মির্জা | আরটিভি | টেলিফিল্ম |
ডলস হাউস | বদরুল আনাম সৌদ | সানজিদা প্রীতি | এটিএন বাংলা | সোপ অপেরা | |
একটি সুইসাইডাল নোট ও কয়েকটি ঘটনা | রুলিন রহমান | বন্যা মির্জা | বৈশাখী টিভি | নাটক | |
সসমাপ্তা উপাখ্যান | শাহীন স্বাধীন | তারিন, মনির খান শিমুল | বাংলাভিশন | নাটক | |
কুসুম ও কিট | আফজাল হোসেন | তিশা | চ্যানেল আই | টেলিফিল্ম | |
শৃঙ্খল | মোহাম্মদ নোমান | বাধন | বাংলাভিশন | নাটক | |
পথে যেতে যেতে | হুমায়ুন ফরিদী | হুমায়ুন ফরিদী, জাহিদ হাসান, সুমাইয়া শিমু | এনটিভি | টেলিফিল্ম | |
২০০৯ | সীমান্ত | বদরুল আনাম সৌদ | সুবর্ণা মুস্তাফা | দেশ টিভি | সোপ অপেরা |
তখন হেমন্ত | হুমায়ুন ফরিদী | হুমায়ুন ফরিদী, মৌ | বৈশাখী টিভি | সোপ অপেরা | |
স্টার | তানিয়া আহমেদ | তিন্নি, মামুনুর রশীদ | এটিএন বাংলা | নাটক | |
চোখ | হুমায়ুন ফরিদী | হুমায়ুন ফরিদী, মৌ | আরটিভি | টেলিফিল্ম | |
পকেট সাবধান | অনন্ত ইমন | প্রভা | আরটিভি | নাটক | |
ভাড়া বাড়ি বড় বাড়ি | হুমায়ুন ফরিদী | সুমাইয়া শিমু | এটিএন বাংলা | ধারাবাহিক | |
নাইনটিন টুয়েন্টি | হৃদি হক | শ্রেয়সী | একুশেটিভি | সোপ অপেরা | |
২০১০ | গহীনে | বদরুল আনাম সৌদ | সুবর্ণা মুস্তাফা, সাব্বির আলম | দেশ টিভি | সোপ অপেরা |
নদীতে অন্ধকার | নাহিদ আহমেদ পিয়াল | রিচি সোলায়মান | দেশ টিভি | ধারাবাহিক | |
দক্ষিণায়নের দিন | সাজ্জাদ সুমন | সুমাইয়া শিমু | এনটিভি | সোপ অপেরা | |
আতঙ্কিত রাত | শামীমা আখতার বেবী | মিমো | বৈশাখী টিভি | নাটক | |
পরাহত | হুমায়ুন ফরিদী | হুমায়ুন ফরিদী, সুমাইয়া শিমু | বৈশাখী টিভি | টেলিফিল্ম | |
২০১১ | যোগাযোগ | নাহিদ আহমেদ পিয়াল | কুসুম শিকদার | চ্যানেল আই | সোপ অপেরা |
দ্যা সার্কেল | তুহিন অবন্তু | সুমাইয়া শিমু | এনটিভি | নাটক | |
একা | নাহিদ আহমেদ পিয়াল | অপি করিম | চ্যানেল আই | নাটক | |
পাহাড়ের ছায়া পাতাদের গান | আবু রায়হান জুয়েল | সুমাইয়া শিমু | এনটিভি | টেলিফিল্ম | |
2012 | গ্রন্থিকগণ কহে | বদরুল আনাম সৌদ | সুবর্ণা মুস্তাফা | চ্যানেল আই | সোপ অপেরা |
ঝড়ের রাতে | চয়নিকা চৌধুরী | রিচি সোলায়মান | বাংলাভিশন | নাটক | |
উল্টো গাঁথা | মুজিবুল হক খোকন | বিজরী বরকতুল্লাহ | আরটিভি | নাটক | |
রাগিনী | নাহিদ আহমেদ পিয়াল | অপর্ণা | এনটিভি | নাটক | |
অনুরাধা | নাহিদ আহমেদ পিয়াল | বৃষ্টি | চ্যানেল আই | নাটক | |
2013 | নি:সঙ্গ পানকৌড়ি | নাহিদ আহমেদ পিয়াল | নাদিয়া আহমেদ, অর্ষা | বিটিভি | নাটক |
বেকার এক কার থেকে যে গল্পের শুরু | সৈয়দ জামিম | সুবর্ণা মুস্তাফা | বৈশাখী টিভি | নাটক | |
কিরণ | নাহিদ আহমেদ পিয়াল | কুসুম শিকদার | চ্যানেল আই | নাটক | |
2014 | মায়ার খেলা[২১] | রুলিন রহমান | রিচি সোলায়মান | আরটিভি | সোপ অপেরা |
হাশেমের প্রত্যাবর্তন | সাইদুল আনাম টুটুল | ছন্দা | এটিএন বাংলা | নাটক | |
রোদেলার গল্প | এসএ হক অলীক | মৌসুমী | বাংলাভিশন | নাটক | |
কনক | নাহিদ আহমেদ পিয়াল | অপর্ণা | এনটিভি | টেলিফিল্ম | |
২০১৫ | ফেলে আসা লাল গোলাপ | নাহিদ আহমেদ পিয়াল | রাইসুল ইসলাম আসাদ | চ্যানেল আই | নাটক |
আদর্শ কারিগর | নাহিদ আহমেদ পিয়াল | দীপা খন্দকার | চ্যানেল আই | নাটক | |
সমুখ আকাশ | কবির বাবু | সুবর্ণা মুস্তাফা, পীযুষ, চাঁদনী, জেনি, মাহিমা | বৈশাখী টিভি | নাটক | |
সুখনগর অ্যাপার্টমেন্ট | অরুণ চৌধুরী | ঈষিতা | এটিএন বাংলা | সোপ অপেরা | |
২০১৬ | অমিয় | নাহিদ আহমেদ পিয়াল | মিম | চ্যানেল আই | নাটক |
দ্যা সার্কেল | তুহিন অবন্ত | সুমাইয়া শিমু | এনটিভি | নাটক[২২] | |
জাস্ট ম্যারিড | রহমতুল্লাহ তুহিন | নাদিয়া আহমেদ | এসএসটিভি | নাটক | |
ডাক দিয়ে সে যায় | নাহিদ আহমেদ পিয়াল | মিম | চ্যানেল আই | নাটক | |
পুতুরাযজ্ঞ | নাহিদ আহমেদ পিয়াল | শারমিন জোহা শশী | দেশ টিভি | নাটক | |
বিশ্বাস এবং অত:পর | আলভি আহমেদ | পূর্ণিমা | এনটিভি | টেলিফিল্ম | |
অন্তর্যাত্রা | বদরুল আনাম সৌদ | সুবর্ণা মুস্তাফা, দিলারা জামান | একুশে টিভি | সোপ অপেরা | |
মন তার শঙ্খিনী | বদরুল আনাম সৌদ | মৌ | আরটিভি | টেলিফিল্ম | |
অন্তর্যাত্রা | বদরুল আনাম সৌদ | সুবর্ণা মুস্তাফা, দিলারা জামান | একুশে টিভি | সোপ অপেরা[২৩][২৪] | |
২০১৭ | মানভঞ্জন | নাহিদ আহমেদ পিয়াল | ইশরাত জাহান চৈতি | চ্যানেল আই | নাটক |
খুঁজে পেতে চাই | জিয়া রায়হান | হিমি, সাবেরি আলম | এনটিভি | নাটক | |
২০১৮ | তোমার অন্য যুগের সখা | নাহিদ আহমেদ পিয়াল | মান্তাশা | চ্যানেল আই | নাটক |
যুগের পরশ পাথর | চয়নিকা চৌধুরী | সুবর্ণা মুস্তাফা, দীপা খন্দকার | জিটিভি | নাটক | |
ফেলে যাওয়া রুমাল খানি | নাহিদ আহমেদ পিয়াল | তারিন | চ্যানেল আই | নাটক | |
অসমাপ্ত উপখ্যান | মনির খান শিমুল | তারিন | নাটক | ||
২০১৯ | লুকোচুরি লুকোচুরি গল্প[২৫] | বদরুল আনাম সৌদ | নীলাঞ্জনা নীলা | বিটিভি | সোপ অপেরা |
অপরিচিতা | নাহিদ আহমেদ পিয়াল | সারওয়াত আজাদ বৃষ্টি | চ্যানেল আই | নাটক | |
২০২০ | যৌথ প্রযোজনা | মাজনুন মিজান | দীপা খন্দকার, সুষমা | চ্যানেল আই | টেলিফিল্ম[২৬] |
তোমারেই যেন ভালবাসিয়াছি | নাহিদ আহমেদ পিয়াল | টয়া | চ্যানেল আই | টেলিফিল্ম[৩][১৬] | |
২০২১ | এখানে কেউ থাকে না | অনিমেষ আইচ | ভাবনা, শহীদুজ্জামান সেলিম | বিটিভি | অপেরা[২৭] |
বকুলের আয়না | জুয়েল শরিফ | নাদিয়া আহমেদ | বিটিভি | টেলিফিল্ম |
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | শিরোনাম | পরিচালক | সহশিল্পী | মন্তব্য |
---|---|---|---|---|
১৯৮৫ | লাল বেলুন | আব্দুল লতিফ বাচ্চু | জয়, ঝিলম, রিদওয়ান, অপু, তপু, ব্ল্যাক আনোয়ার ও সৈয়দ আহসান আলী সিডনী | [১][১৪] |
২০১৭ | গহীন বালুচর | বদরুল আনাম সৌদ | আবু হুরায়রা তানভীর, জান্নাতুন নূর মুন, নীলাঞ্জনা নীলা | [১৮] |
পুরস্কার এবং অর্জন
সম্পাদনাবছর | পুরস্কার | নাটকের নাম | শ্রেণী | ফলাফল | টীকা |
---|---|---|---|---|---|
২০১৪ | আরটিভি স্টার অ্যাওয়ার্ড | 'মায়ার খেলা' | সেরা অভিনেতা | বিজয়ী | [১] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ অভিনয়ের ২১ বছরে জিতু আহসান। Bangladesh Today। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ "Life on the silver screen"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৯-২৯। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৬।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ "Upcoming sensation: A chat with Jeetu Ahsan"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "Suraiya Ahsan passes away"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৭-১৫। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৮।
- ↑ ক খ গ ঘ "Suraiya Ahsan dies"। New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৮।
- ↑ ক খ গ "Jitu Ahsan"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৩-০৭-০৫। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৪।
- ↑ ক খ "Villainous Jitu In - "Gohin Baluchor""। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৬-০৪। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৬।
- ↑ ক খ "Perfect takes"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১২-০৪-২০। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৬।
- ↑ ক খ গ ঘ "Diving in with the "Gohin Baluchor" team"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৭-১০-০৫। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৬।
- ↑ ক খ গ ঘ Saad, Saimun। ‘খল চরিত্র নিয়ে কোনো কনফিউশন ছিল না’। bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৬।
- ↑ ক খ "Jitu Ahsan's debut with 'Gohin Baluchor'"। The Independent। Dhaka। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৪।
- ↑ ক খ গ "Jitu Ahsan on Syed Ahsan Ali Sydney"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৩-১০-২৫। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২২।
- ↑ "Remembering Syed Ahsan Ali Sydney"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৯-০২-১৫। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৪।
- ↑ ক খ গ ঘ "Jitu Ahsan on Syed Ahsan Ali Sydney"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৩-১০-২৫। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৪।
- ↑ ক খ বাবা-মায়ের পথ ধরে মঞ্চে সন্তানরা। Bangladesh Pratidin। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৪।
- ↑ ক খ "Jeetu Ahsan: Juggling books with acting scripts"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ঢাকা, নিজস্ব প্রতিবেদক। "'মানুষের মননশীলতা তৈরি করে সাংস্কৃতিক চর্চা'"। www.prothomalo.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৮।
- ↑ ক খ "Gohin Baluchor hits screens, marks Saud's debut"। banglanews24.com। ২০১৭-১২-২৯। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৪।
- ↑ ‘গহীন বালুচর’ সাধারণ দর্শকের ছবি: সৌদ। bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২২।
- ↑ বিশ্ব বাজারে ‘গহীন বালুচর’। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২২।
- ↑ আরটিভিতে ধারাবাহিক নাটক 'মায়ার খেলা'। Kaler Kantho। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২২।
- ↑ "Bangla Natok The Circle (দ্য সার্কেল) | Sumaiya Shimu, Jitu Ahsan | NTV Bangla Drama by Tuhin Obonta"। ekushey.com। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৪।
- ↑ "Suborna, Jitu and Dilara launch daily soap"। The Daily Observer। ২০২৩-১১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৪।
- ↑ নতুন ডেইলি সোপ অন্তর্যাত্রা। The Daily Inqilab। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২২।
- ↑ "তারকাবহুল ধারাবাহিক 'লুকোচুরি লুকোচুরি গল্প'|131416"। www.deshrupantor.com। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২২।
- ↑ যৌথ প্রযোজনায় জিতু দীপা ও সুষমা। Jugantor। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৪।
- ↑ "'এখানে কেউ থাকে না' আজ থেকে"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৫।