বন্যা মির্জা

বাংলাদেশী অভিনেত্রী

বন্যা মির্জা (জন্ম: ৯ সেপ্টেম্বর, ১৯৭৫)[তথ্যসূত্র প্রয়োজন] একজন বাংলাদেশী মঞ্চ ও টিভি অভিনেত্রী। তিনি টিভি নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি অল্প কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

বন্যা মির্জা
২০১৮ সালে বন্যা
জন্ম
জাকিয়া আক্তার

(1975-09-09) ৯ সেপ্টেম্বর ১৯৭৫ (বয়স ৪৯)[তথ্যসূত্র প্রয়োজন]
অন্যান্য নামজাকিয়া
শিক্ষাথিয়েটার বিষয়ে স্নাতকোত্তর
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী, উপস্থাপক
কর্মজীবন১৯৯১–বর্তমান
দাম্পত্য সঙ্গীমানস চৌধুরী
স্বাক্ষর

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

তার পিতা মির্জা ফারুক, একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা পরিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক, তার মা খুরশিদা আক্তার একজন গৃহিণী। বন্যা মির্জা তাদের দ্বিতীয় মেয়ে। তার অন্যান্য ভাইবোনেরা হলেন লিপি মির্জা, সুমি মির্জা এবং সাদি মির্জা।

উচ্চ শিক্ষা গ্রহণের পর তিনি ঢাকার বেইলি রোডের থিয়েটার গ্রুপের সঙ্গে জড়িত হয়ে পড়েন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

তিনি বাংলাদেশী টিভি চ্যানেলগুলিতে এক দশকের বেশি সময় ধরে কাজ করছেন।[]

কর্মপরিধি

সম্পাদনা

টিভি নাটক

সম্পাদনা

চলচ্চিত্র

সম্পাদনা

তিনি এই পর্যন্ত পাঁচটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[]

  • হেডমাস্টার (২০১৪)
  • শরৎ ৭১
  • রাবেয়া
  • খ-চিত্র ৭১
  • পিতা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Banna Mirza: Beauty, grace and reflective demeanour"। ২৭ মার্চ ২০০৯। 
  2. "বন্যা মির্জা এবার শিক্ষামন্ত্রী"। ২৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা