বন্যা মির্জা
বাংলাদেশী অভিনেত্রী
এই নিবন্ধের যাচাইযোগ্যতার জন্য অতিরিক্ত তথ্যসূত্র প্রয়োজন। |
বন্যা মির্জা (জন্ম: ৯ সেপ্টেম্বর, ১৯৭৫)[তথ্যসূত্র প্রয়োজন] একজন বাংলাদেশী মঞ্চ ও টিভি অভিনেত্রী। তিনি টিভি নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি অল্প কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
বন্যা মির্জা | |
---|---|
![]() ২০১৮ সালে বন্যা | |
জন্ম | জাকিয়া আক্তার ৯ সেপ্টেম্বর ১৯৭৫ [তথ্যসূত্র প্রয়োজন] |
অন্যান্য নাম | জাকিয়া |
শিক্ষা | থিয়েটার বিষয়ে স্নাতকোত্তর |
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেত্রী, উপস্থাপক |
কর্মজীবন | ১৯৯১–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | মানস চৌধুরী |
স্বাক্ষর | |
![]() |
ব্যক্তিগত জীবনসম্পাদনা
তার পিতা মির্জা ফারুক, একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা পরিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক, তার মা খুরশিদা আক্তার একজন গৃহিণী। বন্যা মির্জা তাদের দ্বিতীয় মেয়ে। তার অন্যান্য ভাইবোনেরা হলেন লিপি মির্জা, সুমি মির্জা এবং সাদি মির্জা।
উচ্চ শিক্ষা গ্রহণের পর তিনি ঢাকার বেইলি রোডের থিয়েটার গ্রুপের সঙ্গে জড়িত হয়ে পড়েন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পূর্ণ করেন।
তিনি বাংলাদেশী টিভি চ্যানেলগুলিতে এক দশকের বেশি সময় ধরে কাজ করছেন।[১]
কর্মপরিধিসম্পাদনা
মঞ্চসম্পাদনা
টিভি নাটকসম্পাদনা
চলচ্চিত্রসম্পাদনা
তিনি এই পর্যন্ত পাঁচটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[২]
- হেডমাস্টার (২০১৪)
- শরৎ ৭১
- রাবেয়া
- খ-চিত্র ৭১
- পিতা
তথ্যসূত্রসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে বন্যা মির্জা সংক্রান্ত মিডিয়া রয়েছে। |