কলকাতা ও কলকাতা শহরতলির রেল স্টেশনের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
(কলকাতা ও কলকাতা শহরতলীর রেলওয়ে স্টেশনের তালিকা থেকে পুনর্নির্দেশিত)
ভারতীয় রেলের পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেল কলকাতা ও কলকাতা শহরতলীর রেলওয়ে স্টেশন পরিচালনা করে। ১৮৫৪ সালে এই পরিষেবা চালু হয়। হাওড়া, শিয়ালদহ, শালিমার, কলকাতা (চিৎপুর), নবদ্বীপ ধাম, বর্ধমান, জলপাইগুড়ি, আসানসোল ইত্যাদি নানা উল্লেখ্য প্রধান স্টেশন এবং একাধিক স্থানীয় স্টেশনের মাধ্যমে এই পরিষেবা চালু রয়েছে।
স্টেশন সমূহ
সম্পাদনা† | প্রান্তিক স্টেশন |
* | বদলের স্টেশন |
†* | প্রান্তিক এবং বদলের স্টেশন |
টীকা
সম্পাদনা- ↑ দ্রুতগামী ট্রেন দাড়ায় নির্দেশ করে যে কলকাতা শহরতলী রেলওয়েতে দ্রুত সেবার টেন এই স্টেশনে থামে। সমস্ত চক্রাকার রেলওয়ে লাইনের সেবার গতি হল ধীর।
- ↑ দূরপথগামী নির্দেশ করে যে স্থানীয় ট্রেন ছাড়াও অন্য ট্রেন এই স্টেশনে থামে। এই ট্রেনগুলি সাধারণত ভারতীয় রেলওয়ের নেটওয়ার্কের অংশ।