ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশন
পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন
(ইডেন গার্ডেন্স রেলওয়ে স্টেশন থেকে পুনর্নির্দেশিত)
ইডেন গার্ডেন্স রেলওয়ে স্টেশন হল কলকাতার একটি রেলওয়ে স্টেশন। এটি বাবুঘাট এলাকায় অবস্থিত। স্টেশনটির সাংকেতিক নাম হল ইডিজি।[১][২][৩] এই স্টেশনটির নাম রাখা হয়েছে বিশ্বের বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন্স-এর নামে। এটি হুগলি নদীর তীরে বিবাদিবাগ এলাকার খুব কাছে অবস্থিত। এই স্টেশনে বিদ্যুতিক রেল চলে। এ রেলপথ কলকাতা চক্ররেল-এর অন্তর্গত। স্টেশনটি পূর্ব রেল জোনের অধীনস্থ।
ইডেন গার্ডেন্স | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
কলকাতা শহরতলি রেল স্টেশন | |||||||||||
অবস্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ ভারত | ||||||||||
স্থানাঙ্ক | ২২°৩৩′৫০″ উত্তর ৮৮°২০′১৮″ পূর্ব / ২২.৫৬৩৯১° উত্তর ৮৮.৩৩৮৩২° পূর্ব | ||||||||||
উচ্চতা | ৭ মিটার (২৩ ফু) | ||||||||||
প্ল্যাটফর্ম | ২ | ||||||||||
রেলপথ | ২ | ||||||||||
নির্মাণ | |||||||||||
পার্কিং | হ্যাঁ | ||||||||||
অন্য তথ্য | |||||||||||
স্টেশন কোড | ইডিজি | ||||||||||
অঞ্চল | পূর্ব রেল | ||||||||||
বিভাগ | শিয়ালদহ বিভাগ | ||||||||||
পরিষেবা | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||