দমদম জংশন রেলওয়ে স্টেশন
পশ্চিমবঙ্গের জংশন রেলওয়ে স্টেশন
দমদম জংশন রেলওয়ে স্টেশন হল কলকাতা শহরতলি রেল এর একটি জংশন স্টেশন। স্টেশনটি শিয়ালদহ-রানাঘাট-গেদে লাইনএ অবস্থিত। এই স্টেশনটি শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি, শিয়ালদহ-বনগাঁ-হাসনাবাদ-রানাঘাট লাইন ওশিয়ালদহ-ডানকুনি লাইন এর সঙ্গে যুক্ত। দমদম স্টেশন ভারতীয় রেল এর পূর্ব রেল অংশের একটি স্টেশন। এটি পূর্ব রেল এর একটি গুরুত্বপূর্ণ স্টেশন।
কলকাতা শহরতলি রেলওয়ে জংশন স্টেশন | ||||||||||||||||||||||
স্থানাঙ্ক | ২২°৩৭′১৫″ উত্তর ৮৮°২৩′৩৬″ পূর্ব / ২২.৬২০৯° উত্তর ৮৮.৩৯৩৩° পূর্ব | |||||||||||||||||||||
উচ্চতা | ১০ মিটার (৩৩ ফু) | |||||||||||||||||||||
পরিচালিত | পূর্ব রেল | |||||||||||||||||||||
লাইন | ৬ | |||||||||||||||||||||
প্ল্যাটফর্ম | ৫ | |||||||||||||||||||||
নির্মাণ | ||||||||||||||||||||||
গঠনের ধরন | আদর্শ | |||||||||||||||||||||
পার্কিং | না | |||||||||||||||||||||
সাইকেলের সুবিধা | না | |||||||||||||||||||||
অন্য তথ্য | ||||||||||||||||||||||
অবস্থা | সক্রিয় | |||||||||||||||||||||
ভাড়ার স্থান | পূর্ব রেল | |||||||||||||||||||||
ইতিহাস | ||||||||||||||||||||||
চালু | ১৮৬২ | |||||||||||||||||||||
বৈদ্যুতীকরণ | ১৯৬৩-১৯৬৪ | |||||||||||||||||||||
পরিষেবা | ||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||
অবস্থান | ||||||||||||||||||||||
ইতিহাস
সম্পাদনাস্টেশনটি ১৮৬২ সালে তৈরি করা হয়।এই স্টেশন নির্মাণ করে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে ।[১]।স্টেশনটি কলকাতা-কুষ্টিয়া ও দমদম-খুলনা রেলপথ এর সংযোগ ঘটিয়ে ছিল।
বৈদুতীকরণ
সম্পাদনা১৯৬৩-১৯৬৪ সালে দমদম-রানাঘাট ও দমদম-বনগাঁ লাইন এর বৈদুতীকরণ ঘটানো হয়। এরপর ১৯৬৪-১৯৬৫ সালে দমদম-ডানকুনি লাইন এর বৈদুতীকরণ করা হয়।
যাত্রি পরিবহন
সম্পাদনাদমদম স্টেশন দিয়ে প্রতিদিন ৫,৭৬,০০০ জন যাত্রী চলাচল করে। এই স্টেশন দিয়ে দিনে উভয় দিকে ৩৫০ এর মত ট্রেন চলাচল করে।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Eastern Bengal Railway"। IAFCA। সংগ্রহের তারিখ ১০-০৯-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ junction "Dumdum"
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। Railenquiry.in। সংগ্রহের তারিখ ১০-০৯-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)