ডানকুনি জংশন রেলওয়ে স্টেশন

পশ্চিমবঙ্গের জংশন রেলওয়ে স্টেশন

ডানকুনি জংশন রেলওয়ে স্টেশন হল ডানকুনি শহরের প্রধান রেলওয়ে স্টেশন। এই হাওড়া-বর্ধমান কর্ড লাইন এর একটি গুরুত্ব পূর্ণ রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি কলকাতা শহরতলি রেলওয়ে ব্যবস্থার অন্তর্গত একটি ব্যস্ত স্টেশন। এটি পূর্ব রেল জোন সমূহের অধীনে পরিচালিত। ডানকুনি জংশন রেলওয়ে স্টেশনটি হাওড়া রেলওয়ে বিভাগের একটি বড় রেলওয়ে স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলায় ডানকুনি স্টেশন রোড, ডানকুনি তে অবস্থিত। স্টেশনটি ডানকুনি এবং পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে। হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে ১৫ কি.মি. দূরে স্টেশনটি অবস্থিত।[১] স্টেশনটিতে মোট ৫ টি প্লাটফর্ম রয়েছে। আবার এই শহরটি বালি ঘাট- দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন বরাবর বিবেকানন্দ সেতু হয়ে শিয়ালদহ স্টেশনের সঙ্গে যুক্ত হয়। ডানকুনি বর্তমানে রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ স্থান। শিয়ালদহ এবং হাওড়া দুইটি প্রধান রেলওয়ে লাইনের সাথে ডানকুনি জংশনে সংযুক্ত হয়।


ডানকুনি জংশন
কলকাতা শহরতলি রেলওয়ে জংশন স্টেশন
অবস্থানডানকুনি স্টেশন রোড, স্টেশন পল্লি, ডানকুনি, জেলা. হাওড়া, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২২°৪০′৪২″ উত্তর ৮৮°১৭′২৭″ পূর্ব / ২২.৬৭৮৩° উত্তর ৮৮.২৯০৮° পূর্ব / 22.6783; 88.2908
উচ্চতা৭ মিটার (২৩ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতপূর্ব রেল
লাইনহাওড়া-বর্ধমান কর্ড এবং শিয়ালদহ-ডানকুনি লাইন
প্ল্যাটফর্ম
নির্মাণ
গঠনের ধরনআদর্শ (ভূপিষ্ঠ স্টেশন)
পার্কিংনা
সাইকেলের সুবিধাহ্যাঁ
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডDKAE
বিভাগ হাওড়া
ইতিহাস
চালু১৯১৭
বৈদ্যুতীকরণ১৯৬৪-৬৬
আগের নামইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন   কলকাতা শহরতলি রেল   পরবর্তী স্টেশন
পূর্ব রেল
পূর্ব রেলশেষ স্টেশন
অবস্থান
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-বর্ধমান মাইন লাইনের তুলনায় হাওড়া থেকে বর্ধমানের একটি ছোট লাইনটি ১৯১৭ সালে নির্মিত হয়েছিল। ১৯৩২ সালে কলকাতার কর্ড লাইনটি নির্মিত হয়েছিল উইলিংডন ব্রিজের উপর, যেটি দমদম ও ডানকুনি শহরকে যুক্ত করেছিল।[২]

বৈদ্যুতিকরন সম্পাদনা

হাওড়া-বর্ধমান কর্ড লাইন ১৯৬৪-৬৬ সালে বৈদ্যুতিকরন করা হয়।[৩]

ডানকুনি ডিজেল কম্পোনেন্ট ফ্যাক্টরিতে সম্পাদনা

ডানকুনিতে ডিজেল কম্পোনেন্ট ফ্যাক্টরিতে ট্রায়ালের উৎপাদন শুরু হয়েছে। [৪] ৮৪.২১ কোটি টাকা ব্যায়ে নির্মিত ফ্যাক্টরিটি, ২৮ মে ২০১২ তারিখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী উদ্বোধন করেন। ডিজিটাল লোকোমোটিভ ওয়ার্কসে উপাদান দ্রব্য সরবরাহ করা হচ্ছে বর্তমানে।[৫]

ইলেট্রিক লোকাল কম্পোনেন্ট ফ্যাক্টরী সম্পাদনা

এর নির্মাণ খরচ ২৭০.৭৭ কোটি টাকা । লোকাল কম্পোনেন্ট ফ্যাক্টরীটি নির্মান কাজ চলছে। [৫]

ডানকুনি মালবাহী ইয়ার্ড সম্পাদনা

একটি প্রকল্প ডানকুনি মালের ইয়ার্ডের পুনর্নির্মাণ এবং ডানকুনি মালবাহী ইয়কড হিসাবে এটি নির্মাণের কাজ করছে।এটি একটি বহুমুখি-উদ্দেশ্য মালবাহী টার্মিনাল হবে যা এক জায়গায় সমগ্র মালবাহী রেল একত্রিত হবে।এটি হাওড়া, শিয়ালদহ, শালিমার ও চিৎপুর ইয়ার্ডের চাপ হ্রাস করবে।[৬][৭]

ডেডিকেটেড মালবাহী করিডোর সম্পাদনা

১৮৩৯ কিলোমিটার দীর্ঘ পূর্ব ডেডিকেটেড ফ্রেড করিডোর ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত নির্মানের প্রস্তাবিত হয়েছে।[৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Dankuni junction Railway Station Map/Atlas ER/Eastern Zone - Railway Enquiry"। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭ 
  2. "The Chronology of Railway development in Eastern India"। railindia। ১৬ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৩ 
  3. "History of Electrification"। IRFCA। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৩ 
  4. "Highlights of the railway budget 2012-13" (পিডিএফ)। Indian Railways। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৩ 
  5. "Mamata gives shape to promises she made as railway minister"। The Statesman, 28 May 2012। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "New freight terminal for Eastern Railway"। The Times of India, 4 August 2004। ১৪ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৩ 
  7. "Freight Sheds and Marshalling Yards"। IRFCA। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৩ 
  8. "Dedicated Freight Corridor Project:Progress and Opportunities" (পিডিএফ)। DFC, 6 February 2013। ১২ মে ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৩