দক্ষিণ দূর্গাপুর রেলওয়ে স্টেশন

পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন

দক্ষিণ দুর্গাপুর রেলওয়ে স্টেশন হল শিয়ালদহ–ডায়মন্ড হারবার লাইনে অবস্থিত একটি কলকাতা শহরতলি রেল স্টেশন। এটি ভারতীয় রেলের অধীনস্থ পূর্ব রেলের অন্তর্গত শিয়ালদহ রেল বিভাগের আওতাধীন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণ দূর্গাপুর ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে রেল পরিষেবা প্রদান করে।[১][২]


দক্ষিণ দূর্গাপুর
কলকাতা শহরতলি রেল স্টেশন
দক্ষিণ দূর্গাপুর রেলওয়ে স্টেশন
অবস্থানদক্ষিণ দূর্গাপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২২°১৯′৩২″ উত্তর ৮৮°২৪′২২″ পূর্ব / ২২.৩২৫৫° উত্তর ৮৮.৪০৬২° পূর্ব / 22.3255; 88.4062
উচ্চতা৯ মিটার (৩০ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতপূর্ব রেল
লাইনশিয়ালদহ–ডায়মন্ড হারবার লাইন
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনআদর্শ (স্থল স্টেশন)
পার্কিংউপলব্ধ নয়
সাইকেলের সুবিধাউপলব্ধ নয়
প্রতিবন্ধী প্রবেশাধিকারউপলব্ধ নয়
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডডিকেডিপি
অঞ্চল পূর্ব রেল
বিভাগ শিয়ালদহ
ইতিহাস
চালু১৮৮৩; ১৪০ বছর আগে (1883)
বৈদ্যুতীকরণ১৯৬৫–৬৬
আগের নামইস্টার্ন বেঙ্গল রেলওয়ে
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন   কলকাতা শহরতলি রেল   পরবর্তী স্টেশন
শিয়ালদহ দক্ষিণ
অভিমুখে শিয়ালদহ
অবস্থান
মানচিত্র

স্টেশন চত্বর সম্পাদনা

প্ল্যাটফর্মে ভাল আশ্রয়ের আচ্ছাদন আছে। স্টেশনে জল এবং স্যানিটেশন বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সহ অনেক সুবিধা রয়েছে। এই স্টেশনে একটি সঠিক সংযোগ সড়ক আছে।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা