গোকুলপুর রেলওয়ে স্টেশন

ভারতের পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন

গোকুলপুর রেলওয়ে স্টেশন হল খড়গপুর–বাঁকুড়া–আদ্রা রেলপথ-এর একটি গুরুত্ব পূর্ণ রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি কলকাতা শহরতলি রেলওয়ে ব্যবস্থার অন্তর্গত একটি স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। স্টেশনটি গোকুলপুর এবং পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ১২৩ কি.মি. দূরে স্টেশনটি অবস্থিত।


গোকুলপুর
কলকাতা শহরতলি রেল স্টেশন
অবস্থানগোকুলপুর, জেলা:পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
 ভারত
উচ্চতা৩৭ মিটার (১২১ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতদক্ষিণ পূর্ব রেল
লাইনখড়গপুর–বাঁকুড়া–আদ্রা রেলপথ
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনআদর্শ (ভূপিষ্ঠ স্টেশন)
পার্কিংনা
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডজিএমডিএম
অঞ্চল দক্ষিণ পূর্ব রেল
বিভাগ খড়গপুর
ইতিহাস
চালু১৯০১
বৈদ্যুতীকরণ১৯৮৫
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন   কলকাতা শহরতলি রেল   পরবর্তী স্টেশন
দক্ষিণ পূর্ব লাইন
অভিমুখে হাওড়া জংশন
অবস্থান
মানচিত্র

অবস্থান

সম্পাদনা

গোকুলপুর রেলওয়ে স্টেশন পশ্চিম মেদিনীপুর জেলার গোকুলপুরে অবস্থিত। এই স্টেশন থেকে পরবর্তী স্টেশন হল - কাঁসাই হল্ট রেলওয়ে স্টেশন এবং পূর্ববর্তী স্টেশন হল - গিরি ময়দান রেলওয়ে স্টেশন

ইতিহাস

সম্পাদনা

খড়গপুর-মেদিনীপুর শাখা লাইনটি ১৯০১ সালে খোলা হয়েছিল। [] বাঁকুড়া জেলা পাড়ি দিয়ে বেঙ্গল নাগপুর রেলরেলওয়ের মেদিনীপুর-ঝরিয়া সম্প্রসারণটি ১৯০৩-০৪ সালে খোলা হয়।[] আদ্রা-ভেদুয়াসল বিভাগটি ১৯৯৭-৯৮ সালে এবং ভেদুয়াসল-শালবনি বিভাগটি ১৯৯৮-৯৯ সালে বিদ্যুতায়িত হয়েছিল।[]

গোকুলপুর রেলওয়ে স্টেশনটি পশ্চিম মেদিনীপুর জেলা, বাঁকুড়া জেলাপুরুলিয়া জেলার মধ্যে বিস্তৃত খড়গপুর–বাঁকুড়া–আদ্রা রেলপথের মধ্যে অবস্থিত। এই রেলপথে খড়গপুর থেকে আদ্রা জংশন পর্যন্ত বর্তমানে দুটি ট্র্যাক রয়েছে।

পরিকাঠাম

সম্পাদনা

স্টেশনটির পরিকাঠাম ভূমিগত। এই স্টেশনে ২ টি প্ল্যাটফর্ম রয়েছে। গোকুলপুর রেলওয়ে স্টেশনে ২ টি রেললাইন বা রেলট্র্যাক রয়েছে। স্টেশনে স্টেশন পরিচালনার জন্য ভবন ও স্টেশন মাষ্টারে ভবন ১ নং প্ল্যাটফর্মের সঙ্গেই অবস্থিত। যাত্রীদের রেল ভ্রমণের জন্য টিকিট স্টেশনের টিকিট ঘর থেকে প্রদান করা হয়। স্টেশনে যাত্রী সুবিধার জন্য বসার আসন, প্ল্যাটফর্ম ছাউনি, পানীয় জল এর ব্যবস্থা রয়েছে। স্টেশনে গাড়ি রাখার ব্যবস্থা নেই।

গোকুলপুর রেলওয়ে স্টেশন ব্যাগ বা যাত্রীদের দ্বারা বহন করা জিনিসপত্রের পরীক্ষায় ব্যবস্থা নেই।

বৈদ্যুতীকরণ

সম্পাদনা

গোকুলপুর রেলওয়ে স্টেশনের রেলপথে বৈদ্যুতীক ট্রেন চলাচল করে। ১৯৮৫ সালে এই রেলপথে বৈদ্যুতীকরণের কাজ সম্পূর্ণ হয়েছিল।[]

রেল পরিষেবা

সম্পাদনা

এই স্টেশনটি স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে থাকে। এই স্টেশনের দ্বারা মেদিনীপুর, বাঁকুড়া ও আদ্রাগামী এবং খড়গপুর, ট্রেন চলাচল করে। প্রতিদিন এই স্টেশনে কলকাতা শহরতলি রেলের লোকাল ট্রেনগুলি রেল যাত্রীদের পরিষেবা প্রদান করে থাকে।

প্রশাসন ও নিরাপত্তার ব্যবস্থা

সম্পাদনা

গোকুলপুর রেলওয়ে স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেল অঞ্চলের শিয়ালদহ রেল বিভাগের অন্তর্গত। স্টেশন পরিচালনার সমস্ত দায়িত্ব স্টেশনের প্রধান "স্টেশন মাষ্টার" - এর উপর ন্যস্ত। এছাড়া স্টেশনের নিরাপত্তার জন্য অস্থায়ী ভাবে ভ্রাম্যমাণ জিআরপি কর্মী নিযুক্ত রয়েছে এবং স্টেশন চত্বর ও সংলগ্ন এলাকার নিরাপত্তা স্থানীয় পুলিশ প্রশাসন প্রদান করে থাকে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The Chronology of Railway development in Eastern India"। railindia। ১৬ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৩ 
  2. "Indian Railway History Time line"archive.is। ২০১২-০৭-১৪। Archived from the original on ২০১২-০৭-১৪। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০ 
  3. "[IRFCA] Electrification History from CORE"irfca.org। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০ 
  4. "History of Electrification"। IRFCA। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা