খড়্গপুর
খড়্গপুর (উচ্চারণ (সাহায্য·তথ্য)) ভারতের একটি শিল্প নগরী। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠানের (আইআইটি) প্রথম ক্যাম্পাসের জন্যে খড়্গপুরকে চয়ন করা হয়েছিল। আইআইটিগুলি ভারতের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান এবং তারা আন্তর্জাতিকভাবে কেতাবি এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব দ্বারা স্বীকৃত।
খড়্গপুর | |
---|---|
নগরী | |
খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন | |
ডাকনাম: KGP | |
স্থানাঙ্ক: ২২°১৯′৪৯″ উত্তর ৮৭°১৯′২৫″ পূর্ব / ২২.৩৩০২৩৯° উত্তর ৮৭.৩২৩৬৫৩° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | পশ্চিম মেদিনীপুর |
সরকার | |
• পৌরসভার চেয়ারম্যান | প্রদীপ সরকার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
আয়তন | |
• মোট | ১২৭ বর্গকিমি (৪৯ বর্গমাইল) |
উচ্চতা | ৬১ মিটার (২০০ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩,৭২,৩৩৯ |
• জনঘনত্ব | ২,৯০০/বর্গকিমি (৭,৬০০/বর্গমাইল) |
ভাষাসমূহ | |
• সরকারী | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | ভাপ্রস (ইউটিসি+৫:৩০) |
ডাক সূচক সংখ্যা | ৭৩২৩০১ /৭২১৪০৪ |
এসটিডি কোড | ০৩২২২ |
যানবাহন নিবন্ধন | ডব্লিউ বি-৩৪-xxxx |
লোকসভা কেন্দ্র | মেদিনীপুর |
বিধানসভা কেন্দ্র | খড়্গপুর সদর |
ওয়েবসাইট | paschimmedinipur |
এছাড়াও খড়্গপুরে বিশ্বের তৃতীয় দীর্ঘতম রেলপথ প্ল্যাটফর্ম [১০৭২,৫ মিটার] এবং ভারতবর্ষের বৃহত্তম রেল কর্মশালা আছে। খড়্গপুরের কলাইকুন্ডায় দেশের প্রথম ভূতল বায়ু সেনাবাহিনীর ঘাঁটি আছে এবং আরেকটি বায়ু সেনাবাহিনীর ঘাঁটি সালুয়ায় অবস্থিত।
ইতিহাসসম্পাদনা
খড়্গপুর নামটি খড়্গপুরে অবস্থিত, খড়গেশ্বর নামক একটি পুরানো শিব মন্দিরের নাম থেকে প্রাপ্ত৷ মন্দিটি খড়্গ পাল সিং দ্বারা প্রতিষ্ঠিত এবং তারই নামে মন্দিটির নামকরণ করা হয়৷ খড়্গপুরে বিভীন্ন পৌরাণিক স্থানের অত্যন্ত গুরুত্ব রয়েছে৷ পঞ্চপান্ডবের রাজকুমারেরা তাদের প্রত্যাবাসন-কালের কিছুটা অংশ (কয়েক বৎসর) এখানে কাটিয়েছিলেন।
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
- ইন্ডিয়ান ইন্সিটিউট অফ টেকনোলজি, খড়্গপুর
- খড়্গপুরের নিকটবর্তী দর্শনীয় স্থান ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ জুলাই ২০১০ তারিখে
- খড়্গপুর সিলভার জুবিলী হাই স্কুল
- আইআইটি
- খড়্গপুর রেলপথ
- মেদিনীপুরের সংবাদজ্ঞাপন
- জনতার কণ্ঠ- খড়্গপুর
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |