খড়গপুর রেল বসতি
খড়গপুর রেল বসতি বা খড়গপুর রেলওয়ে সেটেলমেন্ট (ইংরেজি: Kharagpur Railway Settlement), ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার একটি শহর।
খড়গপুর রেলওয়ে সেটেলমেন্ট খড়ুগপুর রেল বসতি খড়গপুর রেল শহর | |
---|---|
সেন্সাস টাউন | |
পশ্চিমবঙ্গে ও ভারতে শহরটির অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২০′৪৭″ উত্তর ৮৭°১৭′১৩″ পূর্ব / ২২.৩৪৬২৯° উত্তর ৮৭.২৮৬৮৯° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | পশ্চিম মেদিনীপুর |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৮২,৭৩৫ |
ভাষা | |
• দপ্তরিক | বাংলা |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
আইএসও ৩১৬৬ কোড | আইএন-ডব্লুবি (IN-WB) |
যানবাহন নিবন্ধন | ডব্লুবি ( WB ) |
লোকসভা কেন্দ্র | মেদিনীপুর |
বিধানসভা কেন্দ্র | খড়গপুর সদর |
ওয়েবসাইট | paschimmedinipur |
জনসংখ্যা উপাত্ত
সম্পাদনাভারতের ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খড়গপুর রেল বসতির মোট জনসংখ্যা ছিল ৮২,৭৩৫ টি, যার মধ্যে ৪১,৩৮৮ জন (৫০%) পুরুষ এবং ৪১,৩৪৭ জন (৫০%) মহিলা ছিলেন।৬ বছরের কম বয়সী জনসংখ্যা ছিল ৭,২৫৭।খড়গপুর রেল বসতিতে মোট স্বাক্ষরের সংখ্যা ৬১,৫৭১ (৬ বছর ধরে জনসংখ্যার ৭৪.৪২%) ছিল। [১]
ভারতের ২০০১ সালের আদম শুমারি [২] অনুসারে খড়গপুর রেলওয়ে কর্তৃপক্ষের জনসংখ্যা ৮৮,৩৩৯ জন।এর মধ্যে পুরুষ ৫১%, এবং নারী ৪৯%।এখানে সাক্ষরতার হার ৭৮%,। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৫%, এবং নারীদের মধ্যে ৭১%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে খড়গপুর রেলওয়ে সেটেলমেন্ট এর সাক্ষরতার হার বেশি। এই শহরর জনসংখ্যার ৯% হন ৬ বছর বা তার কম বয়সী।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "2011 Census – Primary Census Abstract Data Tables"। West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৬।
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-০১।