বাগবাজার রেলওয়ে স্টেশন
পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন
বাগবাজার রেলওয়ে স্টেশন বাগবাজারের পার্শ্ববর্তী একটি ছোট রেলওয়ে স্টেশন। এটি কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতের বাগবাজারের স্থানীয় এলাকায় পরিষেবা প্রদান করে। স্টেশনটিতে দুটি প্ল্যাটফর্ম রয়েছে। এর স্টেশন কোড BBR ।
কলকাতা শহরতলি রেল স্টেশন | |
অবস্থান | বাগবাজার, কলকাতা, পশ্চিমবঙ্গ ভারত |
স্থানাঙ্ক | ২২°৩৬′১৮″ উত্তর ৮৮°২১′৫৫″ পূর্ব / ২২.৬০৫০৫৭° উত্তর ৮৮.৩৬৫১৪৯° পূর্ব |
উচ্চতা | ৮ মিটার (২৬ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | পূর্ব রেল |
প্ল্যাটফর্ম | ২ |
রেলপথ | ২ |
সংযোগসমূহ | বাগবাজার লঞ্চ ঘাট |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | না |
সাইকেলের সুবিধা | না |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | না |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
স্টেশন কোড | BBR |
অঞ্চল | পূর্ব রেল |
বিভাগ | শিয়ালদহ রেলওয়ে বিভাগ |
ইতিহাস | |
চালু | ১৯৮৪ |
বৈদ্যুতীকরণ | আছে |
অবস্থান | |
স্টেশন
সম্পাদনাকমপ্লেক্স
সম্পাদনাপ্ল্যাটফর্মটিতে খুব ভাল শেড নেই। স্টেশনটিতে জল (পানি) ও স্যানিটেশনসহ অনেক সুবিধার অভাব রয়েছে। এই স্টেশনে যাওয়ার কোনো সঠিক রাস্তা নেই।[১] রেলওয়ে স্টেশনটি মায়ের ঘাট সংলগ্ন অবস্থিত।
সংযোগ
সম্পাদনাবাস
সম্পাদনাবাস রুট নম্বর ৪৩ স্টেশনে পরিষেবা দেয়[২]।
ফেরি
সম্পাদনাকাছেই বাগবাজার লঞ্চঘাট অবস্থিত।
বিমান
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bagbazar"। India Rail Info।
- ↑ "Bus Services"।