অশোকনগর রোড রেলওয়ে স্টেশন
ভারতের পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
অশোকনগর রোড রেলওয়ে স্টেশন শহরের একটি প্রাথমিক রেল হাব[১] সাধারণত এখানকার মানুষেরা এই রেলওয়ে স্টেশনকেই ব্যবহার করেন কলকাতা শহর ও শহরতলিতে আসার জন্য। এই স্টেশনের ব্যস্ততম সময় হল সকালবেলা এবং সন্ধ্যেবেলা।এই স্টেশনে ২ টি প্লাটফর্ম রয়েছে এর ।এই প্লাটফর্ম দুটি পার্শীয় প্লাটফর্ম। এই রেলওয়ে স্টেশন দিয়ে প্রতিদিন ৩৫ জোড়া ট্রেন চলাচল করে(২০১৫)।
ভারতীয় রেল স্টেশন | |||||||||||
![]() জংশন রেলওয়ে স্টেশন | |||||||||||
অবস্থান | অশোকনগর , উত্তর চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ ভারত | ||||||||||
মালিকানাধীন | ভারতীয় রেল | ||||||||||
পরিচালিত | পূর্ব রেল | ||||||||||
লাইন | শিয়ালদহ-বনগাঁ লাইন | ||||||||||
প্ল্যাটফর্ম | ২ | ||||||||||
রেলপথ | ২ | ||||||||||
নির্মাণ | |||||||||||
পার্কিং | না | ||||||||||
অন্য তথ্য | |||||||||||
অবস্থা | চালু | ||||||||||
স্টেশন কোড | এএসকেআর (ASKR) | ||||||||||
অঞ্চল | পূর্ব রেল | ||||||||||
বিভাগ | শিয়ালদহ (উত্তর কলকাতা) | ||||||||||
ইতিহাস | |||||||||||
বন্ধ হয় | না | ||||||||||
পরিষেবা | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
![]() |
অবস্থান
সম্পাদনাস্টেশনটি সমুদ্র সমতল থেকে প্রায় ৯ মিটার উচুতে অবস্থিত।
স্টেশনটি অশোকনগর কল্যাণগড় পৌরসভার অন্তর্গত।ওই স্টেশনটির পূর্ববর্তী স্টেশন হল গুমা ও পরবর্তী স্টেশন হল হাবরা রেলওয়ে স্টেশন।স্টেশনটি বৃহত্তর হাবরা বা হাবরা নগর বা হাবরা শহরপুঞ্জের অন্তর্গত।
বৈদ্যুতীকরণ
সম্পাদনাঅশোকনগর রোড রেলওয়ে স্টেশনের রেলপথে বৈদ্যুতীক ট্রেন চলাচল করে। ১৯৭২ সালে এই রেলপথে বৈদ্যুতীকরণের কাজ সম্পূর্ণ হয়েছিল।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ রেলওয়ে স্টেশন, অশোকনগর। "অশোকনগর রোড রেলওয়ে স্টেশন"।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে অশোকনগর রোড রেলওয়ে স্টেশন সংক্রান্ত মিডিয়া রয়েছে।