২০১৩–১৪ ইংল্যান্ড ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

ইংল্যান্ড ক্রিকেট দল ২০১৩-১৪ মৌসুমে অস্ট্রেলিয়া সফর করে। ৩১ অক্টোবর, ২০১৩ থেকে ২ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখ পর্যন্ত এ সফরের ব্যাপ্তিকাল। সনাতনী ঐতিহ্য বজায় রেখে অ্যাশেজ সিরিজে ৫টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়াও, ৫টি একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেট ও ৩টি টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়।

২০১৩-১৪ ইংল্যান্ড ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর
 
  অস্ট্রেলিয়া ইংল্যান্ড
তারিখ ৩১ অক্টোবর, ২০১৩ – ২ ফেব্রুয়ারি, ২০১৪
অধিনায়ক মাইকেল ক্লার্ক (টেস্ট এবং ওডিআই)
জর্জ বেইলি (টি২০আই)
অ্যালাস্টেয়ার কুক (টেস্ট এবং ওডিআই)
স্টুয়ার্ট ব্রড (টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৫–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ডেভিড ওয়ার্নার (৫২৩) কেভিন পিটারসন (২৯৪)
সর্বাধিক উইকেট মিচেল জনসন (৩৭) স্টুয়ার্ট ব্রড (২১)
সিরিজ সেরা খেলোয়াড় কম্পটন-মিলার পদক:
মিচেল জনসন (অস্ট্রেলিয়া)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৪–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান আরন ফিঞ্চ (২৫৮) ইয়ন মর্গ্যান (২৮২)
সর্বাধিক উইকেট জেমস ফকনার (১১) বেন স্টোকস (১০)
সিরিজ সেরা খেলোয়াড় আরন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ক্যামেরন হোয়াইট (১৭৪) রবি বোপারা (৭৫)
সর্বাধিক উইকেট নাথান কোল্টার-নিল (৭) স্টুয়ার্ট ব্রড (৪)

দলের সদস্য সম্পাদনা

২১ ডিসেম্বর, ২০১৩ তারিখে আকস্মিকভাবে গ্রেম সোয়ান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।[১] সোয়ানের অবসরের দুইদিন পর লেগ-স্পিনার স্কট বর্থউইক এবং অফ-স্পিনার জেমস ট্রেডওয়েলকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।[২]

টেস্ট[৩] ওডিআই[৩] টি২০আই[৩]
  অস্ট্রেলিয়া[৪]   ইংল্যান্ড[৫]   অস্ট্রেলিয়া[৬]   ইংল্যান্ড[৭]   অস্ট্রেলিয়া[৮]   ইংল্যান্ড[৯]

± পরে যোগদান

প্রস্তুতিমূলক খেলা সম্পাদনা

প্রথম-শ্রেণীর ক্রিকেট: ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া চেয়ারম্যান একাদশ ব ইংল্যান্ড সম্পাদনা

৩১ অক্টোবর - ২ নভেম্বর ২০১৩
স্কোরকার্ড
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া চেয়ারম্যান একাদশ
৫/৪৫১ডিঃ (১০৮ ওভার)
ক্রিস লিন ১০৪ (১২৪)
জো রুট ১/৩২ (১১ ওভার)
৩৯১ (১০১.৫ ওভার)
ইয়ান বেল ১১৫ (১৬৫)
জিম অ্যালেনবি ৪/৫৮ (২২.৫ ওভার)
৫/১৬৮ (৩৯ ওভার)
মিচেল মার্শ ৬২ (৭৪)
বয়েড র‌্যাঙ্কিন ২/৩৪ (৯ ওভার)
ম্যাচ ড্র
ওয়াকা গ্রাউন্ড, পার্থ
আম্পায়ার: মিক মার্টেল (অস্ট্রেলিয়া) ও পল উইলসন (অস্ট্রেলিয়া)
  • ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া চেয়ারম্যান একাদশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

প্রথম-শ্রেণীর ক্রিকেট: অস্ট্রেলিয়া এ ব ইংল্যান্ড একাদশ সম্পাদনা

৬-৯ নভেম্বর ২০১৩
স্কোরকার্ড
৪৩০/৭ডিঃ (১২৮ ওভার)
অ্যালাস্টেয়ার কুক ১৫৪ (২৭২)
বেন কাটিং ২/৭৫ (৩০ ওভার)
১১৯/৩ (৩১ ওভার)
অ্যালেক্স ডুলান ৩১ (৩৫)
জেমস অ্যান্ডারসন ২/২০ (৭ ওভার)
ম্যাচ ড্র
বেলেরিভ ওভাল, হোবার্ট
আম্পায়ার: সাইমন ফ্রাই (অস্ট্রেলিয়া) ও পল উইলসন (অস্ট্রেলিয়া)
  • ইংল্যান্ড একাদশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
  • বৃষ্টিজনিত কারণে ২য় ও ৩য় দিন খেলা সম্ভব হয়নি।

প্রথম-শ্রেণীর ক্রিকেট: ক্রিকেট অস্ট্রেলিয়া আমন্ত্রিত একাদশ ব ইংল্যান্ড একাদশ সম্পাদনা

১৩-১৬ নভেম্বর ২০১৩
স্কোরকার্ড
ক্রিকেট অস্ট্রেলিয়া আমন্ত্রিত একাদশ
৩০৪ (১০৩.৪ ওভার)
রায়ান কার্টারস ৯৪ (২০০)
স্টিভেন ফিন ৫/১০৩ (২৮.৪ ওভার)
৪১৮ (১০২.৫ ওভার)
জোনাথন ট্রট ৮৩ (১০৫)
জেমস মুইরহেড ৪/১১৫ (২২.৫ ওভার)
২৬১ (৮৮.৫ ওভার)
অ্যারন ফিঞ্চ ৫৯ (৬০)
বয়েড র‌্যাঙ্কিন ৩/৪৬ (২১ ওভার)
৩/১৫১ (৩৮.৪ ওভার)
মাইকেল কারবেরি ৫০ (৭১)
জেমস মুইরহেড ২/৬৬ (১৪ ওভার)
ইংল্যান্ড একাদশ ৭ উইকেটে বিজয়ী
সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি
আম্পায়ার: সিমন ফ্রাই (অস্ট্রেলিয়া) ও মিক মার্টেল (অস্ট্রেলিয়া)
  • ইংল্যান্ড একাদশ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

দুই-দিনের ক্রিকেট: ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যান একাদশ ব ইংল্যান্ড একাদশ সম্পাদনা

২৯-৩০ নভেম্বর ২০১৩
স্কোরকার্ড
ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যান একাদশ
২১২/৭ডি (৭৮ ওভার)
গ্যারি ব্যালেন্স ৫৫ (১৩৪)
সিমন ম্যাককিন ২/৩২ (১৬ ওভার)
২৫৪/৮ডি (৮৪.৫ ওভার)
মার্কাস হ্যারিস ৪৯ (৮২)
গ্রেম সোয়ান ৪/৫৬ (২৩ ওভার)
১/৪৭ (১৬ ওভার)
মাইকেল কারবেরি ৩৭* (৪৩)
সিমন ম্যাককিন ১/৩ (৫ ওভার)
  • ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যান একাদশ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৫০-ওভারের খেলা: প্রধানমন্ত্রী একাদশ ব ইংল্যান্ড একাদশ সম্পাদনা

টেস্ট সিরিজ সম্পাদনা

১ম টেস্ট সম্পাদনা

২১-২৫ নভেম্বর
স্কোরকার্ড
২৯৫ (৯৭.১ ওভার)
ব্রাড হাড্ডিন ৯৪ (১৫৩)
স্টুয়ার্ট ব্রড ৬/৮১ (২৪ ওভার)
১৩৬ (৫২.৪ ওভার)
মাইকেল কারবেরি ৪০ (১১৩)
মিচেল জনসন ৪/৬১ (১৭ ওভার)
৪০১/৭ডি (৯৪ ওভার)
ডেভিড ওয়ার্নার ১২৪ (১৫৪)
ক্রিস ট্রিমলেট ৩/৬৯ (১৭ ওভার)
১৭৯ (৮১.১ ওভার)
অ্যালাস্টেয়ার কুক ৬৫ (১৯৫)
মিচেল জনসন ৫/৪২ (২১.১ ওভার)
অস্ট্রেলিয়া ৩৮১ রানে বিজয়ী
গাব্বা, ব্রিসবেন
আম্পায়ার: আলীম দার (পাকিস্তান) ও কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: মিচেল জনসন (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • অস্ট্রেলিয়ার জর্জ বেইলি’র টেস্ট অভিষেক ঘটে।
  • ইংল্যান্ডের পক্ষে কেভিন পিটারসন নিজস্ব শততম টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেন।
  • অস্ট্রেলিয়ার পক্ষে ব্র্যাড হাড্ডিন তার ৫০তম টেস্টে অংশগ্রহণ করেন।

২য় টেস্ট সম্পাদনা

৫-৯ ডিসেম্বর ২০১৩
স্কোরকার্ড
৫৭০/৯ডিঃ (১৫৮ ওভার)
মাইকেল ক্লার্ক ১৪৮ (২৪৩)
স্টুয়ার্ট ব্রড ৩/৯৮ (৩০ ওভার)
১৭২ (৬৮.২ ওভার)
ইয়ান বেল ৭২* (১০৬)
মিচেল জনসন ৭/৪০ (১৭.২ ওভার)
১৩২/৩ডিঃ (৩৯ ওভার)
ডেভিড ওয়ার্নার ৮৩* (১১৭)
জেমস অ্যান্ডারসন ২/১৯ (৭ ওভার)
৩১২ (১০১.৪ ওভার)
জো রুট ৮৭ (১৯৪)
পিটার সিডল ৪/৫৭ (১৯ ওভার)
অস্ট্রেলিয়া ২১৮ রানে বিজয়ী
অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: মিচেল জনসন (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ১ম দিনে বৃষ্টির কারণে লাঞ্চের পূর্বে ১৪.২ ওভার খেলা সম্ভব হয়; পরবর্তীতে দিনের শেষভাগে তা পুষিয়ে নেয়া হয়।
  • ইংল্যান্ডের পক্ষে বেন স্টোকসের টেস্ট অভিষেক ঘটে।

৩য় টেস্ট সম্পাদনা

১৩-১৭ ডিসেম্বর ২০১৩
স্কোরকার্ড
৩৮৫ (১০৩.৩ ওভার)
স্টিভ স্মিথ ১১১ (২০৮)
স্টুয়ার্ট ব্রড ৩/১০০ (২২ ওভার)
২৫১ (৮৮ ওভার)
অ্যালাস্টেয়ার কুক ৭২ (১৫৩)
পিটার সিডল ৩/৩৬ (১৬ ওভার)
৩৬৯/৬ডিঃ (৮৭ ওভার)
ডেভিড ওয়ার্নার ১১২ (১৪০)
টিম ব্রেসনান ২/৫৩ (১৪ ওভার)
৩৫৩ (১০৩.২ ওভার)
বেন স্টোকস ১২০ (১৯৫)
মিচেল জনসন ৪/৭৮ (২৫.২ ওভার)
অস্ট্রেলিয়া ১৫০ রানে বিজয়ী
ওয়াকা গ্রাউন্ড, পার্থ
আম্পায়ার: বিলি বাউডেন (নিউজিল্যান্ড) ও মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)

৪র্থ টেস্ট সম্পাদনা

২৬-৩০ ডিসেম্বর ২০১৩
স্কোরকার্ড
২৫৫ (১০০ ওভার)
কেভিন পিটারসন ৭১ (১৬১)
মিচেল জনসন ৫/৬৩ (২৪ ওভার)
২০৪ (৮২.২ ওভার)
ব্র্যাড হাড্ডিন ৬৫ (৬৮)
জেমস অ্যান্ডারসন ৪/৬৭ (২০.২ ওভার)
১৭৯ (৬১ ওভার)
অ্যালাস্টেয়ার কুক ৫১ (৯১)
নাথান লায়ন ৫/৫০ (১৭ ওভার)
২৩১/২ (৫১.৫ ওভার)
ক্রিস রজার্স ১১৬ (১৫৫)
মন্টি প্যানেসার ১/৪৩ (৭.৫ ওভার)
অস্ট্রেলিয়া ৮ উইকেটে বিজয়ী
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন
আম্পায়ার: আলীম দার (পাকিস্তান) ও কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: মিচেল জনসন (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মন্টি প্যানেসার (ইংল্যান্ড),[১০] শেন ওয়াটসনপিটার সিডল (উভয়ে অস্ট্রেলিয়া) ৫০তম টেস্টে অংশগ্রহণ করেন।
  • প্রথম দিন ৯১,০৯২ জন দর্শক মাঠে উপস্থিত হন যা যে-কোন টেস্ট ম্যাচের জন্য নতুন বিশ্বরেকর্ড।[১১]

৫ম টেস্ট সম্পাদনা

৩-৭ জানুয়ারি ২০১৪
স্কোরকার্ড
৩২৬ (৭৬ ওভার)
স্টিভ স্মিথ ১১৫ (১৫৪)
বেন স্টোকস ৬/৯৯ (১৯.৫ ওভার)
১৫৫ (৫৮.৫ ওভার)
বেন স্টোকস ৪৭ (১০১)
পিটার সিডল ৩/২৩ (১৩ ওভার)
২৭৬ (৬১.৩ ওভার)
ক্রিস রজার্স ১১৯ (১৬৯)
স্কট বর্থউইক ৩/৩৩ (৬ ওভার)
১৬৬ (৩১.৪ ওভার)
মাইকেল কারবেরি ৪৩ (৬৩)
রায়ান হ্যারিস ৫/২৫ (৯.৪ ওভার)
অস্ট্রেলিয়া ২৮১ রানে বিজয়ী
সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি
আম্পায়ার: আলীম দার (পাকিস্তান) ও মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: রায়ান হ্যারিস (অস্ট্রেলিয়া)

পরিসংখ্যান সম্পাদনা

ব্যাটিং সম্পাদনা

সর্বাধিক রান[১২]
খেলোয়াড়ের নাম খেলার সংখ্যা রান গড় সর্বোচ্চ রান
  ডেভিড ওয়ার্নার ৫২৩ ৫৮.১১ ১২৪
  ব্র্যাড হাড্ডিন ৪৯৩ ৬১.৬২ ১১৮
  ক্রিস রজার্স ৪৬৩ ৪৬.৩০ ১১৯
  মাইকেল ক্লার্ক ৩৬৩ ৪০.৩৩ ১৪৮
  শেন ওয়াটসন ৩৪৫ ৩৮.৩৩ ১০৩

বোলিং সম্পাদনা

সর্বাধিক উইকেট[১৩]
খেলোয়াড়ের নাম খেলার সংখ্যা উইকেট প্রদেয় রান গড় সেরা বোলিং
  মিচেল জনসন ৩৭ ৫১৭ ১৩.৯৭ ৭/৪০
  রায়ান হ্যারিস ২২ ৪২৫ ১৯.৩১ ৫/২৫
  স্টুয়ার্ট ব্রড ২১ ৫৭৮ ২৭.৫২ ৬/৮১
  নাথান লায়ন ১৯ ৫৫৮ ২৯.৩৬ ৫/৫০
  পিটার সিডল ১৬ ৩৮৬ ২৪.১২ ৪/৫৭

অর্জনসমূহ সম্পাদনা

অস্ট্রেলিয়া
ইংল্যান্ড

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

১২ জানুয়ারি ২০১৪
১৪:২০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড  
২৬৯/৭ (৫০ ওভার)
  অস্ট্রেলিয়া
২৭০/৪ (৪৫.৪ ওভার)
আরন ফিঞ্চ ১২১ (১২৮)
জো রুট ১/১১ (২ ওভার)
অস্ট্রেলিয়া ৬ উইকেটে বিজয়ী
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন
আম্পায়ার: সাইমন ফ্রাই (অস্ট্রেলিয়া) ও র‌্যানমোর মার্টিনেজ (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: আরন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)
  • ইংল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২য় ওডিআই সম্পাদনা

১৭ জানুয়ারি ২০১৪
১৩:২০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড  
৩০০/৮ (৫০ ওভার)
  অস্ট্রেলিয়া
৩০১/৯ (৪৯.৩ ওভার)
জেমস ফকনার ৬৯* (৪৭)
জো রুট ২/৪৬ (৯ ওভার)
অস্ট্রেলিয়া ১ উইকেটে বিজয়ী
গাব্বা, ব্রিসবেন
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও জন ওয়ার্ড (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: জেমস ফকনার (অস্ট্রেলিয়া)
  • ইংল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই সম্পাদনা

১৯ জানুয়ারি ২০১৪
১৩:২০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড  
২৪৩/৯ (৫০ ওভার)
  অস্ট্রেলিয়া
২৪৪/৩ (৪০ ওভার)
অস্ট্রেলিয়া ৭ উইকেটে বিজয়ী
সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি
আম্পায়ার: সিমন ফ্রাই (অস্ট্রেলিয়া) ও র‌্যানমোর মার্টিনেজ (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
  • ইংল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৪র্থ ওডিআই সম্পাদনা

২৪ জানুয়ারি ২০১৪
১৩:৪০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড  
৩১৬/৮ (৫০ ওভার)
  অস্ট্রেলিয়া
২৫৯ (৪৭.৪ ওভার)
জস বাটলার ৭১ (৪৩)
জেমস ফকনার ৪/৬৭ (১০ ওভার)
আরন ফিঞ্চ ১০৮ (১১১)
বেন স্টোকস ৪/৩৯ (৯ ওভার)
ইংল্যান্ড ৫৭ রানে বিজয়ী
ওয়াকা গ্রাউন্ড, পার্থ
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও জন ওয়ার্ড (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: বেন স্টোকস (ইংল্যান্ড)
  • অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৫ম ওডিআই সম্পাদনা

২৬ জানুয়ারি ২০১৪
১৩:৫০ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
২১৭/৯ (৫০ ওভার)
  ইংল্যান্ড
২১২ (৪৯.৪ ওভার)
জর্জ বেইলি ৫৬ (৭৪)
স্টুয়ার্ট ব্রড ৩/৩১ (১০ ওভার)
জো রুট ৫৫ (৮৬)
নাথান কোল্টার-নিল ৩/৩৪ (১০ ওভার)
অস্ট্রেলিয়া ৫ রানে বিজয়ী
অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
আম্পায়ার: সিমন ফ্রাই (অস্ট্রেলিয়া) ও র‌্যানমোর মার্টিনেজ (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: জেমস ফকনার (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

পরিসংখ্যান সম্পাদনা

ব্যাটিং সম্পাদনা

সর্বাধিক রান[১৯]
খেলোয়াড়ের নাম খেলার সংখ্যা রান গড় সর্বোচ্চ রান
  ইয়ন মর্গ্যান ২৮২ ৫৬.৪০ ১০৬
  আরন ফিঞ্চ ২৫৮ ৫১.৬০ ১২১
  ইয়ান বেল ২০৭ ৪১.৪০ ৬৮
  শন মার্শ ১৭৭ ৫৯.০০ ৭১*
  জস বাটলার ১৬৩ ৪০.৭৫ ৭১

বোলিং সম্পাদনা

সর্বাধিক উইকেট[২০]
খেলোয়াড়ের নাম খেলার সংখ্যা উইকেট প্রদেয় রান গড় সেরা বোলিং
  জেমস ফকনার ১১ ২৮০ ৬.০৮ ৪/৬৭
  বেন স্টোকস ১০ ২৪২ ৫.৭৬ ৪/৩৮
  নাথান কোল্টার-নিল ১০ ২৪৯ ৫.০৮ ৩/৩৪
  টিম ব্রেসনান ২৫৮ ৫.৮৮ ৩/৪৫
  ক্লিন্ট ম্যাককে ১৪১ ৪.৮৬ ৩/৩৬

অর্জনসমূহ সম্পাদনা

অস্ট্রেলিয়া
ইংল্যান্ড

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

২৯ জানুয়ারি ২০১৪
১৯:৩৫ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
২১৩/৪ (২০ ওভার)
  ইংল্যান্ড
২০০/৯ (২০ ওভার)
ক্যামেরন হোয়াইট ৭৫ (৪৩)
লুক রাইট ১/১৮ (১ ওভার)
অস্ট্রেলিয়া ১৩ রানে বিজয়ী
বেলেরিভ ওভাল, হোবার্ট
আম্পায়ার: সিমন ফ্রাই (অস্ট্রেলিয়া) ও জন ওয়ার্ড (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্যামেরন হোয়াইট (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • অস্ট্রেলিয়ার পক্ষে ক্রিস লিনজেমস মুইরহেডের টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে।

২য় টি২০আই সম্পাদনা

৩১ জানুয়ারি ২০১৪
১৯:৩৫ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড  
১৩০/৯ (২০ ওভার)
  অস্ট্রেলিয়া
১৩১/২ (১৪.৫ ওভার)
জস বাটলার ২২ (২৭)
জোশ হ্যাজেলউড ৪/৩০ (৪ ওভার)
জর্জ বেইলি ৬০* (২৮)
টিম ব্রেসনান ১/১১ (৩ ওভার)
অস্ট্রেলিয়া ৮ উইকেটে বিজয়ী
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন
আম্পায়ার: জন ওয়ার্ড (অস্ট্রেলিয়া) ও পল উইলসন (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: জোশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া)
  • ইংল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই সম্পাদনা

২ ফেব্রুয়ারি ২০১৪
১৯:৩৫ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
১৯৫/৬ (২০ ওভার)
  ইংল্যান্ড
১১১ (১৭.২ ওভার)
জর্জ বেইলি ৪৯* (৩০)
স্টুয়ার্ট ব্রড ৩/৩০ (৪ ওভার)
অস্ট্রেলিয়া ৮৪ রানে বিজয়ী
স্টেডিয়াম অস্ট্রেলিয়া, সিডনি
আম্পায়ার: সিমন ফ্রাই (অস্ট্রেলিয়া) ও পল উইলসন (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: জর্জ বেইলি (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ইংল্যান্ডের পক্ষে ক্রিস জর্দানের টি২০আই অভিষেক ঘটে।

সম্প্রচার সম্পাদনা

দেশ টিভি সম্প্রচারক
  অস্ট্রেলিয়া নাইন নেটওয়ার্ক[২২]
ফক্স স্পোর্টস
  বাংলাদেশ
  ভারত
স্টার স্পোর্টস ১[২৩]
  পাকিস্তান পিটিভি স্পোর্টস[২৪]
  দক্ষিণ আফ্রিকা
  জিম্বাবুয়ে
সুপারস্পোর্ট[২৩]
  যুক্তরাজ্য
  আয়ারল্যান্ড
স্কাই স্পোর্টস[২৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ashes 2013-14: England bowler Graeme Swann announces he is to retire from international cricket"The Daily Telegraph। ২১ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৩ 
  2. "England call up Scott Borthwick & James Tredwell"। BBC Sport। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৩ 
  3. "England tour of India, 2013/14 / Squads"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৩ 
  4. "Australia v England Test Series, 2013/14: Australia Test Squad"। ESPNcricinfo। ১২ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৩ 
  5. "Australia v England Test Series, 2013/14: England Test Squad"। ESPNcricinfo। ২৩ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৩ 
  6. "Australia v England ODI series 2013/14: Australia One-Day Squad"। ESPNcricinfo। 
  7. "Australia v England ODI series 2013/14: England One-Day Squad"। ESPNcricinfo। 
  8. "Australia v England T20I series 2013/14: Australia T20I Squad"। ESPNcricinfo। 
  9. "Australia v England T20I series 2013/14: England T20I Squad"। ESPNcricinfo। 
  10. Hoult, Nick (২৩ ডিসেম্বর ২০১৩)। "The Ashes 2013-14: England spinner Monty Panesar feared Test career was over"Telegraph.co.uk। Telegraph Media Group। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৩ 
  11. "The Ashes: MCG posts record attendance on day one of Boxing Day Test"। ABC News। ২৬ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৩ 
  12. "Most runs in Ashes"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৩ 
  13. "Most wickets in Ashes"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৩ 
  14. "Watson passes 3,000 Test career runs"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৩ 
  15. "Warner Century contributes to win"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৩ 
  16. "Clarke Century contributes to win"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৩ 
  17. "Clarke, Haddin plump records"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৩ 
  18. "Test matches – Batting records – Most runs off one over"Cricinfo। ESPN। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০০৯ 
  19. "Most runs in ODI Series"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৪ 
  20. "Most wickets in ODI Series"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৪ 
  21. "Finch hundred sets up Australia win Australia v England, 1st ODI, Melbourne"ESPNcricinfo। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৪, ২০১৪ 
  22. Davidson, Darren (২ জুলাই ২০১৩)। "Nine Network to broadcast Ashes on second channel Gem"। The Australian। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৩ 
  23. "Broadcast Partners"। Cricket Australia। ২০১৩। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৩ 
  24. "Australia Vs England Ashes Test Series 2013-14 Schedule"। Cricketwa। ২০১৩। ২০ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৩ 
  25. Martin, Chris (২১ নভেম্বর ২০১৩)। "How to get free live coverage of The Ashes 2013-2014 cricket: England vs Australia"। Tech Advisor। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা