মৌসুম বৎসরের একটি নির্দিষ্ট সময়কাল বা বছরের একটি অংশবিশেষ যখন কোন ধরনের খেলা অনুষ্ঠিত হয়। এ সময়কালে ক্রীড়াজগতে স্থান নির্ধারণ করা হয় কিংবা কোন দলকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যোগ্যতা অর্জন অথবা অংশগ্রহণের জন্য অনুমতি প্রদান করা হয়। এছাড়াও, এ সময়কালে কোন দলের সামগ্রিক ফলাফল ও মানদণ্ড তুলে ধরা হয়। পাশাপাশি কোন খেলোয়াড়ের ব্যক্তিগত ক্রীড়াশৈলী উপস্থাপন অথবা দলের ক্রীড়া মৌসুমের সাথে অন্য মৌসুমের তুলনামূলক চিত্র উপস্থাপন করা হয়। উদাহরণস্বরূপ: ২০১৩-১৪ মৌসুমে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ও প্রতিযোগিতা সেপ্টেম্বর, ২০১৩ থেকে মার্চ, ২০১৪ সাল পর্যন্ত চলবে।[১]

ক্রিকেট মৌসুম সাধারণতঃ গ্রীষ্মকালে অনুষ্ঠিত খেলাগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তারপরও উত্তর গোলার্ধের দেশগুলোয় পুরো মৌসুমকে (যেমন: ২০১৪ মৌসুম) এবং দক্ষিণ গোলার্ধের দেশগুলোয় দুই বছরের মেয়াদকালে (যেমন: ২০১৪-১৫ মৌসুম) ব্যবহৃত হয়।

মৌসুম চারটি অংশ নিয়ে গঠিত। সেগুলো হলো -

  • প্রাক-মৌসুম - এ সময়ে দলগুলো প্রায়শইঃ প্রদর্শনীমূলক ক্রীড়ায় অংশ নিয়ে থাকে।
  • নিয়মিত মৌসুম - অধিকাংশ খেলাই যখন অনুষ্ঠিত হয়।
  • মৌসুম পরবর্তী (বা যোগ্যতা নির্ধারণ) - মৌসুমের পরবর্তী সময়কালে যখন কোন দল প্রতিযোগিতায় জয়লাভ করে।
  • মৌসুমের বাইরে - কোন মৌসুম শুরুর পূর্বেকার সময়। এ সময়ে দলগুলো পরবর্তী মৌসুমের জন্য দলকে প্রস্তুত রাখে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. ""Future Tours Programme"" (পিডিএফ)। ১২ জানুয়ারি ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৪ 

আরও দেখুন সম্পাদনা