জেমস মুইরহেড

অস্ট্রেলীয় ক্রিকেটার

জেমস ম্যাথু মুইরহেড (জন্ম: ৩০ জুলাই, ১৯৯৩) ভিক্টোরিয়া প্রদেশের মেলবোর্নে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার উদীয়মান ক্রিকেটারঅস্ট্রেলিয়া ক্রিকেট দলে খেলার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ভিক্টোরিয়াপার্থ স্কর্চার্সে খেলছেন। এছাড়াও, অ্যাডিলেড স্ট্রাইকার্সমেলবোর্ন স্টার্স দলে খেলেছেন। আল্টোনা থেকে আগত জেমস মুইরহেড একজন লেগ স্পিনার। খেলোয়াড়ী জীবনের শুরুতেই তিনি বিতর্কে জড়িয়ে পড়েন। ভিক্টোরিয়া দলের অগোচরেই সাউথ অস্ট্রেলিয়া দলের সাথে চুক্তিবদ্ধতার দরুন দলকে AUD১৫,০০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা দিতে হয়।[]

জেমস মুইরহেড
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
জেমস ম্যাথু মুইরহেড
জন্ম (1993-07-30) ৩০ জুলাই ১৯৯৩ (বয়স ৩১)
মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
ডাকনামজিম
উচ্চতা১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি লেগ ব্রেক
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টি২০আই অভিষেক
(ক্যাপ ৬৭)
২৯ জানুয়ারি ২০১৪ বনাম ইংল্যান্ড
শেষ টি২০আই২ ফেব্রুয়ারি ২০১৪ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১২-বর্তমানভিক্টোরিয়া
২০১২অ্যাডিলেড স্ট্রাইকার্স
২০১৩-২০১৪মেলবোর্ন স্টার্স
২০১৪-বর্তমানপার্থ স্কর্চার্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টি২০আই এফসি টি২০
ম্যাচ সংখ্যা ১২
রানের সংখ্যা ২৬ ১৫
ব্যাটিং গড় ৪.০০ ১৩.০০ ৭.৫০
১০০/৫০ ০/০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ১৪*
বল করেছে ৯০ ৪৪৯ ২১০
উইকেট ১৫
বোলিং গড় ১৮.১৬ ৪৩.৫০ ১৭.০৬
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ২/১৩ ৪/১১৫ ৩/২৫
ক্যাচ/স্ট্যাম্পিং ৩/– ০/– ৭/–
উৎস: ক্রিকেটআর্কাইভ, ১৩ ডিসেম্বর ২০১৪

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

২০১৩ সালের জানুয়ারিতে ভিক্টোরিয়ার পক্ষে ও সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে তার অভিষেক ঘটে।[] এছাড়াও তিনি অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। এছাড়াও তিনি ক্রিকেট অস্ট্রেলিয়া আমন্ত্রিত একাদশে প্রতিনিধিত্ব করেন ও ২০১৩ সালের অ্যাশেজ সিরিজে আগত অস্ট্রেলিয়ায় সফরকারী ইংল্যান্ড দলের মোকাবেলা করেন।[]

২৯ জানুয়ারি, ২০১৪ তারিখে হোবার্টের বেলেরিভ ওভালে অনুষ্ঠিত টুয়েন্টি২০ আন্তর্জাতিকে ইংল্যান্ড দলের বিপক্ষে তার অভিষেক হয়। খেলায় তিনি ৪ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে ১ উইকেট লাভ করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "South Australia fined over Muirhead talks"। ESPN CricInfo। মে ৯, ২০১৩। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৩ 
  2. "Player Profile: James Muirhead"। ESPN CricInfo। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৩ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা