অ্যালেক্স ডুলান

অস্ট্রেলীয় ক্রিকেটার

অ্যালেক্স ডুলান (ইংরেজি: Alex Doolan; জন্ম: ২৯ নভেম্বর, ১৯৮৫) তাসমানিয়া প্রদেশের লন্সেসটন এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে তিনি তাসমানিয়ামেলবোর্ন রেনেগেডস দলের হয়ে খেলছেন। ক্লাব পর্যায়ে তিনি সাউথ হোবার্ট/স্ট্যান্ডি বে ক্রিকেট ক্লাবের অন্যতম সদস্য। তাসমানিয়া দলের হয়ে উত্তরোত্তর কৃতিত্ব প্রদর্শন করায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আঘাতপ্রাপ্ত খেলোয়াড়দের বিপরীতে তার অংশগ্রহণের সম্ভাবনা বেশ বেড়ে যায়।

অ্যালেক্স ডুলান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামআলেকজান্ডার জেমস ডুলান
জন্ম (1985-11-29) ২৯ নভেম্বর ১৯৮৫ (বয়স ৩৮)
লন্সেসটন, তাসমানিয়া, অস্ট্রেলিয়া
ডাকনামডুলস
উচ্চতা১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
ব্যাটিংয়ের ধরনডানহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাব্যাটসম্যান, মাঝেমাঝে উইকেট-কিপার
সম্পর্কবিআর ডুলান (বাবা)
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৮–বর্তমানতাসমানিয়া
২০১২–বর্তমানমেলবোর্ন রেনেগেডস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ৩৬
রানের সংখ্যা ২,২৬৯ ১৩২ ১০০
ব্যাটিং গড় ৩৯.১২ ২৬.৪০ ১১.১১
১০০/৫০ ৫/১২ ০/০ ০/০
সর্বোচ্চ রান ১৬১* ৪৮ ৩০
ক্যাচ/স্ট্যাম্পিং ১৮/- ৫/– ৯/-
উৎস: CricketArchive, ২৩ নভেম্বর ২০১২

২৯ ডিসেম্বর, ২০১৩ তারিখে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ঘোষণা করে যে, যদি অল-রাউন্ডার শেন ওয়াটসনের আঘাত সেড়ে না যায়, তাহলে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সফরকারী ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে অ্যাশেজ সিরিজের ৫ম ও সর্বশেষ টেস্টে ডুলান তার স্থলাভিষিক্ত হবেন। অবশেষে, ১২ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফরের ১ম টেস্টে তার টেস্ট অভিষেক ঘটে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা