ক্রিস লিন

অস্ট্রেলীয় ক্রিকেটার

ক্রিস্টোফার অস্টিন লিন (ইংরেজি: Christopher Austin Lynn) (জন্ম: ১০ এপ্রিল ১৯৯০) হলেনে একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। লিন একজন ডান হাতি মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ভারতীয় প্রিমিয়ার লীগে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলছেন । তিনি অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট প্রতিযোগীতায় কুইন্সল্যান্ড বালস এর হয়ে খেলেন।

ক্রিস লিন
২০১৪ সালে ক্রিস লিন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামক্রিস্টোফার অস্টিন লিন
জন্ম (1990-04-10) ১০ এপ্রিল ১৯৯০ (বয়স ৩৪)
ব্রিসবেন, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনডান হাতি
বোলিংয়ের ধরনবাহাতি অর্থডক্স স্পিন
ভূমিকাব্যাটসম্যান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১০কুইন্সল্যান্ড
২০১১ডেকান চারজাস
২০১১–বর্তমানব্রিসবেন হিটস
২০১৪–বর্তমানকলকাতা নাইট রাইডার্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ২৬ ২৯ ২৯
রানের সংখ্যা ১৬৮৭ ৮০২ ৫৮৫
ব্যাটিং গড় ৪৩.২৫ ৩২.০৮ ২৭.৮৫
১০০/৫০ ৪/৭ ০/৬ ০/৪
সর্বোচ্চ রান ১৭২ ৯৮ ৮১
বল করেছে ৮৪ ৬৯ ৭৮
উইকেট
বোলিং গড় ৪৫.০০ ৩১.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a n/a
সেরা বোলিং ১/৩ ২/১৫
ক্যাচ/স্ট্যাম্পিং ১৯/- ১২/- ০/-
উৎস: ক্রিকইনফো, ৭ জানুয়ারী ২০১৪

প্রাথমিক জীবন সম্পাদনা

তিনি ব্রিসবনের কুইন্সল্যান্ড শহরে জন্মগ্রহণ করেন এবং সেন্ট জোসেফ এর নাডগি কলেজে খেলাধুলায় কুইন্সল্যান্ড একাডেমী অংশগ্রহণ করেন।

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

লিন কুইন্সল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন এবং মার্চ ২০১০ সালে গাব্বায় সাউথ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯ বছর বয়েসে তার প্রথম শ্রেণীর অভিয়েক ঘটে।[১] এক সপ্তাহ পরে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি দ্বিতীয় ইনিংসে ১৩৯ রান করেন এবং কার্যকরভাবে পরাজয়ের থেকে কুইন্সল্যান্ড সংরক্ষিত করেন।।[২] তিনি ভারতীয় প্রিমিয়ার লীগে কলকাতা নাইট রাইডার্স এবং বিগ ব্যাশ লিগে ব্রিসবন হিট এর হয়ে খেলছেন।[৩]

তিনি আপিএল-৭ এর আসন্ন সিজনের জন্য ২০০,০০০ মার্কিন ডলারের বিনিমিয়ে কলকাতা নাইট রাইডার্স দলের জন্য তাকে নিলামে কিনে নেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Queensland v South Australia at Brisbane, Mar 3–6, 2010"Cricket ScorecardESPNcricinfo। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৪ 
  2. "Lynn stands up for struggling Queensland"। ESPNcricinfo। ১১ মার্চ ২০১০। 
  3. "Chris Lynn"Cricket Players and Officials। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা