হাটহাজারী উপজেলা
হাটহাজারী বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি চট্টগ্রাম শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। পশ্চিমে পাহাড় দ্বারা বেষ্টিত এই উপজেলার মধ্য দিয়ে হালদা নদী প্রবহমান। উত্তর চট্টগ্রামের প্রবেশদ্বার নামে পরিচিত এই উপজেলাটি চট্টগ্রাম জেলার সাথে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পার্বত্য জেলাকে সংযুক্ত করেছে। শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ হাটহাজারী চট্টগ্রামের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপজেলা।
হাটহাজারী | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে হাটহাজারী উপজেলা | |
স্থানাঙ্ক: ২২°৩১′ উত্তর ৯১°৪৮′ পূর্ব / ২২.৫১৭° উত্তর ৯১.৮০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
প্রতিষ্ঠাকাল | ১৯২৯ |
সংসদীয় আসন | চট্টগ্রাম-৫ (২৮২ নং আসন) |
সরকার | |
• সংসদ সদস্য | পদশূন্য |
• উপজেলা চেয়ারম্যান | পদশূন্য [১] |
আয়তন | |
• মোট | ২৪৬.৩২ বর্গকিমি (৯৫.১০ বর্গমাইল) |
জনসংখ্যা (ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২) | |
• মোট | ৪,৯৮,১৭৯ |
• জনঘনত্ব | ২,০০০/বর্গকিমি (৫,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৮৬.২৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৩০ |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ১৫ ৩৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাহাটহাজারী উপজেলার মোট আয়তন ২৪৬.৩২ বর্গ কিলোমিটার (৬০,৮৬৭ একর)।[২]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনাবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী হাটহাজারী উপজেলার মোট জনসংখ্যা ৪,৯৮,১৭৯ জন। এর মধ্যে পুরুষ ২,৪২,৩৮৩ জন এবং মহিলা ২,৫৫,৭৯৬ জন। মোট পরিবার ১,০৯,৯৭৩ টি। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ২,০০০ জন। জনসংখ্যা বৃদ্ধির হার ১.৪০%। মোট ভোটার সংখ্যা ২,৬৯,২৬১ জন; যার মধ্যে পুরুষ ১,৩৫,৫৫৯ জন ও মহিলা ১,৩৩,৭০২ জন। মোট জনসংখ্যার ৯০% লোক মুসলিম, ৯% হিন্দু এবং ১% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী।[৩]
অবস্থান ও আয়তন
সম্পাদনাচট্টগ্রাম জেলা সদর থেকে ১৫ কিলোমিটার উত্তরে, ২২°২৪´ থেকে ২২°৩৮´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪১´ থেকে ৯১°৫৪´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে হাটহাজারী উপজেলার অবস্থান।[৪] এর পশ্চিমে দীর্ঘ পাহাড়ের সারি ও পূর্বে হালদা নদী বহমান। এ উপজেলার উত্তরে ফটিকছড়ি উপজেলা, দক্ষিণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বায়েজিদ থানা ও চান্দগাঁও থানা, পূর্বে রাউজান উপজেলা, পশ্চিমে সীতাকুণ্ড উপজেলা।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাহাটহাজারী থানা গঠিত হয় ১৯২৯ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।[৪] হাটহাজারী উপজেলায় ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন রয়েছে। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড এ উপজেলার আওতাভুক্ত। সম্পূর্ণ হাটহাজারী উপজেলার প্রশাসনিক কার্যক্রম হাটহাজারী মডেল থানার আওতাধীন।
- ১নং ফরহাদাবাদ
- ২নং ধলই
- ৩নং মির্জাপুর
- ৪নং গুমানমর্দন
- ৫নং নাঙ্গলমোড়া
- ৬নং ছিপাতলী
- ৭নং হাটহাজারী (৭নং হাটহাজারী ইউনিয়নের সম্পূর্ণ অংশ জুড়ে বর্তমানে হাটহাজারী পৌরসভা গঠিত হওয়ায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।)
- ৮নং মেখল
- ৯নং গড়দুয়ারা
- ১০নং উত্তর মাদার্শা
- ১১নং ফতেপুর
- ১২নং চিকনদণ্ডী
- ১৩নং দক্ষিণ মাদার্শা
- ১৪নং শিকারপুর
- ১৫নং বুড়িশ্চর
ইতিহাস ও নামকরণ
সম্পাদনাহাটহাজারী উত্তর চট্টগ্রামের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ উপজেলা। এক ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে হাটহাজারীর নামকরণ করা হয়। এর পূর্ব নাম ছিল আওরঙ্গবাদ। বর্তমান হাটহাজারী, উত্তর রাউজান ও ফটিকছড়ি নিয়ে আওরঙ্গবাদ গঠিত। আওরঙ্গবাদ পরগণায় চট্টগ্রামে মুঘল শাসনাধীন হওয়ার পর থেকেই মসনদধারী প্রথা চালু করে বারজন হাজারীকে অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা ও বহিঃশত্রুর হাত থেকে রক্ষার দায়িত্ব বণ্টন করা হয়েছিল। আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণে তৎকালীন কেন্দ্রীয় সরকার মুর্শিদাবাদের নবাবের আদেশ অমান্য ও অগ্রাহ্য করে হাজারীগণ দায়িত্ব পালনে অবহেলা করতে থাকেন এবং নবাবের বিরুদ্ধাচরণ করেন। চট্টগ্রামে নবাবের প্রতিনিধি মহাসিংহ হাজারীগণের ক্ষমতা খর্ব করতে এক কূটকৌশলের আশ্রয় নিয়ে প্রতারণা করে সীতাকুণ্ডে নবাবের কাঁচারিতে দাওয়াত নিয়ে যান। তিনি বিশ্বাসঘাতকতা করে আটজন হাজারীকে বন্দি করতে সমর্থ হন। বারো জন হাজারীর মধ্যে দক্ষিণ চট্টগ্রামের দুইজন নবাবের বশ্যতা স্বীকার করায় তাদেরকে ছেড়ে দেয়া হয়। বাকি দশজনের মধ্যে আটজনকে বন্দি অবস্থায় মুর্শিদাবাদের নবাবের দরবারে পাঠিয়ে দেয়া হয়। দুইজন হাজারী পালিয়ে প্রাণরক্ষা করেন। মুর্শিদাবাদের নবাব আটজন হাজারীকে লোহার পিঞ্জরে বন্দি করে গঙ্গা নদীতে ডুবিয়ে হত্যার আদেশ দেন। ফলে উত্তর চট্টগ্রামে হাজারীদের ক্ষমতা খর্ব হয়ে পড়ে। বেঁচে যাওয়া হাজারীদের মধ্যে বীরসিংহ হাজারী যে হাট প্রতিষ্ঠা করেন তাকেই আজকের হাটহাজারী বলা হয়। তখন ফার্সি ভাষার প্রচলন ছিল বলে এই হাটটি হাটে হাজারী বা হাটহাজারী নামে পরিচিতি লাভ করে।[৬]
আহসানউল্লাহ চৌধুরী জমিদার বাড়ি (প্রাসাদ) নামে একটি রাজকীয় পরিবার উত্তর চট্টগ্রাম ও হাটহাজারী শাসন করতেন। নবাব হাজী আবদুল মালিক চৌধুরী খান বাহাদুর হাটহাজারীর শেষ জমিদার ছিলেন এবং বর্তমান সংসদ সদস্যও এ পরিবারেরই সদস্য।
শিক্ষা
সম্পাদনাবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুযায়ী হাটহাজারী উপজেলার সাক্ষরতার হার ৮৬.২৮%। উপজেলায় ১টি বিশ্ববিদ্যালয়, ২টি কামিল মাদ্রাসা, ৬টি কলেজ (সহপাঠ), ২টি মহিলা কলেজ, ৪টি ফাজিল মাদ্রাসা, ৫টি আলিম মাদ্রাসা, ৯টি দাখিল মাদ্রাসা, ৩৫টি মাধ্যমিক বিদ্যালয় (সহশিক্ষা), ৮টি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯৬টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২১টি এবতেদায়ী মাদ্রাসা রয়েছে।[৩]
বিশ্ববিদ্যালয়
সম্পাদনাকলেজ
সম্পাদনা- হাটহাজারী সরকারি কলেজ
- কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, হাটহাজারী
- নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজ
- কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ বিশ্ববিদ্যালয় কলেজ
- কাটিরহাট মহিলা কলেজ
- ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ
- ফতেয়াবাদ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
- খন্দকিয়া চিকনদণ্ডী শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ
মাধ্যমিক বিদ্যালয়
সম্পাদনা- হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়
- ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ
- হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয়
- কে এস নজুমিয়া উচ্চ বিদ্যালয়
- আলিপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজ
- কুয়াইশ বুড়িশ্চর সম্মিলনী উচ্চ বিদ্যালয়
- মেখল আদর্শ উচ্চ বিদ্যালয়
- ফজলুল কাদের চৌধুরী আইডিয়াল স্কুল এন্ড কলেজ
- ঈদগাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়
- উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়
- মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়
- মাদার্শা আদর্শ উচ্চ বিদ্যালয়
- মির্জাপুর উচ্চ বিদ্যালয়
- নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়
- ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়
- কাটিরহাট উচ্চ বিদ্যালয়
- এনায়েতপুর উচ্চ বিদ্যালয়
- দক্ষিন মাদার্শা শ্যামা সুন্দরী বহুমুখী উচ্চ বিদ্যালয়
- ফতেপুর আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয়
- মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুল
- ফতেপুর মেহেরনেগা উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা
সম্পাদনা- ছিপাতলী জামেয়া গাউসিয়া মুঈনীয়া মাদ্রাসা
- বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসা
- আল জামিয়াতুল ইসলামিয়া কাছেমুল উলুম চারিয়া
- অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা
- আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল মাদ্রাসা
- আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম
- তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
- মোহাম্মদিয়া হাশেমিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা
- নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল মাদ্রাসা
- ফতেয়াবাদ গাউছিয়া তৈয়্যবিয়া দাখিল মাদ্রাসা
- গাউছিয়া মুনিরীয়া আহমদিয়া আলিম মাদ্রাসা
- ফতেপুর মঞ্জুরুল ইসলাম আলিম মাদ্রাসা
- বটতলী ইসলামিয়া আলিম মাদরাসা
- কাদেরিয়া শাহ আমিনিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা
- হামিদিয়া হোসাইনিয়া রাজ্জাকিয়া দাখিল মাদরাসা
- লালিয়ারহাট হোসাইনিয়া সিনিয়র মাদরাসা
- মির্জাপুর জয়নুল উলুম আলিম মাদ্রাসা
- হযরত আকবর শাহ (রহঃ) সুন্নিয়া দাখিল মাদরাসা
স্বাস্থ্য
সম্পাদনাহাটহাজারী উপজেলায় ১টি হাসপাতাল, ১টি উপজেলা স্বাস্থ্য কমপেক্স, ৫টি ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি সেন্টার, ৮টি পরিবার স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র, ১টি মাতৃকল্যাণ কেন্দ্র ও ২৩টি ক্লিনিক রয়েছে।[৪]
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাহাটহাজারী উপজেলায় যোগাযোগের প্রধান সড়ক ২টি হল চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক ও চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক। এছাড়া এ উপজেলায় ১৪৫ কিলোমিটার পাকারাস্তা, ৫৪৩ কিলোমিটার কাঁচারাস্তা, ৩১ কিলোমিটার রেলপথ ও ১৪ নটিক্যাল মাইল নৌপথ রয়েছে।[৩]
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাহাটহাজারী উপজেলায় ৪১০টি মসজিদ, ৪০টি মন্দির ও ১৫টি প্যাগোডা রয়েছে।[৪] এর মধ্যে উল্লেখযোগ্য হলঃ
- নশরত শাহের মসজিদ
- হযরত খোশাল শাহ জামে মসজিদ
- ফকির মসজিদ
- মির্জাপুর কেন্দ্রীয় ঈদগাহ
- আব্বাছ তালুকদার বাড়ী জামে মসজিদ
- বাহার মোহাম্মদ তালুকদার জামে মসজিদ
- চৌধুরী বাড়ি জামে মসজিদ
- রহমত ঘোনা জামে মসজিদ
- মন্দাকিনি শিব মন্দির
- গিরিধারী সেবাশ্রম
- বিশ্বশান্তি প্যাগোডা বিহার
- লোকনাথ সেবাশ্রম
- আহমদিয়া রহমানিয়া জামে মসজিদ
- শ্রী শ্রী পুন্ডরীক ধাম
- শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম
- শ্রী শ্রী সীতাকালী বাড়ি
- শ্রী শ্রী রক্ষা কালী মায়ের মন্দির
নদ-নদী
সম্পাদনাহাটহাজারী উপজেলার পূর্ব সীমান্ত দিয়ে বয়ে চলেছে প্রাকৃতিক জিনব্যাংক নামে পরিচিত হালদা নদী।
হাটবাজার ও মেলা
সম্পাদনাহাটহাজারী উপজেলায় মোট ৪৫টি হাটবাজার রয়েছে ও বাৎসরিক ৮টি মেলা বসে।
- উল্লেখযোগ্য হাটবাজার
- হাটহাজারী বাজার
- আমান বাজার
- নাজির হাট
- কাটির হাট
- সরকার হাট
- মিরের হাট
- নন্দীর হাট
- চৌধুরী হাট
- লালিয়ার হাট
- নজুমিয়া হাট
- বদিউল আলম হাট
- লোহারপুল বাজার
- উল্লেখযোগ্য মেলা[৪]
- মন্দাকিনী মেলা (ফরহাদাবাদ)
- মির্জাপুর বৈশাখী মেলা
- চিকনদণ্ডী সূর্যখোলা মেলা
- রুদ্র মেলা
- চৈত্র সংক্রান্তি মেলা
- পৌষ সংক্রান্তি মেলা
- জগন্নাথ দেবের রথযাত্রা মেলা
- কাটিরহাট শাহজাহান শাহ মেলা।
অর্থনীতি
সম্পাদনাব্যাংক
সম্পাদনাহাটহাজারী উপজেলায় অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:
ক্রম নং | ব্যাংকের ধরন | ব্যাংকের নাম | শাখা | ব্যাংকিং পদ্ধতি | ঠিকানা |
---|---|---|---|---|---|
০১ | রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক | অগ্রণী ব্যাংক | কুয়াইশ বুড়িশ্চর শাখা[৭] | সাধারণ | কুয়াইশ শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ, হাটহাজারী |
০২ | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা[৮] | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | |||
০৩ | ফতেয়াবাদ শাখা[৯] | চৌধুরীহাট বাজার, ফতেয়াবাদ | |||
০৪ | মদুনাঘাট শাখা[১০] | মদুনাঘাট বাজার, দক্ষিণ মাদার্শা | |||
০৫ | হাটহাজারী শাখা[১১] | বাস স্টেশন, হাটহাজারী পৌরসভা | |||
০৬ | জনতা ব্যাংক | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা[১২] | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস | ||
০৭ | চৌধুরীহাট শাখা[১৩] | চৌধুরী হাট, ফতেয়াবাদ | |||
০৮ | নাজিরহাট শাখা[১৪] | নাজিরহাট | |||
০৯ | ফয়জিয়া বাজার শাখা[১৫] | রহিমপুর, হাটহাজারী | |||
১০ | বুড়িশ্চর শাখা[১৬] | নজু মিয়া হাট, হাটহাজারী | |||
১১ | সরকার হাট শাখা[১৭] | মির্জাপুর, হাটহাজারী | |||
১২ | হাটহাজারী শাখা[১৮] | হাটহাজারী | |||
১৩ | রূপালী ব্যাংক | এনায়েতপুর শাখা[১৯] | এম জে টাওয়ার (১ম তলা), এনায়েতপুর বাজার, হাটহাজারী | ||
১৪ | নুরালী বাড়ী শাখা[২০] | নেয়ামত আলী সড়ক, হাটহাজারী | |||
১৫ | সোনালী ব্যাংক | সরকার হাট শাখা[২১] | সরকার হাট, হাটহাজারী | ||
১৬ | হাটহাজারী শাখা[২২] | হাটহাজারী, চট্টগ্রাম | |||
১৭ | বেসরকারি বাণিজ্যিক ব্যাংক | আইএফআইসি ব্যাংক | নজু মিয়া হাট শাখা[২৩] | সাধারণ | শেখ মার্কেট, বাসা নং ৫/১, মধ্য বুড়িশ্চর, হাটহাজারী |
১৮ | হাটহাজারী শাখা[২৪] | সিদ্দিক শপিং মল (১ম তলা), চট্টগ্রাম-রাঙ্গামাটি হাইওয়ে, হাটহাজারী, চট্টগ্রাম | |||
১৯ | আমান বাজার উপশাখা[২৫] | এন এস টাওয়ার, চিকনদণ্ডী, হাটহাজারী, চট্টগ্রাম | |||
২০ | কাটিরহাট উপশাখা[২৬] | মোহাম্মদ হোসেন এতিম মার্কেট, পশ্চিম ধলই কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম | |||
২১ | চৌধুরীহাট উপশাখা[২৭] | ইয়েস টাওয়ার, চৌধুরীহাট, চিকনদণ্ডী, হাটহাজারী, চট্টগ্রাম | |||
২২ | মদনহাট উপশাখা[২৮] | আবদুল হক মার্কেট, মদনহাট, ফতেপুর, হাটহাজারী, চট্টগ্রাম | |||
২৩ | মদুনাঘাট উপশাখা[২৯] | মদুনাঘাট, দক্ষিণ মাদার্শা, হাটহাজারী, চট্টগ্রাম | |||
২৪ | সরকারহাট উপশাখা[৩০] | হাসান সেন্টার, সরকারহাট, হাজী সফর আলী সরকার রোড (স্টেশন রোড), দক্ষিণ পাহাড়তলী, হাটহাজারী, চট্টগ্রাম | |||
২৫ | ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক | চৌধুরীহাট শাখা[৩১] | সালমা প্লাজা, চৌধুরীহাট, হাটহাজারী, চট্টগ্রাম | ||
২৬ | মদুনাঘাট শাখা[৩২] | মদুনাঘাট, হাটহাজারী, চট্টগ্রাম | |||
২৭ | হাটহাজারী শাখা[৩৩] | এসএ শপিং কমপ্লেক্স (১ম তলা), ফটিকা, হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম | |||
২৮ | এনায়েতপুর উপশাখা[৩৪] | এম কে চৌধুরী সিটি সেন্টার, এনায়েতপুর, হাটহাজারী, চট্টগ্রাম | |||
২৯ | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপশাখা[৩৫] | মাইজপট্টি, ফতেপুর, হাটহাজারী, চট্টগ্রাম | |||
৩০ | সরকারহাট উপশাখা[৩৬] | গণি শপিং কমপ্লেক্স, মির্জাপুর, হাটহাজারী, চট্টগ্রাম | |||
৩১ | ইস্টার্ন ব্যাংক | হাটহাজারী শাখা[৩৭] | হাজী সুলতান মার্কেট, হাটহাজারী বাস স্ট্যান্ড, চট্টগ্রাম | ||
৩২ | এনআরবি কমার্শিয়াল ব্যাংক | বড় দীঘির পাড় শাখা[৩৮] | হাজী রাজা মিয়া মার্কেট, চিকনদণ্ডী, হাটহাজারী, চট্টগ্রাম | ||
৩৩ | হাটহাজারী শাখা[৩৯] | তাইয়েবা নূর কমপ্লেক্স, বাসা নং ৬০/১, ৩নং ওয়ার্ড, হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম | |||
৩৪ | ফতেয়াবাদ রেজিঃ উপশাখা[৪০] | ফতেয়াবাদ ভূমি রেজিস্ট্রেশন অফিস, ফতেয়াবাদ, চট্টগ্রাম | |||
৩৫ | আল-আরাফাহ ইসলামী ব্যাংক | আমান বাজার শাখা[৪১] | ইসলামী শরিয়াহ্ ভিত্তিক | আমানত শাহ প্লাজা (১ম তলা), আমান বাজার, হাটহাজারী, চট্টগ্রাম | |
৩৬ | হাটহাজারী শাখা[৪২] | ছালামত উল্লাহ ভবন, খাগড়াছড়ি রোড, হাটহাজারী, চট্টগ্রাম | |||
৩৭ | ইউনিয়ন ব্যাংক | নজুমিয়া হাট শাখা[৪৩] | মডার্ন প্লাজা (১ম তলা), কাপ্তাই রোড সংলগ্ন, নজুমিয়া হাট, হাটহাজারী, চট্টগ্রাম | ||
৩৮ | বড়দীঘির পাড় শাখা[৪৪] | মল্লিকা টাওয়ার (১ম তলা), বড়দীঘির পাড়, চিকনদণ্ডী, হাটহাজারী, চট্টগ্রাম | |||
৩৯ | সরকারহাট শাখা[৪৫] | গণি শপিং সেন্টার, সরকারহাট, হাটহাজারী, চট্টগ্রাম | |||
৪০ | হাটহাজারী উপশাখা[৪৬] | মহাজন প্লাজা (২য় তলা), হাটহাজারী বাজার, হাটহাজারী, চট্টগ্রাম | |||
৪১ | ইসলামী ব্যাংক বাংলাদেশ | নজুমিয়া হাট শাখা[৪৭] | আলী শপিং কমপ্লেক্স, কাপ্তাই রোড, নজুমিয়া হাট, হাটহাজারী, চট্টগ্রাম | ||
৪২ | হাটহাজারী শাখা[৪৮] | সোলায়মান বিল্ডিং, হাটহাজারী, চট্টগ্রাম | |||
৪৩ | সরকারহাট উপশাখা[৪৯] | গণি শপিং কমপ্লেক্স, সরকারহাট রোড, মির্জাপুর, হাটহাজারী, চট্টগ্রাম | |||
৪৪ | হালদা উপশাখা[৫০] | মাবিয়া এম্পোরিয়াম, মদুনাঘাট, দক্ষিণ মাদার্শা, হাটহাজারী, চট্টগ্রাম | |||
৪৫ | গ্লোবাল ইসলামী ব্যাংক | ইছাপুর শাখা[৫১] | লায়লা সেন্টার, ইছাপুর, উত্তর মেখল, হাটহাজারী, চট্টগ্রাম | ||
৪৬ | কাটিরহাট উপশাখা[৫২] | শাহজাহান শাহ কমপ্লেক্স, পশ্চিম ধলই, হাটহাজারী, চট্টগ্রাম | |||
৪৭ | হাটহাজারী উপশাখা[৫৩] | জে এম টাওয়ার, হাটহাজারী মেডিকেল গেইট, আলীপুর, হাটহাজারী, চট্টগ্রাম | |||
৪৮ | ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক | কাটিরহাট শাখা[৫৪] | ২নং ধলই ইউনিয়ন পরিষদ ভবন, কাটিরহাট বাজার, হাটহাজারী, চট্টগ্রাম | ||
৪৯ | নজুমিয়া হাট শাখা[৫৫] | নজুমিয়া হাট, নূর আলী বাড়ী, হাটহাজারী, চট্টগ্রাম | |||
৫০ | ফতেয়াবাদ শাখা[৫৬] | এস এন টাওয়ার, চৌধুরীহাট, ফতেয়াবাদ, চট্টগ্রাম | |||
৫১ | হাটহাজারী শাখা[৫৭] | ছিদ্দিক সেন্টার (২য় তলা), হাটহাজারী-ফটিকছড়ি রোড, হাটহাজারী বাজার, চট্টগ্রাম | |||
৫২ | ইছাপুর উপশাখা[৫৮] | আলমাছ সুপার মার্কেট, ফয়জিয়া বাজার, রহিমপুর, চট্টগ্রাম-রাঙ্গামাটি রোড, মেখল, হাটহাজারী, চট্টগ্রাম | |||
৫৩ | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গেইট উপশাখা[৫৯] | হাবিব প্লাজা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গেইট, ফতেপুর, হাটহাজারী, চট্টগ্রাম | |||
৫৪ | চারিয়া বাজার উপশাখা[৬০] | আমিন সেন্টার, চারিয়া, মির্জাপুর, হাটহাজারী, চট্টগ্রাম | |||
৫৫ | শাহ্জালাল ইসলামী ব্যাংক | মদুনাঘাট শাখা[৬১] | আবুল ফারাহ মার্কেট (১ম তলা), মদুনাঘাট বাজার সড়ক, দক্ষিণ মাদার্শা, হাটহাজারী, চট্টগ্রাম |
দর্শনীয় স্থান
সম্পাদনাহাটহাজারী উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৬২]
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- হালদা নদী
- উদালিয়া চা বাগান
- ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা (রহ.) মাজার
- সুলতান নশরত শাহ মাজার ও দীঘি
- ফকির মসজিদ
- সত্য সাহার জমিদার বাড়ি
- হাটহাজারী কৃষি ইনস্টিটিউট
- মন্দাকিনী শিব মন্দির
- মুক্তিযুদ্ধের স্মৃতি ও গণকবর, নাজিরহাট
- নজরুল স্মৃতি
- শ্রী শ্রী নবগ্রহ বাড়ী মন্দির
- ৭১ এর স্মৃতি, নাজিরহাট কলেজ
- ধলই হালদা রিভার ভিউ পয়েন্ট
পত্র-পত্রিকা ও সাময়িকী
সম্পাদনাহাটহাজারী উপজেলা থেকে প্রকাশিত পত্র-পত্রিকা ও সাময়িকীর মধ্যে রয়েছে:[৪]
- সাপ্তাহিক: চট্টগ্রাম দর্পণ (প্রতি মঙ্গলবার)
- দৈনিক:
- হাটহাজারী টাইমস
- হাটহাজারী বার্তা
- ছড়া পত্রিকা:
- মাসিক হাটহাজারী কণ্ঠ
প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ
সম্পাদনাহাটহাজারী উপজেলার প্রাচীন নিদর্শনাদির মধ্যে রয়েছে:[৪]
- রাস্তিখানের মসজিদ (প্রকাশ-আলাউল মসজিদ) (১৪৭৩)
- হাটহাজারী বাজার সংলগ্ন ফকির মসজিদ (১৪৮৫)
- ফতেয়াবাদ ফকির তাকিয়া মসজিদ (১৫০৫)
- অলি খাঁ মসজিদ (১৭১৪-১৯)
- হামজা খাঁ মসজিদ (১৬৮২)
- পাঁচকড়ি চৌধুরি বাড়ি
- লক্ষ্মী সাহার জমিদার বাড়ী
- ফতেয়াবাদ নসরত শাহ মসজিদ (১৫২৫)
- হাটহাজারী বাজারস্থ হাজারী মসজিদ (প্রকাশ-খানসামা মসজিদ)(১৭৫৩)
- ফতেপুর মজলিশে আলা-রাস্তিখানের দীঘি (প্রকাশ-আলাউলের দীঘি)(১৪৭৩)
- সুলতান নশরত শাহ এর দীঘি (প্রকাশ-বড় দীঘি)(১৬৬৭)
- ফতেপুর মজলিশে বিবির দীঘি (১৬৬৭)
- বুড়িশ্চর মইস্যা বিবির দীঘি (১৭৬৪)
- প্রাচীন শিব মন্দির, মির্জাপুর (১৮৭৬)
ঐতিহাসিক ঘটনাবলি
সম্পাদনাব্রিটিশ বিরোধী আন্দোলনে জালালাবাদের যুদ্ধ এক যুগান্তকারী ও গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৮ এপ্রিল ১৯৩০ সালে জালালাবাদ পাহাড়ে বিপ্লবী সূর্য সেনের দলের সঙ্গে ব্রিটিশ বাহিনীর এক লড়াই সংঘটিত হয়। সতের শতকে মালকা বানু ও মনু মিয়ার বিয়ে এ অঞ্চলে স্মরণীয় হয়ে আছে। এ বিয়ের কাহিনী নিয়ে বহু লোকজ ছড়া, কবিতা ও পালা গান রচিত হয়েছে। ১৯৭১ সালে নাজিরহাট বাসস্ট্যান্ড এলাকায় পাকবাহিনী ১১ জন মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করে।[৪][৬৩]
- মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন[৪]
- বধ্যভূমি ১টি
- গণকবর ১টি (নাজিরহাট বাসস্ট্যান্ড)
- স্মৃতিস্তম্ভ ১টি (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সম্মুখে)
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাহাটহাজারী উপজেলার উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[৬৪]
- ড. মুহাম্মদ ইউনূস – নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ
- আলাওল – মধ্যযুগের একজন বাঙালি কবি
- সৈয়দ মুহাম্মদ আজিজুল হক (শেরে বাংলা) – সুফি সাধক, মুফতি, ইসলামি চিন্তাবিদ ও বাংলাদেশের আহলে সুন্নত ওয়াল জামাতের ইমাম
- মাহবুব উল আলম – কথাসাহিত্যিক, সৈনিক এবং ইতিহাসবিদ
- আজিজুল হক আল কাদেরী – ইসলামী ব্যাক্তিত্ব ও শতাধিক গ্রন্থের লেখক
- আবদুল ওয়াহহাব – আধ্যাত্মিক ব্যক্তিত্ব
- হাবিবুল্লাহ কুরাইশি – ইসলামি পণ্ডিত
- অপূর্ব দত্ত – শিক্ষাবিদ
- আনিসুল ইসলাম মাহমুদ – রাজনীতিবিদ।
- ইমন সাহা – সংগীত পরিচালক।
- এম হারুন-অর-রশিদ – বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
- ওহীদুল আলম – লেখক ও সাংবাদিক।
- ড. সৈয়দ আবু তাহের – আর্ন্তজাতিক অভিধানে প্রখ্যাত অধ্যাপক ও পদার্থ বিজ্ঞানী।
- দৌলত উজির বাহরাম খান – মধ্যযুগের কবি।
- মুহাম্মদ ইউনুস – ইসলামি পণ্ডিত।
- মুহাম্মদ ইব্রাহিম – পদার্থবিজ্ঞানী।
- মুহাম্মদ ফয়জুল্লাহ – ইসলামি পণ্ডিত।
- মোহাম্মদ হোসেন – বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
- শ্যামসুন্দর বৈষ্ণব – আঞ্চলিক সংগীত শিল্পী।
- সত্য সাহা – চলচ্চিত্র পরিচালক ও সংগীত পরিচালক।
- এম আব্দুল ওয়াহাব
- সৈয়দ ওয়াহিদুল আলম – রাজনীতিবিদ।
- সুলতান আহমেদ (বীর বিক্রম)
- সৈয়দ মুহাম্মদ ইবরাহিম – বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ।
- ফারুক-ই-আজম – বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা
- আবদুল মজিদ মাস্টার-প্রকাশ মজ্জ বলী
সংসদীয় আসন
সম্পাদনাসংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[৬৫] | সংসদ সদস্য[৬৬][৬৭][৬৮][৬৯][৭০] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৮২ চট্টগ্রাম-৫ | হাটহাজারী উপজেলা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ও ২নং জালালাবাদ ওয়ার্ড | আনিসুল ইসলাম মাহমুদ | জাতীয় পার্টি (এরশাদ) |
- সংসদ সদস্যগণের তালিকা[৭১]
ক্রম নং | নির্বাচন সন | নির্বাচিত সংসদ সদস্য | রাজনৈতিক দল |
---|---|---|---|
১ম | ১৯৭৩ | এম আব্দুল ওয়াহাব | বাংলাদেশ জাতীয় পরিষদের প্রথম নির্বাচিত সংসদ সদস্য |
২য় | ১৯৭৯ | আনিসুল ইসলাম মাহমুদ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
৩য় | ১৯৮৬ | আনিসুল ইসলাম মাহমুদ | জাতীয় পার্টি |
৪র্থ | ১৯৮৮ | আনিসুল ইসলাম মাহমুদ | জাতীয় পার্টি |
৫ম | ১৯৯১ | সৈয়দ ওয়াহিদুল আলম | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
৬ষ্ঠ | ১৯৯৬ (ফেব্রুয়ারি) | সৈয়দ ওয়াহিদুল আলম | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
৭ম | ১৯৯৬ (জুন) | সৈয়দ ওয়াহিদুল আলম | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
৮ম | ২০০১ | সৈয়দ ওয়াহিদুল আলম | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
৯ম | ২০০৮ | আনিসুল ইসলাম মাহমুদ | জাতীয় পার্টি (এরশাদ) |
১০ম | ২০১৪ | আনিসুল ইসলাম মাহমুদ | জাতীয় পার্টি (এরশাদ) |
১১শ | ২০১৮ | আনিসুল ইসলাম মাহমুদ | জাতীয় পার্টি (এরশাদ) |
উপজেলা পরিষদ ও প্রশাসন
সম্পাদনাক্রম নং | পদবী | নাম |
---|---|---|
০১ | উপজেলা চেয়ারম্যান | ইউনুস গণী চৌধুরী [৭২] |
০২ | ভাইস চেয়ারম্যান | আশরাফ উদ্দিন জীবন |
০৩ | মহিলা ভাইস চেয়ারম্যান | বিবি ফাতেমা শিল্পী |
০৪ | উপজেলা নির্বাহী কর্মকর্তা | মো. শাহিদুল আলম |
- উপজেলা চেয়ারম্যানগণের তালিকা[৭৩]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | সৈয়দ ওয়াহিদুল আলম | ১৯৮৫-১৯৯০ |
০২ | মুহাম্মদ নুরুল আমিন | ১৯৯০-১৯৯১ |
০৩ | অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল | ২০০৯-২০১৪ |
০৪ | মাহবুবুল আলম চৌধুরী | ২০১৪-২০১৯ |
০৫ | এস এম রাশেদুল আলম | ২০১৯-২০২৪ |
০৬ | ইউনুস গণী চৌধুরী | ২০২৪-চলমান |
গ্যালারি
সম্পাদনা-
শহীদ স্মৃতিসৌধ
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পৌরসভা মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান অপসারণ"। BBC বাংলা। সংগ্রহের তারিখ ১৯ আগষ্ট ২০২৪।
- ↑ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ গ https://hathazari.chittagong.gov.bd
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ "হাটহাজারী উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "ইউনিয়নসমূহ - হাটহাজারী উপজেলা - হাটহাজারী উপজেলা"। hathazari.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৭।
- ↑ "পটভূমি - হাটহাজারী উপজেলা - হাটহাজারী উপজেলা"। hathazari.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৭।
- ↑ "অগ্রণী ব্যাংক, কুয়াইশ বুড়িশ্চর শাখা"। agranibank.org। অগ্রণী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- ↑ "অগ্রণী ব্যাংক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা"। agranibank.org। অগ্রণী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- ↑ "অগ্রণী ব্যাংক, ফতেয়াবাদ শাখা"। agranibank.org। অগ্রণী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- ↑ "অগ্রণী ব্যাংক, মদুনাঘাট শাখা"। agranibank.org। অগ্রণী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- ↑ "অগ্রণী ব্যাংক, হাটহাজারী শাখা"। agranibank.org। অগ্রণী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- ↑ "জনতা ব্যাংক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা"। jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। Archived from the original on ২৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
- ↑ "জনতা ব্যাংক, চৌধুরীহাট শাখা"। jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। Archived from the original on ২৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
- ↑ "জনতা ব্যাংক, নাজিরহাট শাখা"। jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। Archived from the original on ২৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
- ↑ "জনতা ব্যাংক, ফয়জিয়া বাজার শাখা"। jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। Archived from the original on ২৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
- ↑ "জনতা ব্যাংক, বুড়িশ্চর শাখা"। jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। Archived from the original on ২৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
- ↑ "জনতা ব্যাংক, সরকার হাট শাখা"। jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। Archived from the original on ২৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
- ↑ "জনতা ব্যাংক, হাটহাজারী শাখা"। jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। Archived from the original on ২৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
- ↑ "রূপালী ব্যাংক, এনায়েতপুর শাখা"। rupalibank.org। রূপালী ব্যাংক লিমিটেড। ৩১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২২।
- ↑ "রূপালী ব্যাংক, নুরালী বাড়ী শাখা"। rupalibank.org। রূপালী ব্যাংক লিমিটেড। ৩১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২২।
- ↑ "সোনালী ব্যাংক - সরকার হাট শাখা"। sonalibank.com.bd। সোনালী ব্যাংক লিমিটেড। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২।
- ↑ "সোনালী ব্যাংক - হাটহাজারী শাখা"। sonalibank.com.bd। সোনালী ব্যাংক লিমিটেড। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২।
- ↑ "আইএফআইসি ব্যাংক, নজু মিয়া হাট শাখা"। www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "আইএফআইসি ব্যাংক, হাটহাজারী শাখা"। www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "আইএফআইসি ব্যাংক, আমান বাজার উপশাখা"। www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২২।
- ↑ "আইএফআইসি ব্যাংক, কাটিরহাট উপশাখা"। www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২২।
- ↑ "আইএফআইসি ব্যাংক, চৌধুরীহাট উপশাখা"। www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২২।
- ↑ "আইএফআইসি ব্যাংক, মদনহাট উপশাখা"। www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২২।
- ↑ "আইএফআইসি ব্যাংক, মদুনাঘাট উপশাখা"। www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২২।
- ↑ "আইএফআইসি ব্যাংক, সরকারহাট উপশাখা"। www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২২।
- ↑ "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক - চৌধুরীহাট শাখা"। ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক - মদুনাঘাট শাখা"। ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক - হাটহাজারী শাখা"। ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এনায়েতপুর উপশাখা"। www.ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২।
- ↑ "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপশাখা"। www.ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২।
- ↑ "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সরকারহাট উপশাখা"। www.ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২।
- ↑ "ইস্টার্ন ব্যাংক, হাটহাজারী শাখা"। ebl.com.bd। ইস্টার্ন ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "এনআরবি কমার্শিয়াল ব্যাংক - বড় দীঘির পাড় শাখা"। www.nrbcommercialbank.com। এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২।
- ↑ "এনআরবি কমার্শিয়াল ব্যাংক - হাটহাজারী শাখা"। www.nrbcommercialbank.com। এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২।
- ↑ "এনআরবি কমার্শিয়াল ব্যাংক - ফতেয়াবাদ রেজিঃ উপশাখা"। www.nrbcommercialbank.com। এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২।
- ↑ "আল-আরাফাহ ইসলামী ব্যাংক - আমান বাজার শাখা"। al-arafahbank.com। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। ২২ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২২।
- ↑ "আল-আরাফাহ ইসলামী ব্যাংক - হাটহাজারী শাখা"। al-arafahbank.com। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। ২২ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২২।
- ↑ "ইউনিয়ন ব্যাংক - নজুমিয়া হাট শাখা"। unionbank.com.bd। ইউনিয়ন ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২২।
- ↑ "ইউনিয়ন ব্যাংক - বড়দীঘির পাড় শাখা"। unionbank.com.bd। ইউনিয়ন ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২২।
- ↑ "ইউনিয়ন ব্যাংক - সরকারহাট শাখা"। unionbank.com.bd। ইউনিয়ন ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২২।
- ↑ "ইউনিয়ন ব্যাংক - হাটহাজারী উপশাখা"। unionbank.com.bd। ইউনিয়ন ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২২।
- ↑ "ইসলামী ব্যাংক বাংলাদেশ, নজুমিয়া হাট শাখা"। islamibankbd.com। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ২১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- ↑ "ইসলামী ব্যাংক বাংলাদেশ, হাটহাজারী শাখা"। islamibankbd.com। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ২১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- ↑ "ইসলামী ব্যাংক বাংলাদেশ, সরকারহাট উপশাখা"। islamibankbd.com। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ২১ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- ↑ "ইসলামী ব্যাংক বাংলাদেশ, হালদা উপশাখা"। islamibankbd.com। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ২১ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- ↑ "গ্লোবাল ইসলামী ব্যাংক, ইছাপুর শাখা"। globalislamibankbd.com। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২।
- ↑ "গ্লোবাল ইসলামী ব্যাংক, কাটিরহাট উপশাখা"। globalislamibankbd.com। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২।
- ↑ "গ্লোবাল ইসলামী ব্যাংক, হাটহাজারী উপশাখা"। globalislamibankbd.com। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২।
- ↑ "ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক - কাটিরহাট শাখা"। fsiblbd.com। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ১৮ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- ↑ "ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক - নজুমিয়া হাট শাখা"। fsiblbd.com। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ১৮ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- ↑ "ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক - ফতেয়াবাদ শাখা"। fsiblbd.com। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ১৮ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- ↑ "ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক - হাটহাজারী শাখা"। fsiblbd.com। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ১৮ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- ↑ "ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক - ইছাপুর উপশাখা"। fsiblbd.com। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ৩০ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২২।
- ↑ "ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গেইট উপশাখা"। fsiblbd.com। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ৩০ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২২।
- ↑ "ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক - চারিয়া বাজার উপশাখা"। fsiblbd.com। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ৩০ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২২।
- ↑ "শাহ্জালাল ইসলামী ব্যাংক - মদুনাঘাট শাখা"। sjiblbd.com। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১ মে ২০২২।
- ↑ "দর্শনীয়স্থান - হাটহাজারী উপজেলা - হাটহাজারী উপজেলা"। hathazari.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৭।
- ↑ "৭১ এর দৃশ্যপট - হাটহাজারী উপজেলা - হাটহাজারী উপজেলা"। hathazari.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৭।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - হাটহাজারী উপজেলা - হাটহাজারী উপজেলা"। hathazari.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৭।
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "পূর্বতন সংসদ সদস্যগণ - হাটহাজারী উপজেলা - হাটহাজারী উপজেলা"। hathazari.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৭।
- ↑ "chairman hathazari upazilla"। ১৮ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "পূর্বতন চেয়ারম্যানগণ - হাটহাজারী উপজেলা - হাটহাজারী উপজেলা"। hathazari.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৭।