ফরহাদাবাদ ইউনিয়ন
ফরহাদাবাদ বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
ফরহাদাবাদ | |
---|---|
ইউনিয়ন | |
১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ফরহাদাবাদ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩৫′ উত্তর ৯১°৪৬′ পূর্ব / ২২.৫৮৩° উত্তর ৯১.৭৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | হাটহাজারী উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ ইদ্রিস মিয়া তালুকদার |
আয়তন | |
• মোট | ৫০.১৩ বর্গকিমি (১৯.৩৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৮,৪৬১ |
• জনঘনত্ব | ৫৭০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৯.৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৩৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাফরহাদাবাদ ইউনিয়নের আয়তন ১২,৩৮৭ একর (৫০.১৩ বর্গ কিলোমিটার)। আয়তনের দিক থেকে এটি হাটহাজারী উপজেলার বৃহত্তম ইউনিয়ন।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ফরহাদাবাদ ইউনিয়নের মোট জনসংখ্যা ২৮,৪৬১ জন। এর মধ্যে পুরুষ ১৩,৫৯৩ জন এবং মহিলা ১৪,৮৬৮ জন। মোট পরিবার ৫,২৮৯টি।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাহাটহাজারী উপজেলার সর্ব-উত্তরে ফরহাদাবাদ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে মির্জাপুর ইউনিয়ন ও ধলই ইউনিয়ন; পূর্বে ধলই ইউনিয়ন; উত্তরে নাজিরহাট পৌরসভা ও ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন এবং পশ্চিমে সীতাকুণ্ড পৌরসভা, সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন ও বাঁশবাড়িয়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাফরহাদাবাদ ইউনিয়ন হাটহাজারী উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এটি জাতীয় সংসদের ২৮২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৫ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাটহাজারী মডেল থানার আওতাধীন। ছোট কাঞ্চনপুর, জঙ্গল উদালিয়া, মাহামুদাবাদ, পশ্চিম ফরহাদাবাদ, পূর্ব মন্দাকিনী ও উদালিয়া -এ ৬টি মৌজা নিয়ে ফরহাদাবাদ ইউনিয়ন গঠিত।[২]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৩]
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | মাহমুদাবাদ |
২নং ওয়ার্ড | মোহছেনা পাড়া |
৩নং ওয়ার্ড | উদালিয়া |
৪নং ওয়ার্ড | মন্দাকিনী |
৫নং ওয়ার্ড | ফরহাদাবাদ |
৬নং ওয়ার্ড | ফরহাদাবাদ |
৭নং ওয়ার্ড | ফরহাদাবাদ |
৮নং ওয়ার্ড | ফরহাদাবাদ |
৯নং ওয়ার্ড | ফরহাদাবাদ |
নামকরণ
সম্পাদনাএকদা ফরহাদ শাহ নামক ব্যক্তির শাসন ছিল এই এলাকায়, তখন ফরহাদ শাহ এর নাম অনুসারে এর নাম 'ফরহাদাবাদ'।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ফরহাদাবাদ ইউনিয়নের সাক্ষরতার হার ৫৯.৬%।[১] ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় এই ইউনিয়নের সবচেয়ে বড় এবং প্রসিদ্ধ বিদ্যালয়। এটি ১৯৬৬ সালে স্থাপিত। এ ইউনিয়নে ১টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মহিলা মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৫টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি কিন্ডারগার্টেন রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়[৪]
- মাদ্রাসা
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- ইঞ্জিনিয়ার সুলতান আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর পশ্চিম উদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছোট কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ উদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নাজিরহাট খাইরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম মন্দাকিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফরহাদাবাদ ইউছুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফরহাদাবাদ কোরানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফরহাদাবাদ বংশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফরহাদাবাদ মুন্সিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফরহাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজী মফজল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাদীনগর বাস্তুহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- ফরহাদাবাদ ইউনিয়ন শিশু পরিবার
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাফরহাদাবাদ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-নাজিরহাট সড়ক। এছাড়া রয়েছে ধলই-বাড়বকুণ্ড সড়ক। চট্টগ্রাম-নাজিরহাট সড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। অন্যান্য সড়কগুলোতে প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। সড়ক পথ ছাড়াও ফরহাদাবাদ ইউনিয়নে যোগাযোগের জন্য চট্টগ্রাম-নাজিরহাট রেলপথ রয়েছে।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাফরহাদাবাদ ইউনিয়নের ৪০টি মসজিদ, ১টি ঈদগাহ, ২টি মন্দির ও ২টি বিহার রয়েছে।[৫]
খাল ও নদী
সম্পাদনাফরহাদাবাদ ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে মন্দাকিনী খাল।
হাট-বাজার
সম্পাদনাফরহাদাবাদ ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল আবদুল জব্বার হাট, নাজিরহাট এবং নুর আলি মিয়ার হাট।[৬]
দর্শনীয় স্থান
সম্পাদনাফরহাদাবাদ ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৭]
- উদলিয়া চা বাগান
- হযরত আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) মাজার
- ইউসুফের দীঘি
- মন্দাকিনী মেলা
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী –– সুফি সাধক।[৮]
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ ইদ্রিস মিয়া তালুকদার[৯]
- চেয়ারম্যানগণের তালিকা[১০]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | ফুল মিয়া সওদাগর | ১৯৩৭-১৯৪৫ |
০২ | আবু নছর মিয়া | ১৯৪৬-১৯৫১ |
০৩ | সৈয়দ আহমদ মিয়া | ১৯৫২-১৯৭০ |
০৪ | রুহুল আমিন চৌধুরী | ১৯৭১-১৯৭২ |
০৫ | ফয়জুল ইসলাম চৌধুরী | ১৯৭৩-১৯৭৭ |
০৬ | ডাঃ আমিন শরীফ | ১৯৭৮-১৯৮৪ |
০৭ | মুছা চৌধুরী | ১৯৮৫-১৯৮৮ |
০৮ | মোহাম্মদ সিরাজুল ইসলাম সওদাগর | ১৯৮৯-১৯৯১ |
০৯ | আবদুল লতিফ | ১৯৯২-১৯৯৭ |
১১ | সাহাদাত উসমান | ২০১১-২০১৬ |
১২ | মোহাম্মদ ইদ্রিস মিয়া তালুকদার | ১৯৯৮-২০২২ |
১৩ | মোহাম্মদ শওকতুল আলম শওকত | ২০২২-বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "ইতিহাস - ফরহাদাবাদ ইউনিয়ন - ফরহাদাবাদ ইউনিয়ন"। forhadabadup.chittagong.gov.bd। ১০ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭।
- ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - ফরহাদাবাদ ইউনিয়ন - ফরহাদাবাদ ইউনিয়ন"। forhadabadup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - ফরহাদাবাদ ইউনিয়ন - ফরহাদাবাদ ইউনিয়ন"। forhadabadup.chittagong.gov.bd।
- ↑ "ধর্মীয়প্রতিষ্ঠান - ফরহাদাবাদ ইউনিয়ন - ফরহাদাবাদ ইউনিয়ন"। forhadabadup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাট বাজারের তালিকা - ফরহাদাবাদ ইউনিয়ন - ফরহাদাবাদ ইউনিয়ন"। forhadabadup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - ফরহাদাবাদ ইউনিয়ন - ফরহাদাবাদ ইউনিয়ন"। forhadabadup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - ফরহাদাবাদ ইউনিয়ন - ফরহাদাবাদ ইউনিয়ন"। forhadabadup.chittagong.gov.bd। ১৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭।
- ↑ "- ফরহাদাবাদ ইউনিয়ন - ফরহাদাবাদ ইউনিয়ন"। forhadabadup.chittagong.gov.bd।
- ↑ "পুর্বতন চেয়ারম্যানগণ - ফরহাদাবাদ ইউনিয়ন - ফরহাদাবাদ ইউনিয়ন"। forhadabadup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]