নাজিরহাট পৌরসভা

চট্টগ্রাম জেলার একটি পৌরসভা

নাজিরহাট বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি পৌরসভাহালদা নদীর পাড়ে অবস্থিত এই ছোট্ট শহরটি উত্তর চট্টগ্রামের অন্যতম প্রসিদ্ধ বাণিজ্যিক কেন্দ্র। ১৯৩০ সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃক নাজিরহাট ভারতের পূর্বাঞ্চলীয় রেল লাইনের সাথে সংযুক্ত হয়। আঞ্চলিক মহাসড়ক R160 (৯৮ কিলোমিটার দীর্ঘ) হাটহাজারী পৌরসভা থেকে নাজিরহাট পৌরসভা এবং ফটিকছড়ি পৌরসভার উপর দিয়ে খাগড়াছড়ি গিয়ে পৌঁছেছে।[] ২০১৪ সালের ২ জুন বাংলাদেশ সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর ১০৯তম বৈঠকে এ পৌরসভার অনুমোদন দেওয়া হয়।[]

নাজিরহাট
পৌরসভা
নাজিরহাট পৌরসভা
নাজিরহাট বাংলাদেশ-এ অবস্থিত
নাজিরহাট
নাজিরহাট
বাংলাদেশে নাজিরহাট পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৭′৫৭.৭২০″ উত্তর ৯১°৪৭′৩৯.৪৮০″ পূর্ব / ২২.৬৩২৭০০০০° উত্তর ৯১.৭৯৪৩০০০০° পূর্ব / 22.63270000; 91.79430000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাফটিকছড়ি উপজেলা
প্রতিষ্ঠাকাল২ জুন ২০১৪
সরকার
 • মেয়রপদশূন্য ১৮ আগষ্ট ২০২৪
আয়তন
 • মোট৩৭.১৪ বর্গকিমি (১৪.৩৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৪)
 • মোট৫০,০০০
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬১.৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৫৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

নাজিরহাট পৌরসভার আয়তন 37.14 বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

সম্পাদনা

নাজিরহাট পৌরসভার লোকসংখ্যা প্রায় এক লক্ষ পনের হাজার এর অধিক। ভোটার সংখ্যা প্রায় উনপঞ্চাশ হাজার এর অধিক

অবস্থান ও সীমানা

সম্পাদনা

ফটিকছড়ি উপজেলার দক্ষিণাংশে নাজিরহাট পৌরসভার অবস্থান। চট্টগ্রাম জেলা সদর থেকে এ পৌরসভার দূরত্ব প্রায় ৩৬ কিলোমিটার। এর পূর্বে রোসাংগিরী ইউনিয়নলেলাং ইউনিয়ন, উত্তরে ফটিকছড়ি পৌরসভা, পশ্চিমে সুয়াবিল ইউনিয়ন এবং দক্ষিণে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

ফটিকছড়ি উপজেলার ১২নং দৌলতপুর ইউনিয়নের সম্পূর্ণ ও ১১নং সুয়াবিল ইউনিয়নের আংশিক নিয়ে এই পৌরসভা গঠন করা হয়। এটি শ্রেণীর পৌরসভা। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম ফটিকছড়ি থানার আওতাধীন।

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নাজিরহাট পৌরসভার সাক্ষরতার হার ৬১.৫%।[] এ পৌরসভায় ১টি মাদ্রাসা, ৭টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ২টি বড় কওমী মাদ্রাসা (নাজিরহাট মাদরাসা ও বাবুনগর মাদরাসা) ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দৌলতপুর এ বি সি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম বাবুনগর ডাঃ এম এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব ফরহাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফরহাদাবাদ নূর কাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সুয়াবিল ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • আবদুল বারী চৌধুরী মনজিল বা চৌধুরী মহল

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা
  • আবদুল বারী চৌধুরী –– চট্টগ্রাম ও রেঙ্গুনের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা।
  • মোজাহেরুল কুদ্দুস চৌধুরী - ব্যবসায়ী সমাজ সংস্কারক ও দৌলতপুর এবিসি উচ্চ বিদ্যালয় ও এবিসি ময়দানের দাতা প্রতিষ্ঠাতা।
  • একেএম এমদাদুল ইসলাম –– রাজনীতিবিদ ও লেখক।
  • মুহিব্বুল্লাহ বাবুনগরী - ইসলামি পণ্ডিত, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা।
  • মৌলভী বদিউল আলম –– কবি, অমৃত নির্ঝর এর লেখক।
  • [[মরহুম মুন্সি আলতাফ মিয়া চৌধুরী, স্ভাব কবি, লেখক, সমাজ-সেবক ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আঞ্চলিক সংগঠক]]
  • [[মরহুম মুহাম্মাদ জহুরুল ইসলাম চৌধুরী বা এম. জেড. আই চৌধুরী, ভাষা সৈনিক ১৯৫২, বিশিষ্ট ব্যাঙ্কার ও সমাজপতি]]
  • [[মাওলানা মুহাম্মাদ জুনায়েদ বাবুনগরী, বিশিষ্ট ইসলামী বিশেষজ্ঞ, হাদীস-শাস্ত্রবিদ, শাইখুল হাদীস: হাটহাজারী মাদরাসা, আমীর: হেফাজতে ইসলাম বাংলাদেশ]]
  • [[মুফতী আব্দুর রহমান রহ., বিশিষ্ট আলিমে দ্বীন ও ইসলামী আইন বিশেষজ্ঞ, প্রতিষ্ঠাতা: ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সড়ক ও জনপথ বিভাগ"। ২৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৪ 
  2. "দৈনিক সুপ্রভাত বাংলাদেশ"। ১ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৪ 
  3. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা

মাননীয় মেয়র জনাব এ কে জাহেদ চৌধুরী ছবি [[চিত্র:]]