লেলাং ইউনিয়ন

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার একটি ইউনিয়ন

লেলাং বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

লেলাং
ইউনিয়ন
১৩নং লেলাং ইউনিয়ন পরিষদ
লেলাং চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
লেলাং
লেলাং
লেলাং বাংলাদেশ-এ অবস্থিত
লেলাং
লেলাং
বাংলাদেশে লেলাং ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৯′৩″ উত্তর ৯১°৫০′৫৬″ পূর্ব / ২২.৬৫০৮৩° উত্তর ৯১.৮৪৮৮৯° পূর্ব / 22.65083; 91.84889 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাফটিকছড়ি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোহাম্মদ সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন
আয়তন
 • মোট৪৪.৭৭ বর্গকিমি (১৭.২৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৫,০৭৮
 • জনঘনত্ব৫৬০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫১.৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

লেলাং ইউনিয়নের আয়তন ১১,০৬২ একর (৪৪.৭৭ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লেলাং ইউনিয়নের মোট জনসংখ্যা ২৫,০৭৮ জন। এর মধ্যে পুরুষ ১১,৬৮৪ জন এবং মহিলা ১৩,৩৯৪ জন। মোট পরিবার ৪,৯৬২টি।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

ফটিকছড়ি উপজেলার পূর্বাংশে লেলাং ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে কাঞ্চননগর ইউনিয়ন, পশ্চিমে ফটিকছড়ি পৌরসভানাজিরহাট পৌরসভা, দক্ষিণে রোসাংগিরী ইউনিয়ননানুপুর ইউনিয়ন এবং পূর্বে খিরাম ইউনিয়নখাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

লেলাং ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[]

  • শাহনগর
  • লেলাং
  • গোপালঘাটা
  • রায়পুর
  • দমদমা
  • ফেনুয়া
  • কুতুবছড়ি

নামকরণ

সম্পাদনা

অত্র ইউনিয়নের অন্তর্ভুক্ত এবং ইউনিয়নের উত্তর ও পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে যাওয়া লেলাং খালের নামানুসারে এই ইউনিয়নের নামকরণ হয়েছে।

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লেলাং ইউনিয়নে সাক্ষরতার হার ৫১.৪%।[] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাধ্যমিক বিদ্যালয়[]
মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর গোপালঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গোপালঘাটা এম আর সি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তোফেল আহমদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাট্টিলাকুল শাহ হাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফেনুয়া টি এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাইজভাণ্ডার আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সন্ন্যাসীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

লেলাং ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ফটিকছড়ি-রাউজান সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

লেলাং ইউনিয়নে ৪১টি মসজিদ ও ১টি মন্দির রয়েছে।[]

হাট-বাজার

সম্পাদনা

লেলাং ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজার হল আদর্শ বাজার, আনন্দ বাজার, ইসলামিয়া বাজার, চাড়ালিয়া হাট, নয়াহাট বাজার এবং সন্যাসীর হাট বাজার।[]

দর্শনীয় স্থান

সম্পাদনা

লেলাং ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[]

  • ফেনুয়া চা বাগান; ফেনুয়া গ্রামে অবস্থিত।
  • হাদী বাদশাহ আউলিয়ার মাজার; শাহনগর গ্রামে অবস্থিত।
  • বন্দেরাজা গায়েবী শাহে জামে মসজিদ

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

লেলাং ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[]

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন[]
চেয়ারম্যানগণের তালিকা[]
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মিঞা মোহাম্মদ ইদ্রিস চৌধুরী
০২ আবুল কাসেম মাস্টার
০৩ মোহাম্মদ জয়নাল আবেদীন (রাজা মিয়া)
০৪ মোহাম্মদ শহিদুল আলম সিরাজ
০৫ ছাবের আহমদ
০৬ মোহাম্মদ এজাহার মিঞা মুহুরী
০৭ শফিকুল ইসলাম চৌধুরী
০৮ মোহাম্মদ আবু তাহের (ভারপ্রাপ্ত)
০৯ মোহাম্মদ কুতুব উদ্দিন মুহুরী
১০ মোহাম্মদ সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন ২০১৭-বর্তমান

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "এক নজরে লেলাং ইউনিয়ন - লেলাং ইউনিয়ন - লেলাং ইউনিয়ন"lelangup.chittagong.gov.bd। ১৩ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 
  3. "মাধ্যমিকবিদ্যালয় - লেলাং ইউনিয়ন - লেলাং ইউনিয়ন"lelangup.chittagong.gov.bd 
  4. "হাট বাজারের তালিকা - লেলাং ইউনিয়ন - লেলাং ইউনিয়ন"lelangup.chittagong.gov.bd 
  5. "দর্শনীয়স্থান - লেলাং ইউনিয়ন - লেলাং ইউনিয়ন"lelangup.chittagong.gov.bd। ২৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 
  6. "প্রখ্যাত ব্যক্তিত্ব - লেলাং ইউনিয়ন - লেলাং ইউনিয়ন"lelangup.chittagong.gov.bd। ২৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 
  7. Songbadshomogro.com। "তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ফলাফল -"www.songbadshomogro.com [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - লেলাং ইউনিয়ন - লেলাং ইউনিয়ন"lelangup.chittagong.gov.bd। ২৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা