রোসাংগিরী ইউনিয়ন

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার একটি ইউনিয়ন

রোসাংগিরী বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

রোসাংগিরী
ইউনিয়ন
১৫নং রোসাংগিরী ইউনিয়ন পরিষদ
রোসাংগিরী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
রোসাংগিরী
রোসাংগিরী
রোসাংগিরী বাংলাদেশ-এ অবস্থিত
রোসাংগিরী
রোসাংগিরী
বাংলাদেশে রোসাংগিরী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৫′ উত্তর ৯১°৪৬′ পূর্ব / ২২.৫৮৩° উত্তর ৯১.৭৬৭° পূর্ব / 22.583; 91.767 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাফটিকছড়ি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানশাহসুফি সৈয়দ ছদরুল উলা মাইজভান্ডারী

এস. এম. ফারুক

এস. এম. সোয়েব আল ছালেহীন
আয়তন
 • মোট৬.৯৭ বর্গকিমি (২.৬৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১০,৯৬৫
 • জনঘনত্ব১,৬০০/বর্গকিমি (৪,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৯.৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৩৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

রোসাংগিরী ইউনিয়নের আয়তন ১,৭২৩ একর (৬.৯৭ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রোসাংগিরী ইউনিয়নের মোট জনসংখ্যা ১০,৯৬৫ জন। এর মধ্যে পুরুষ ৫,১২৭ জন এবং মহিলা ৫,৮৩৮ জন। মোট পরিবার ২,০৯২টি।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

ফটিকছড়ি উপজেলার দক্ষিণাংশে রোসাংগিরী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে সমিতিরহাট ইউনিয়ন, পূর্বে সমিতিরহাট ইউনিয়ননানুপুর ইউনিয়ন, উত্তরে লেলাং ইউনিয়ন এবং পশ্চিমে নাজিরহাট পৌরসভা, হালদা নদীহাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

রোসাংগিরী ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত:[]

  • আজিম নগর
  • রোসাংগিরী

নামকরণ

সম্পাদনা

কথিত আছে এক সময়ে এতদঞ্চল মগদের রাজ্য হিসাবে পরিচিত ছিল। তৎসময়ে অত্র ইউনিয়নে রোসাং নামের এক মগ রাজা ছিলেন। তিনি এত ব্যাপক ভাবে পরিচিত ছিলেন যে যার ফলশ্রুতিতে রোসাং রাজার নামে এই রোসাংগিরী ইউনিয়নের নামকরণ হয়।[]

ইতিহাস

সম্পাদনা

ব্রিটিশ শাসনামলের গুরুদাশ শীল প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে রোসাংগিরী ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। তখন থেকে রোসাংগিরী সমিতিরহাট একটি অবিভক্ত ইউনিয়ন ছিল। স্বাধীনতার পরবর্তী ১৯৭২ সালে অত্র ইউনিয়ন বিভক্ত হয়ে রোসাংগিরী ইউনিয়ন নামে একটি স্ব-শাসিত ইউনিয়ন গঠিত হয়।[]

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রোসাংগিরী ইউনিয়নের সাক্ষরতার হার ৫৯.৭%।[] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি এবতেদায়ী মাদ্রাসা রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাধ্যমিক বিদ্যালয়[]
  • আজিম নগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়
  • রোসাংগিরী উচ্চ বিদ্যালয়
  • রোসাংগিরী বালিকা উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা[]
  • রোসাংগিরী শাপলা পুকুর পাড় দাখিল মাদ্রাসা
  • আনোয়ার আজিম মাস্টার বাড়ী নূরানী মাদ্রাসা
  • ফোরক রাবেয়া মোমেনা এবতেদায়ী মাদাসা
প্রাথমিক বিদ্যালয়
  • আজিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর রোসাংগিরী আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর রোসাংগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রোসাংগিরী আরবানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রোসাংগিরী পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রোসাংগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সাকের আলী প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

রোসাংগিরী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক নাজিরহাট-রোসাংগিরী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

রোসাংগিরী ইউনিয়নে ২২টি মসজিদ ও ১০টি মন্দির রয়েছে।[]

খাল ও নদী

সম্পাদনা

রোসাংগিরী ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী। এছাড়াও এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধুরুং খাল, তেলপারই খাল, কাটাখালী খাল এবং রোসাংগিরী বিলের নাসী।[]

হাট-বাজার

সম্পাদনা

রোসাংগিরী ইউনিয়নের প্রধান হাট/বাজার শীলের হাট।[]

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • গাউসুল আজম মাইজভান্ডারী (কঃ) এর বড় বোন শাহজাদী সৈয়দা খোরশা খাতুন আল মাইজভাণ্ডারী (রহঃ) এর রওজা শরীফ
  • গাউসুল আজম মাইজভান্ডারী (কঃ) এর বিবিজান শাহজাদী সৈয়দা আলফুন্নেছা বিবি (রহঃ) এর রওজা শরীফ
  • শাহসুফি সৈয়দ ছৈয়দুল হক মাইজভান্ডারী (কঃ) এর রওজা শরীফ
  • শাহসুফি সৈয়দ ফজলুর রহমান তুতুন মাইজভান্ডারী (কঃ) এর রওজা শরীফ
  • হযরতুলহাজ্ব সৈয়দ আনু শাহ্ মাইজভান্ডারী (কঃ) এর রওজা শরীফ
  • শাহসুফি সৈয়দ মমতাজ আলী সূফি মাইজভান্ডারী (কঃ) এর রওজা শরীফ

উল্লেখযোগ্য গ্রামের নাম

সম্পাদনা

[]

১. আজিম নগর

২. ধুরংকুল রহমানিয়া বাজার

৩. সোনার জাঁহান

৪. ছায়া বাদশা চৌধুরী বাড়ি

৫. তালুকদার বাড়ি

৬. এস. এম. ফারুক চেয়্যারম্যান ঘাটা

৭. মমতাজ আলী সূফির বাড়ি

৮. চুইন্না পাড়া

৯. এনামুল হক সওদাগরের বাড়ি

১০. ছোবহান মোল্লার বাড়ি

১১. নুর উল্লাহ্ বাড়ি

১২. অছি মিয়া চারং বাড়ি

১৩.মাহাবু মাষ্টার বাড়ি

১৪.আফাজ উদ্দিন মুন্সির বাড়ী



জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান : শাহসুফি সৈয়দ ছদরুল উলা মাইজভান্ডারী
  • বর্তমান চেয়ারম্যান : এস. এম. ফারুক
  • বর্তমান চেয়ারম্যান : এস. এম. সোয়েব আল ছালেহীন[]
চেয়ারম্যানগণের তালিকা[]
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মোঃ ছালেহ আহমদ চৌধুরী ১৯৭২-১৯৭৬
০২ শাহসুফি সৈয়দ ছদরুল উলা মাইজভান্ডারী ১৯৭৭-১৯৮৭
০৩ এস. এম. ফারুক ১৯৮৮-১৯৯২
০৪ মোঃ আব্দুস সালাম তালুকদার ১৯৯২-১৯৯৮
০৫ ডাঃ মোঃ ওয়াহিদুল আলম চৌধুরী ১৯৯৮-২০০২
০৬ মোঃ আব্দুস সালাম তালুকদার ২০০৩-২০১১
০৭ মোঃ শফিউল আলম ২০১১-২০১৬
০৮ এস. এম. সোয়েব আল ছালেহীন ২০১৬-বর্তমান

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - রোসাংগিরী ইউনিয়ন - রোসাংগিরী ইউনিয়ন"roshangiriup.chittagong.gov.bd। ১৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৭ 
  3. "রোসাংগিরী ইউনিয়নের ইতিহাস - রোসাংগিরী ইউনিয়ন - রোসাংগিরী ইউনিয়ন"roshangiriup.chittagong.gov.bd। ১৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৭ 
  4. "এক নজরে রোসাংগিরী - রোসাংগিরী ইউনিয়ন - রোসাংগিরী ইউনিয়ন"roshangiriup.chittagong.gov.bd। ১৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৭ 
  5. "খাল ও নদী - রোসাংগিরী ইউনিয়ন - রোসাংগিরী ইউনিয়ন"roshangiriup.chittagong.gov.bd। ১৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৭ 
  6. "হাট বাজারের তালিকা - রোসাংগিরী ইউনিয়ন - রোসাংগিরী ইউনিয়ন"roshangiriup.chittagong.gov.bd 
  7. "প্রখ্যাত ব্যক্তিত্ব - রোসাংগিরী ইউনিয়ন - রোসাংগিরী ইউনিয়ন"roshangiriup.chittagong.gov.bd। ১৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৭ 
  8. Songbadshomogro.com। "তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ফলাফল -"www.songbadshomogro.com [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

সম্পাদনা