ধলই ইউনিয়ন
ধলই বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
ধলই | |
---|---|
ইউনিয়ন | |
২নং ধলই ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ধলই ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩৪′৫৩″ উত্তর ৯১°৪৮′১৬″ পূর্ব / ২২.৫৮১৩৯° উত্তর ৯১.৮০৪৪৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | হাটহাজারী উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | জনাব আবুল মনছুর |
আয়তন | |
• মোট | ১৯.৭১ বর্গকিমি (৭.৬১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৭,০২৮ |
• জনঘনত্ব | ১,৯০০/বর্গকিমি (৪,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৮.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৩৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাধলই ইউনিয়নের আয়তন ৪,৮৭০ একর (১৯.৭১ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধলই ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৭,০২৮ জন। এর মধ্যে পুরুষ ১৭,৮৮৩ জন এবং মহিলা ১৯,১৪৫ জন। মোট পরিবার ৭,০৩৫টি।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাহাটহাজারী উপজেলার উত্তরাংশে ধলই ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ফরহাদাবাদ ইউনিয়ন, পশ্চিমে ফরহাদাবাদ ইউনিয়ন, দক্ষিণে মির্জাপুর ইউনিয়ন ও গুমানমর্দন ইউনিয়ন এবং পূর্বে হালদা নদী ও ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়ন ও রোসাংগিরী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাধলই ইউনিয়ন হাটহাজারী উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এটি জাতীয় সংসদের ২৮২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৫ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাটহাজারী মডেল থানার আওতাধীন। এ ইউনিয়ন ২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- পশ্চিম ধলই
- এনায়েতপুর
ইতিহাস ও নামকরণ
সম্পাদনা২নং ধলই হাটহাজারী উপজেলার একটি প্রাচীন ইউনিয়ন। অতীত কালের কোন এক সময় ধলই নামে এক রাজা ছিল। এ রাজার অধীনে ছিল বহু পালোয়ান। রাজার পালোয়ানদের সহযোগিতায় বীর বিক্রমে রাজত্ব করেন। সেই ধলই রাজা ও পালোয়নদের নামের স্মারক রূপে 'ধলই' এর নামকরণ হয়েছে। ধলই ইউনিয়নে বর্তমানেও রাজার দীঘি আছে। তবে কবে ধলই রাজা রাজত্ব করতেন তার হদিস অজ্ঞাত। এনায়েতপুর ও পশ্চিম ধলই মৌজা নিয়ে এই ইউনিয়ন ঘটিত। ত্রিপুরা মহারাজা ধন্য মানিকের রাজত্ব কালে তাঁর নামের অংশ ভ্রংশ ধলই রাজাও ধলই নামের উৎপত্তি হয়েছে বলে প্রবীণদের মুখে প্রচারিত আছে।[৩]
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধলই ইউনিয়নের সাক্ষরতার হার ৫৮.৭%।[১] এ ইউনিয়নে ১টি মহিলা কলেজ, ৯টি মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- মাদ্রাসা
- কাটিরহাট মুফিদুল ইসলাম ফাজিল মাদ্রাসা
- এনায়েতপুর মঈনিয়া আহমদিয়া দাখিল মাদ্রাসা
- এনায়েতপুর মহিলা দাখিল মাদ্রাসা
- গাউছিয়া মনিরিয়া আহমদিয়া দাখিল মাদ্রাসা
- তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
- বায়তুশ শরফ আদর্শ দাখিল মাদ্রাসা
- হাধুরখীল আহমদিয়া তাজবিদুল কোরআন মহিলা দাখিল মাদ্রাসা
- চাতিয়া পুকুর পাড় সুন্নিয়া মাদ্রাসা
- ধলই সোনাই তৈয়্যবিয়া মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- এনায়েতপুর উচ্চ বিদ্যালয়
- কাটিরহাট উচ্চ বিদ্যালয়
- কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়
- পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধলই কদলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধলই কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধলই মিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধলই শফিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধলই সেকান্দরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধলই সোনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধলই হাধুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম ধলই আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম ধলই সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম ধলই সাইর মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব এনায়েতপুর নুরুল্লাহ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ব্রজধাম রমণী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাধলই ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-নাজিরহাট সড়ক। এছাড়া রয়েছে ধলই-বাড়বকুণ্ড সড়ক এবং ধলই-ধর্মপুর সড়ক। চট্টগ্রাম-নাজিরহাট সড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। এছাড়া অন্যান্য সড়কে প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। সড়ক পথ ছাড়াও ধলই ইউনিয়নে যোগাযোগের জন্য রেলপথ রয়েছে। চট্টগ্রাম-নাজিরহাট রেলপথের কাটিরহাট স্টেশনই রেলযোগে ধলই ইউনিয়নে যোগাযোগের মাধ্যম। তাছাড়া নৌপথে আসার সুযোগ রয়েছে। হালদা নদী হয়ে পূর্ব ধলই হালদা রিভার ভিউ পয়েন্টে নেমে এই ইউনিয়নে আসা যায়।
খাল ও নদী
সম্পাদনাধলই ইউনিয়নের উত্তর-পূর্ব পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী। এছাড়াও রয়েছে ধলই সোনাই খাল, ধলই খাল, দুবলী চড়া, বিফুলা চড়া এবং কাটাখালী।[৪]
হাট-বাজার
সম্পাদনাধলই ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল এনায়েতপুর বাজার এবং কাটিরহাট।[৫]
দর্শনীয় স্থান
সম্পাদনাধলই ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৬]
- হযরত শাহজাহান শাহ (রহ.) এর মাজার। এটি কাটিরহাটের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।
- কাটিরহাট শহীদ মিনার
- হযরত গোলাপ শাহ (রহ.) এর দীঘি। এটি কাটিরহাটের পশ্চিম দিকে অবস্থিত।
- আহমদিয়া রহমানিয়া জামে মসজিদ
- পূর্ব ধলই হালদা রিভার ভিউ পয়েন্ট
- বান্দরমরা ঝরনা
- পশ্চিম পাহাড়
- উদালিয়া চা বাগানের একাংশ
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাধলই ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[৭]
- এম হারুন-অর-রশিদ –– বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: এম.এ.মনছুর(২০২২-বর্তমান)[৮]
- চেয়ারম্যানগণের তালিকা[৯]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | ছালেহ আহামদ | |
০২ | আবদুল হাই | |
০৩ | সুলতান আহামদ চৌধুরী | |
০৪ | ডাঃ তোফাজ্জল হোসেন চৌধুরী | |
০৫ | কাজী নজরুল ইসলাম চৌধুরী | |
০৬ | এডভোকেট আবুল বশর চৌধুরী | |
০৭ | আবুল কাশেম চৌধুরী | |
০৮ | শাহাদাত হোসেন চৌধুরী | |
০৯ | এজাহার মিয়া চৌধুরী | |
১০ | হারুন অর রশীদ | |
১১ | আবুল মনচুর | ২০১১-২০১৬ |
১২ | মোহাম্মদ আলমগীর জামান | ২০১৬-২০২২ |
১৩ | আবুল মনচুর | ২০২২-বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"। dhalaiup.chittagong.gov.bd। ২৯ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭।
- ↑ "ইতিহাস - ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"। dhalaiup.chittagong.gov.bd। ২৯ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭।
- ↑ "খাল ও নদী - ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"। dhalaiup.chittagong.gov.bd। ২৯ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"। dhalaiup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"। dhalaiup.chittagong.gov.bd। ২৯ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"। dhalaiup.chittagong.gov.bd। ২৯ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭।
- ↑ "- ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"। dhalaiup.chittagong.gov.bd।
- ↑ "পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - ধলই ইউনিয়ন - ধলই ইউনিয়ন"। dhalaiup.chittagong.gov.bd। ২৯ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭।