খিরাম ইউনিয়ন

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার একটি ইউনিয়ন

খিরাম বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

খিরাম
ইউনিয়ন
২১নং খিরাম ইউনিয়ন পরিষদ
খিরাম চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
খিরাম
খিরাম
খিরাম বাংলাদেশ-এ অবস্থিত
খিরাম
খিরাম
বাংলাদেশে খিরাম ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৭′৪৩″ উত্তর ৯১°৫০′৫১″ পূর্ব / ২২.৬২৮৬১° উত্তর ৯১.৮৪৭৫০° পূর্ব / 22.62861; 91.84750 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাফটিকছড়ি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠাকাল১৩ সেপ্টেম্বর, ২০০৬
সরকার
 • চেয়ারম্যানমোহাম্মদ সোহরাব হোসাইন
আয়তন
 • মোট২৯.৩৬ বর্গকিমি (১১.৩৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১১,৩৬১
 • জনঘনত্ব৩৯০/বর্গকিমি (১,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৯.৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৫১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

প্রতিষ্ঠাকাল

সম্পাদনা

স্থানীয় সরকার বিভাগ ২০০৬ সালের ১৩ সেপ্টেম্বর ১৪নং নানুপুর ইউনিয়নকে বিভক্ত করে ২১নং খিরাম নামে নতুন ইউনিয়ন গঠন করে।

খিরাম ইউনিয়নের আয়তন ৭,২৫৫ একর (২৯.৩৬ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খিরাম ইউনিয়নের মোট জনসংখ্যা ১১,৩৬১ জন। এর মধ্যে পুরুষ ৫,৮১৪ জন এবং মহিলা ৫,৫৪৭ জন। মোট পরিবার ২,৩৮৬টি।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

ফটিকছড়ি উপজেলার সর্ব-পূর্বে খিরাম ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২১ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে লেলাং ইউনিয়ন, নানুপুর ইউনিয়ন, বক্তপুর ইউনিয়ন ও ধর্মপুর ইউনিয়ন; দক্ষিণে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়ন; পূর্বে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নরাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়ন এবং উত্তরে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

খিরাম ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ২১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি প্রেমপুর, মগকাটা, পশ্চিম খিরামজঙ্গল খিরাম এ ৪টি মৌজায় বিভক্ত।

এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • পশ্চিম খিরাম
  • উত্তর খিরাম
  • জঙ্গল খিরাম
  • হচ্ছারঘাট
  • প্রেমপুর
  • গামরিতলা (আংশিক)
  • বিলাইছড়ি
  • মগকাটা
  • বড়ইতলী

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খিরাম ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৭%।[] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাধ্যমিক বিদ্যালয়
মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • খিরাম আবু হানিফা (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বড়ইতলী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

খিরাম ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল খিরাম-নানুপুর সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

খাল ও নদী

সম্পাদনা

খিরাম ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সর্ত্তার খাল ও বিনাজুরী খাল।

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • খিরাম পাহাড়
  • সত্তা খাল

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ সোহরাব হোসাইন

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা