লক্ষ্মীছড়ি উপজেলা
লক্ষীছড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত একটি উপজেলা।
লক্ষীছড়ি | |
---|---|
উপজেলা | |
লক্ষীছড়ি | |
মানচিত্রে লক্ষীছড়ি উপজেলা | |
স্থানাঙ্ক: ২২°৪৮′৩৬.০০০″ উত্তর ৯১°৫৬′২৪.০০০″ পূর্ব / ২২.৮১০০০০০০° উত্তর ৯১.৯৪০০০০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | খাগড়াছড়ি জেলা |
প্রতিষ্ঠা | ৭ নভেম্বর ১৯৮৩ |
আয়তন | |
• মোট | ২২০.১৪ বর্গকিমি (৮৫.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ২৬,৯৮৭ |
• জনঘনত্ব | ১২০/বর্গকিমি (৩২০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৫.২০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৪৭০ |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ৪৬ ৬১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনালক্ষীছড়ি উপজেলার উত্তরে মহালছড়ি উপজেলা ও গুইমারা উপজেলা, দক্ষিণে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা ও রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা, পূর্বে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা, পশ্চিমে মানিকছড়ি উপজেলা ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা।
প্রশাসনিক এলাকা
সম্পাদনালক্ষীছড়ি উপজেলায় বর্তমানে ৩টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম লক্ষীছড়ি থানার আওতাধীন।
ইতিহাস
সম্পাদনাপাহাড় ঘেরা অরণ্য বেষ্টিত লক্ষীছড়ি উপজেলা ১৯৮৩ সালের ৭ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। পূর্বে এটি মানিকছড়ি উপজেলার অংশ ছিল। এ উপজেলার নামকরণ সম্পর্কে তেমন কিছু জানা না গেলেও ছড়ি শব্দের অর্থ প্রভাবিত হওয়া বুঝানো হয় এবং লক্ষীছড়ি উপজেলা সদরে লক্ষী পূজার প্রচলন ছিল বলেও এথেকে নামকরণ করা হয়ে থাকতে পারে বলে অনেকের ধারণা। এ ছাড়া উপজেলা সদরে অবস্থিত লক্ষীছড়ি মৌজার নামানুসারেও উপজেলার নাম লক্ষীছড়ি হয়ে থাকতে পারে।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী লক্ষ্মীছড়ি উপজেলা উপজেলার জনসংখ্যা ২৭,১৪৮ জন। এর মধ্যে পুরুষ ১৩,৮৩৪ জন এবং মহিলা ১৩,৩১০ জন। মোট জনসংখ্যার ২০.০৭% মুসলিম, ২.০৭% হিন্দু, ৭৭.৭৩% বৌদ্ধ এবং ০.১৩% খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে।এ উপজেলায় প্রধানত বাঙালি, চাকমা বসববাস করে।
শিক্ষা
সম্পাদনাশিক্ষা প্রতিষ্ঠান | : | (ক) কলেজ- ১টি (খ) উচ্চ বিদ্যালয়-১টি (গ) জুনিয়র উচ্চ বিদ্যালয়-৪ টি, | |
(ঘ) সরকারী প্রাথমিক বিদ্যালয়-২০ টি (ঙ) রেজিঃ বেসরকারী প্রাঃ বিদ্যালয়-০২টি (চ) আন-রেজিঃ বেসরকারী প্রাঃ বিদ্যালয়-৮টি (ছ) মাদ্রাসা-৬টি। |
অর্থনীতি
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাসংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[২] | সংসদ সদস্য[৩][৪][৫][৬][৭] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৯৯ পার্বত্য খাগড়াছড়ি | খাগড়াছড়ি জেলা | কুজেন্দ্র লাল ত্রিপুরা | বাংলাদেশ আওয়ামী লীগ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে লক্ষীছড়ি উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |