রাউজান উপজেলা

চট্টগ্রাম জেলার একটি উপজেলা

রাউজান বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি উপজেলা

রাউজান
উপজেলা
চুয়েট প্রবেশপথ
চুয়েট প্রবেশপথ
মানচিত্রে রাউজান উপজেলা
মানচিত্রে রাউজান উপজেলা
স্থানাঙ্ক: ২২°৩২′৩″ উত্তর ৯১°৫৬′১১″ পূর্ব / ২২.৫৩৪১৭° উত্তর ৯১.৯৩৬৩৯° পূর্ব / 22.53417; 91.93639 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
প্রতিষ্ঠাকালআগস্ট, ১৯৪৭
সংসদীয় আসন২৮৩ চট্টগ্রাম-৬
সরকার
 • সংসদ সদস্যএবিএম ফজলে করিম চৌধুরী
 • উপজেলা চেয়ারম্যানএ.কে.এম. এহেছানুল হায়দর চৌধুরী
আয়তন
 • মোট২৪৬.৫৮ বর্গকিমি (৯৫.২১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট৩,২২,৮৪০
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৮.১৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৪০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ১৫ ৭৪
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস ও নামকরণ সম্পাদনা

রাউজান উপজেলার প্রাচীন ইতিহাসের সাথে বৌদ্ধ উপনিবেশের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। জানা গেছে যে, রাউজানে আদি বসতি স্থাপনকারী হলো বৌদ্ধরা। বিনাজুরীতে প্রায় ৪ শত বছরের প্রাচীন বৌদ্ধ বিহার রয়েছে। রাউজান এলাকার নামকরণের সাথেও বৌদ্ধ ঐতিহ্য জড়িত। কারণ মোগল সুবেদার শায়েস্তা খান কর্তৃক ১৬৬৬ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম বিজয়ের প্রায় ১০০০ বছর পূর্ব থেকে সারা চট্টগ্রাম অঞ্চলই বৌদ্ধ ধর্মাবলম্বী মগ বা আরাকানীদের অধিকারে ছিল। ফলে রসিকতা করে অনেকে চট্টগ্রামকে মগের মুল্লুকও বলতেন। সে অনুযায়ী ধারণা করা হয় যে, রাউজানও একসময় আরাকান রাজ্যের অন্তর্গত ছিল। আরাকানী ভাষায় এটিকে বলা হত রজোওয়াং বা রাজ পরিবারের ভূমি। আর এ নামের অপভ্রংশ থেকেই রাউজান নামের উৎপত্তি হয়েছে বলে বিশিষ্ট পণ্ডিতগণের ধারণা।[২]

অবস্থান ও আয়তন সম্পাদনা

রাউজান উপজেলা চট্টগ্রাম জেলার উত্তর-পূর্বাংশে ২২°২৫´ থেকে ২২°৪০´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫১´ থেকে ৯১°৫৯´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে অবস্থিত।[৩] চট্টগ্রাম জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার।[৪] এ উপজেলার উত্তরে ফটিকছড়ি উপজেলারাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা, দক্ষিণে বোয়ালখালী উপজেলাকর্ণফুলী নদী, পূর্বে রাঙ্গুনিয়া উপজেলারাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা, পশ্চিমে হাটহাজারী উপজেলাফটিকছড়ি উপজেলা

রাউজান উপজেলার আয়তন ২৪৬.৫৮ বর্গ কিলোমিটার।[৩]

প্রশাসনিক এলাকা সম্পাদনা

১৯৪৭ সালের আগস্ট মাসে রাউজান থানার কার্যক্রম শুরু করা হয় এবং ১৯৮৪ সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হল।[৩] ২০০০ সালে রাউজান পৌরসভা ঘোষিত হয়।

রাউজান উপজেলায় ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ রাউজান উপজেলার প্রশাসনিক কার্যক্রম রাউজান মডেল থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

[৫]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রাউজান উপজেলার মোট জনসংখ্যা ৩,২৫,৩৮৯ জন। এর মধ্যে পুরুষ ১,৬৩,৯৬৩ জন এবং মহিলা ১,৬১,৪২৬ জন। মোট জনসংখ্যার ৭৫% মুসলিম, ১৮% হিন্দু, ৬% বৌদ্ধ ও ১% অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে। এ উপজেলায় মারমা, ত্রিপুরা, মগ প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।[৩]

শিক্ষা সম্পাদনা

রাউজান উপজেলার সাক্ষরতার হার ৬৮.১৪%। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সহ এ উপজেলায় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩টি বিশ্ববিদ্যালয় কলেজ, ৩টি স্নাতক কলেজ, ৩টি উচ্চ মাধ্যমিক কলেজ, ৪টি স্কুল এন্ড কলেজ, ২টি কামিল মাদ্রাসা, ৪টি ফাজিল মাদ্রাসা, ৪টি আলিম মাদ্রাসা, ১২টি দাখিল মাদ্রাসা, ৫টি এমপিও বিহীন দাখিল মাদ্রাসা, ৪৮টি মাধ্যমিক বিদ্যালয় (সহপাঠ), ৩টি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ৯টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৭৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৪]

পত্রিকা ও সাময়িকী সম্পাদনা

  • মাসিক : সুপ্রভাত রাউজান, মাসিক অঙ্গীকার, রাউজান নিউজ, স্বপ্নের রাউজান, রাউজানের প্রিয়কাগজ,
  • বার্ষিক : কম্পাস, সন্তর্পণ, সম্ভাবা।[৩]
  • অনলাইন নিউজ পোর্টাল: www.raozannews.com

অর্থনীতি সম্পাদনা

কৃষি

চট্টগ্রামের মরিচের চাহিদা রয়েছে ব্যাপক। ঐ মরিচের আকার, রং ও স্বাদে খুবই অতুলনীয়। রাউজানের বিস্তৃত এলাকা জুড়ে প্রচুর মরিচ জন্মে। মরিচ ছাড়াও ধনিয়া, পিঁয়াজ, বাদাম, আখ, তরমুজ, শসা, সরিষা, কলাই, ফেলন প্রভৃতি উৎপাদিত হয়। রাউজান কৃষি গবেষণা কেন্দ্রের তত্ত্বাবধানে হলদিয়া ও পাহাড়তলী এলাকার পাহাড়ে আদা, রসুন, পিঁঁয়াজ, হলুদ, তেজপাতা, দারুচিনি, কলা, নারিকেল, আনারস, সুপারী, জলপাই ইত্যাদির চাষ করা হচ্ছে। রাউজান কৃষি গবেষণা ইনস্টিটিউট নতুন জাতের বিভিন্ন বীজ উৎপাদন করে এবং দশ হাজার জাতের বীজ সংরক্ষণ করে।[৬] রাবার চাষের ক্ষেত্রে রাউজান বাংলাদেশের অন্যতম উপজেলা। রাউজানের হলদিয়া, ডাবুয়া, ঢালার মুখ এলাকায় প্রচুর রাবার বাগান রয়েছে। রাবার উৎপাদনে রাউজানের অবদান উল্লেখযোগ্য।

অন্যান্য শিল্প ও ব্যবসা বাণিজ্য

হালদা নদীর মুখে ১৯৬০ খ্রিষ্টাব্দ পর্যন্ত মদুনাঘাট জিয়া বাজারে প্রচুর শুটকি উৎপন্ন হত। বাঁশখালীর লোকেরা গদুনা নৌকা করে প্রচুর শুটকি ও লবণ হালদা নদী হয়ে খালের মধ্যে প্রবেশ করে বেচা কেনা করত। বাঁশ, বেত ও পাটি পাতার তৈরী কুটির শিল্পের জন্য রাউজান বিখ্যাত ছিল। হাল চাষের জন্য লাঙ্গল জোয়াল, ইত্যাদিতে কাঠ পাহাড়ে উৎপন্ন হতো। রাউজানে কুটির শিল্পের বিশেষতঃ লাঙ্গল জোয়াল তৈরির জন্য বিখ্যাত ছিল। কোরবানীর জন্য রাউজানের চৌধুরী হাট, সুদূর ইংরেজ ও পাকিস্তান আমলে নামকরা বাজার ছিল। কোরবানী গরুর জন্য ব্রাহ্মণ হাট এখন উত্তর চট্টগ্রামে বিখ্যাত হয়ে উঠেছে।[৬]

উত্তর-পূর্ব রাউজানের ঢালার মুখ এলাকায় প্রায় ১১০ একর জায়গায় গড়ে তোলা হচ্ছে অর্থনৈতিক অঞ্চল।

ব্যাংক সম্পাদনা

বাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবনীশক্তি হলো ব্যাংক এবং এই ব্যাংকগুলো দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্যকে করে পরিশীলিত। রাউজান উপজেলায় অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:

ক্রম নং ব্যাংকের ধরন ব্যাংকের নাম শাখা ব্যাংকিং পদ্ধতি ঠিকানা
০১ রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংক আমিরহাট শাখা[৭] সাধারণ গফুর শাহ বাণিজ্য বিতান (১ম তলা), আমিরহাট বাজার, হলদিয়া
০২ গহিরা শাখা[৮] গহিরা এফ কে জে মাদ্রাসা, রাউজান
০৩ রাউজান শাখা[৯] ফকিরহাট বাজার, রাউজান
০৪ জনতা ব্যাংক গহিরা শাখা[১০] গহিরা, রাউজান
০৫ জলিল নগর শাখা[১১] জলিল নগর, রাউজান
০৬ রূপালী ব্যাংক উরকিরচর শাখা[১২] উরকিরচর, রাউজান
০৭ চুয়েট শাখা[১৩] জব্বার মার্কেট, পাহাড়তলী, রাউজান
০৮ পথেরহাট শাখা[১৪] নোয়াপাড়া পথেরহাট, রাউজান
০৯ রাউজান শাখা[১৫] সিটি প্লাজা (২য় তলা), মুন্সির ঘাটা, রাউজান
১০ সোনালী ব্যাংক কাগতিয়া হাট শাখা[১৬] কাগতিয়া, রাউজান
১১ চুয়েট শাখা[১৭] চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১২ রাউজান শাখা[১৮] থানা রোড, ফকিরহাট, রাউজান
১৩ বেসিক ব্যাংক পথেরহাট শাখা[১৯] বিশেষায়িত ইবরাহীম সোবহান টাওয়ার, পথেরহাট, নোয়াপাড়া, রাউজান
১৪ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আইএফআইসি ব্যাংক গহিরা উপশাখা[২০] সাধারণ রাঙ্গামাটি রোড, ৩নং ওয়ার্ড, রাউজান পৌরসভা, চট্টগ্রাম
১৫ নোয়াজিশপুর উপশাখা[২১] সিকদার প্লাজা, নোয়াজিশপুর, রাউজান, চট্টগ্রাম
১৬ রাউজান উপশাখা[২২] আলম প্লাজা, বাসা নং ৭৮৫, পৌরসভা রোড, ৮নং ওয়ার্ড, রাউজান পৌরসভা, চট্টগ্রাম
১৭ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গহিরা শাখা[২৩] গহিরা, রাউজান পৌরসভা, চট্টগ্রাম
১৮ নোয়াপাড়া (চট্টগ্রাম) শাখা[২৪] পথেরহাট, নোয়াপাড়া, রাউজান, চট্টগ্রাম
১৯ রাউজান এসএমই/কৃষি শাখা[২৫] জি টি শপিং কমপ্লেক্স, মুন্সিঘাটা, ৮নং ওয়ার্ড, রাউজান পৌরসভা, চট্টগ্রাম
২০ কদলপুর উপশাখা[২৬] আশরাফ আলী হাট মার্কেট, কদলপুর, রাউজান, চট্টগ্রাম
২১ ইস্টার্ন ব্যাংক রাউজান শাখা[২৭] ভারতশ্বরী মার্কেট, কাপ্তাই রোড, নোয়াপাড়া, রাউজান, চট্টগ্রাম
২২ এনআরবি কমার্শিয়াল ব্যাংক রাউজান শাখা[২৮] ফিরোজ টাওয়ার, রঞ্জন আলী চৌধুরী হাট, রাউজান, চট্টগ্রাম
২৩ ফকিরহাট রাউজান উপশাখা[২৯] এইচ এন মার্ট, ৭নং ওয়ার্ড, উপজেলা রোড, ফকিরহাট, রাউজান পৌরসভা, চট্টগ্রাম
২৪ রাউজান রেজিঃ উপশাখা[৩০] রাউজান ভূমি রেজিস্ট্রেশন অফিস, রাউজান, চট্টগ্রাম
২৫ আল-আরাফাহ ইসলামী ব্যাংক গহিরা শাখা[৩১] ইসলামী শরিয়াহ্ ভিত্তিক এবিএম ফজলে করিম চৌধুরী অডিটোরিয়াম, গহিরা ডিগ্রী কলেজ, রাউজান, চট্টগ্রাম
২৬ পথেরহাট শাখা[৩২] পথেরহাট, নোয়াপাড়া, রাউজান, চট্টগ্রাম
২৭ ইউনিয়ন ব্যাংক পাহাড়তলী শাখা[৩৩] এম ওয়াই প্লাজা, পাহাড়তলী চৌমুহনী বাজার, রাউজান, চট্টগ্রাম
২৮ রাউজান শাখা[৩৪] নুরুল আমিন টাওয়ার (১ম ও ২য় তলা), জলিলনগর বাস স্টেশন, রাউজান, চট্টগ্রাম
২৯ ইসলামী ব্যাংক বাংলাদেশ রাউজান শাখা[৩৫] ২০১, চৌধুরী মার্কেট, ফকিরহাট, রাউজান, চট্টগ্রাম
৩০ এক্সিম ব্যাংক রাউজান পাহাড়তলী শাখা[৩৬] হাজী মকবুল টাওয়ার (১ম তলা), কাপ্তাই রোড, পাহাড়তলী চৌমুহনী, রাউজান, চট্টগ্রাম
৩১ গ্লোবাল ইসলামী ব্যাংক পথেরহাট শাখা[৩৭] স্টেশন মার্কেট, নোয়াপাড়া, রাউজান, চট্টগ্রাম
৩২ গশ্চি নয়াহাট উপশাখা[৩৮] মসজিদ মার্কেট, দেওয়ানপুর, পাহাড়তলী, রাউজান, চট্টগ্রাম
৩৩ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পথেরহাট শাখা[৩৯] খায়েজ আহমেদ শপিং সেন্টার, নোয়াপাড়া পথেরহাট, রাউজান, চট্টগ্রাম
৩৪ পাহাড়তলী চৌমুহনী শাখা[৪০] গ্রীন রোড (চুয়েটের কাছে), পাহাড়তলী চৌমুহনী, রাউজান, চট্টগ্রাম
৩৫ রাউজান শাখা[৪১] হাজী নূর সেন্টার, ফকিরহাট, রাউজান, চট্টগ্রাম
৩৬ কাগতিয়া বাজার উপশাখা[৪২] দুলাল চৌধুরী মার্কেট, কাগতিয়া, বিনাজুরী, রাউজান, চট্টগ্রাম

নদ-নদী সম্পাদনা

রাউজান উপজেলার দক্ষিণ পাশ দিয়ে কর্ণফুলি নদী ও পশ্চিম পাশ দিয়ে হালদা নদী বয়ে চলেছে।[৩]

হাটবাজার ও মেলা সম্পাদনা

রাউজান উপজেলায় মোট ২৪টি হাটবাজার রয়েছে ও বাৎসরিক ১২টি মেলা বসে।[৩]

উল্লেখযোগ্য হাট
  • লাম্বুর হাট
  • ফকিরহাট বাজার
  • রমজান আলী চৌধুরী হাট
  • অলি মিয়া হাট
  • নোয়াপাড়া পথের হাট
উল্লেখযোগ্য মেলা
  • মুক্তিযুদ্ধের বিজয় মেলা (রাউজান কলেজ মাঠ)
  • বৈশাখী মেলা (রাউজান কলেজ মাঠ)
  • বড় মৌলানার ওরশের মেলা (হাজীপাড়া)
  • দাওয়াতখোলা ওরশের মেলা (আইলিখিল)
  • চাঁদশাহ ওরশের মেলা (নাতোয়ান বাগিচা)
  • চৈত্র সংক্রান্তি মেলা
  • মাঘী পূর্ণিমার মেলা
  • মহামুনি মেলা (পাহাড়তলী)
  • বারুণী স্নান মেলা (রাউজান)
  • রথের মেলা
  • গোবিন্দ ঠাকুরের মেলা (ইদিলপুর)
  • মহাপরিনির্বাণ মেলা (রাউজান)

[৩]

দর্শনীয় স্থান সম্পাদনা

  • মাস্টারদা সূর্যসেনের বাস্তুভিটা ও স্মৃতিসৌধ
  • জগৎপুর আশ্রম
  • মহাকবি নবীনচন্দ্র সেনের বাস্তুভিটা ও স্মৃতিসৌধ
  • শাহ বিবির মসজিদ[৪৩]
  • মইস্যা বিবির মসজিদ[৪৪]
  • মহামুনি বৌদ্ধবিহার
  • রামধন জমিদার বাড়ি (ডাবুয়া ধরের বাড়ি)
  • যদুনাথ চৌধুরীর জমিদার বাড়ি
  • জগন্নাথ দেবালয় ও তোড়ন (ডাবুয়া)
  • কৈলাসেশ্বর শিবমন্দির ও শিবমূর্তি (ডাবুয়া, উনিশ শতক)
  • চুলামনি বৌদ্ধ বিহার (লাঠিছড়ি)
  • আবুরখীল বৌদ্ধ বিহার
  • আর্যমৈত্রেয় বৌদ্ধ বিহার (শায়িত মূর্তি)
  • রায়মুকুট দীঘি
  • লস্কর উজির দীঘি
  • ঈসা খাঁ দীঘি
  • বৃন্দাবন
  • লাম্বুর হাট (কর্ণফুলী নদীর পাড়)

[৩]

রাউজানের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

মুক্তিযুদ্ধের ঘটনাবলি সম্পাদনা

১৯৭১ সালের ১৩ এপ্রিল পাকবাহিনী উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তরপাড়ায় ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগ চালায় এবং ৪৮ জন নিরীহ লোককে হত্যা করে। একই দিন রাউজানস্থ চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজের (বর্তমানে চুয়েট) সামনে সম্মুখ লড়াইয়ে পাকবাহিনীর হাতে শহীদ হন সাইফুদ্দিন খালেদ চৌধুরী, অধ্যাপক দিলীপ কুমার চৌধুরী, শেখ মোজাফ্ফর আহমদ, আবদুর রব ও ইউনূস। উক্ত স্থানে শহীদদের স্মৃতি ফলক উন্মোচন করা হয়েছে। ১৩ এপ্রিল ১৯৭১ সালে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহকে তার প্রতিষ্ঠানের সামনে পাকবাহিনী ও রাজাকাররা নৃশংসভাবে হত্যা করে। এছাড়াও রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের জগৎমল্লাপাড়ার ৩৫ জনকে পাকবাহিনীরা নির্বিচারে গুলি করে হত্যা করে।[৩]

স্মৃতিচিহ্ন
  • বধ্যভূমি: ৩টি (ঊনসত্তরপাড়া, জগৎমল্লাপাড়া, গহিরা-শিলাপাড়া)
  • স্মৃতিস্তম্ভ: ১টি (পৌরসভা চত্তরে শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক)[৩]

সংসদীয় আসন সম্পাদনা

সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[৪৫] সংসদ সদস্য[৪৬][৪৭][৪৮][৪৯][৫০] রাজনৈতিক দল
২৮৩ চট্টগ্রাম-৬ রাউজান উপজেলা এবিএম ফজলে করিম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ
সংসদ সদস্যগণের তালিকা
ক্রম নং নির্বাচন সন নির্বাচিত সংসদ সদস্য রাজনৈতিক দল
১ম ১৯৭৩ অধ্যাপক মোহাম্মদ খালেদ বাংলাদেশ আওয়ামী লীগ
২য় ১৯৭৯ প্রথমে সালাউদ্দিন কাদের চৌধুরী

পরে উপনির্বাচনে

জহির উদ্দীন খান

মুসলিম লীগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল

৩য় ১৯৮৬ সালাউদ্দিন কাদের চৌধুরী জাতীয় পার্টি
৪র্থ ১৯৮৮ জিয়া উদ্দীন আহমেদ বাবলু জাতীয় পার্টি
৫ম ১৯৯১ সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)
৬ষ্ঠ ১৯৯৬ (ফেব্রুয়ারি) গোলাম আকবর খোন্দকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল
৭ম ১৯৯৬ (জুন) গিয়াসউদ্দীন কাদের চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
৮ম ২০০১ এবিএম ফজলে করিম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ
৯ম ২০০৮ এবিএম ফজলে করিম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ
১০ম ২০১৪ এবিএম ফজলে করিম চৌধুরী (বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত) বাংলাদেশ আওয়ামী লীগ
১১শ ২০১৮ এবিএম ফজলে করিম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ

[৫১]

উপজেলা পরিষদ ও প্রশাসন সম্পাদনা

ক্রম নং পদবী নাম
০১ উপজেলা চেয়ারম্যান এ.কে.এম এহছানুল হায়দার চৌধুরী[৫২]
০২ ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ[৫৩]
০৩ মহিলা ভাইস চেয়ারম্যান বেগম ফৌজিয়া খানম[৫৪]
০৪ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার
উপজেলা চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং উপজেলা চেয়ারম্যানের নাম সময়কাল
০১ এস এম আবদুল্লাহ ১৯৮৫-১৯৮৬
০২ লোকমান হাকিম ১৯৮৬-১৯৯১
০৩ এ.কে.এম এহছানুল হায়দার চৌধুরী ২০০৯-বর্তমান

[৫৫]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. এক নজরে রাউজান[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "রাউজান উপজেরার পটভূমি - রাউজান উপজেলা - রাউজান উপজেলা"raozan.chittagong.gov.bd। ১৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৭ 
  3. "রাউজান উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৭ 
  4. "এক নজরে রাউজান - রাউজান উপজেলা - রাউজান উপজেলা"raozan.chittagong.gov.bd। ৭ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৭ 
  5. "ইউনিয়ন সমূহ - রাউজান উপজেলা - রাউজান উপজেলা"raozan.chittagong.gov.bd। ১৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৭ 
  6. "ব্যবসা বাণিজ্য - রাউজান উপজেলা - রাউজান উপজেলা"raozan.chittagong.gov.bd। ২১ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৭ 
  7. "অগ্রণী ব্যাংক, আমিরহাট শাখা"agranibank.org। অগ্রণী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২ 
  8. "অগ্রণী ব্যাংক, গহিরা শাখা"agranibank.org। অগ্রণী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২ 
  9. "অগ্রণী ব্যাংক, রাউজান শাখা"agranibank.org। অগ্রণী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২ 
  10. "জনতা ব্যাংক, গহিরা শাখা"jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। Archived from the original on ২৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২ 
  11. "জনতা ব্যাংক, জলিল নগর শাখা"jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। Archived from the original on ২৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২ 
  12. "রূপালী ব্যাংক, উরকিরচর শাখা"rupalibank.org। রূপালী ব্যাংক লিমিটেড। ৩১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২২ 
  13. "রূপালী ব্যাংক, চুয়েট শাখা"rupalibank.org। রূপালী ব্যাংক লিমিটেড। ৩১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২২ 
  14. "রূপালী ব্যাংক, পথেরহাট শাখা"rupalibank.org। রূপালী ব্যাংক লিমিটেড। ৩১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২২ 
  15. "রূপালী ব্যাংক, রাউজান শাখা"rupalibank.org। রূপালী ব্যাংক লিমিটেড। ৩১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২২ 
  16. "সোনালী ব্যাংক - কাগতিয়া হাট শাখা"sonalibank.com.bd। সোনালী ব্যাংক লিমিটেড। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২ 
  17. "সোনালী ব্যাংক - চুয়েট শাখা"sonalibank.com.bd। সোনালী ব্যাংক লিমিটেড। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২ 
  18. "সোনালী ব্যাংক - রাউজান শাখা"sonalibank.com.bd। সোনালী ব্যাংক লিমিটেড। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২ 
  19. "বেসিক ব্যাংক, পথেরহাট শাখা"www.basicbanklimited.com। বেসিক ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২২ 
  20. "আইএফআইসি ব্যাংক, গহিরা উপশাখা"ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২২ 
  21. "আইএফআইসি ব্যাংক, নোয়াজিশপুর উপশাখা"ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২২ 
  22. "আইএফআইসি ব্যাংক, রাউজান উপশাখা"ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২২ 
  23. "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক - গহিরা শাখা"ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২২ 
  24. "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক - নোয়াপাড়া (চট্টগ্রাম) শাখা"ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২২ 
  25. "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক - রাউজান এসএমই/কৃষি শাখা"ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২২ 
  26. "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, কদলপুর উপশাখা"www.ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২ 
  27. "ইস্টার্ন ব্যাংক, রাউজান শাখা"ebl.com.bd। ইস্টার্ন ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২২ 
  28. "এনআরবি কমার্শিয়াল ব্যাংক - রাউজান শাখা"www.nrbcommercialbank.com। এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২ 
  29. "এনআরবি কমার্শিয়াল ব্যাংক - ফকিরহাট রাউজান উপশাখা"www.nrbcommercialbank.com। এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২ 
  30. "এনআরবি কমার্শিয়াল ব্যাংক - রাউজান রেজিঃ উপশাখা"www.nrbcommercialbank.com। এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২ 
  31. "আল-আরাফাহ ইসলামী ব্যাংক - গহিরা শাখা"al-arafahbank.com। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। ২২ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২২ 
  32. "আল-আরাফাহ ইসলামী ব্যাংক - পথেরহাট শাখা"al-arafahbank.com। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। ২২ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২২ 
  33. "ইউনিয়ন ব্যাংক - পাহাড়তলী শাখা"unionbank.com.bd। ইউনিয়ন ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২২ 
  34. "ইউনিয়ন ব্যাংক - রাউজান শাখা"unionbank.com.bd। ইউনিয়ন ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২২ 
  35. "ইসলামী ব্যাংক বাংলাদেশ, রাউজান শাখা"islamibankbd.com। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ২১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  36. "এক্সিম ব্যাংক, রাউজান পাহাড়তলী শাখা"eximbankbd.com। এক্সিম ব্যাংক (বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  37. "গ্লোবাল ইসলামী ব্যাংক, পথেরহাট শাখা"globalislamibankbd.com। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২ 
  38. "গ্লোবাল ইসলামী ব্যাংক, গশ্চি নয়াহাট উপশাখা"globalislamibankbd.com। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২ 
  39. "ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক - পথেরহাট শাখা"fsiblbd.com। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২ 
  40. "ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক - পাহাড়তলী চৌমুহনী শাখা"fsiblbd.com। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২ 
  41. "ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক - রাউজান শাখা"fsiblbd.com। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২ 
  42. "ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক - কাগতিয়া বাজার উপশাখা"fsiblbd.com। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১ মে ২০২২ 
  43. শাহ বিবির মসজিদ- চট্টগ্রামের ইতিহাস-প্রসংগ- আব্দুল হক চৌধুরী পৃষ্ঠা ৯২, প্রকাশকাল: জুন ১৯৮২।
  44. মইস্যা বিবির মসজিদ- চট্টগ্রামের ইতিহাস-প্রসংগ- আব্দুল হক চৌধুরী পৃষ্ঠা ৯২, প্রকাশকাল: জুন ১৯৮২।
  45. "Election Commission Bangladesh - Home page"www.ecs.org.bd 
  46. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  47. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  48. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  49. "জয় পেলেন যারা"দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  50. "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  51. "Welcome to Bangladesh Parliament"www.parliament.gov.bd। ১৭ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৭ 
  52. "এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী - রাউজান উপজেলা - রাউজান উপজেলা"raozan.chittagong.gov.bd। ২১ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৭ 
  53. "জনাব নুর মোহাম্মদ - রাউজান উপজেলা - রাউজান উপজেলা"raozan.chittagong.gov.bd। ১৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৭ 
  54. "বেগম ফৌজিয়া খানম - রাউজান উপজেলা - রাউজান উপজেলা"raozan.chittagong.gov.bd। ২১ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৭ 
  55. "পূর্বতন চেয়ারম্যানগণের নাম - রাউজান উপজেলা - রাউজান উপজেলা"raozan.chittagong.gov.bd। ১৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা