উদালিয়া চা বাগান
উদালিয়া চা বাগান বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানায় সুয়াবিল ইউনিয়নে অবস্থিত একটি চা বাগান।[১] এটি চট্টগ্রামের বড় ও উন্নয়নশীল চা-বাগানগুলোর মধ্যে অন্যতম।[২]
ইতিহাস
সম্পাদনাচা-বাগানটি প্রায় ২০০ বছর আগে ব্রিটিশ শাসন আমলে গড়ে উঠেছিল। চা-বাগানটি ৩,০৪৪ একর পাহাড়ি টিলা ও সমতল ভূমিতে গড়ে উঠে। ২০০৩ সালে মোস্তাফা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নামে শিল্প প্রতিষ্ঠান চা-বাগানটি কিনে নেয়।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "ঐতিহ্যের চা বাগান উদালিয়া"। মানবকন্ঠ। ২০২৩-০৭-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২৪।
- ↑ "ক্ষতি কি, হারিয়ে যাই যদি ঐ দূর তেপান্তরে"। দৈনিক পূর্বকোণ। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২৪।
উইকিমিডিয়া কমন্সে উদালিয়া চা বাগান সংক্রান্ত মিডিয়া রয়েছে।