কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ

কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ চট্টগ্রামের হাটহাজারিতে [১] অবস্থিত একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় । এটি ১৯৭২ সালে [২] এলাকার কতিপয় শিক্ষানুরাগীদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়।

কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ
নীতিবাক্য'"জ্ঞানই শক্তি, জ্ঞানই আলো"
স্থাপিত১৯৭২
প্রতিষ্ঠাতাশেখ মোহাম্মদ
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষজয়নাল আবেদিন
অবস্থান
কাপ্তাই রোড, নূরালীবাড়ি, চট্টগ্রাম, হাটহাজারি - ৪৩১৩
পোশাকের রঙসাদা এবংকালো         

পাঠাগার সম্পাদনা

কলেজের পুরাতন ভবনের উপরতলয়ায় রয়েছে বিশাল পাঠাগার। এখানে পড়াশুনার সুষ্ঠু পরিবেশ বিদ্যমান।

ক্যাম্পাস সম্পাদনা

একটি রাজনীতিমুক্ত প্রতিষ্ঠান এবং ক্যাম্পাস সি.সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।

বিজ্ঞানাগার সম্পাদনা

অত্র কলেজের বিজ্ঞান বিভাগের জন্য সংরক্ষিত বিজ্ঞানাগার গুলো যুগোপযোগী ব্যবহারিক যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Quaish Burischar Sk. Mohd. City Corporation College - Google Search"www.google.com। সংগ্রহের তারিখ ২০১৯-০২-০৬ 
  2. "National University :: College Details"www.nubd.info। সংগ্রহের তারিখ ২০১৯-০২-০৬