সৈয়দ ওয়াহিদুল আলম

বাংলাদেশী রাজনীতিবিদ

সৈয়দ ওয়াহিদুল আলম (আনু. ১৯৪৬ — ২৭ মে ২০১৮) ছিলেন বাংলাদেশের রাজনীতিবিদ। তিনি চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ছিলেন। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ছিলেন।

সৈয়দ ওয়াহিদুল আলম
চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৭ ফেব্রুয়ারি ১৯৯১ – ২৮ অক্টোবর ২০০৬
রাষ্ট্রপতিশাহাবুদ্দিন আহমেদ,
আবদুর রহমান বিশ্বাস,
শাহাবুদ্দিন আহমেদ,
একিউএম বদরুদ্দোজা চৌধুরী,
জমির উদ্দিন সরকার,
ইয়াজউদ্দিন আহম্মেদ

প্রধানমন্ত্রী

খালেদা জিয়া,
শেখ হাসিনা,
খালেদা জিয়া
পূর্বসূরীআনিসুল ইসলাম মাহমুদ
উত্তরসূরীফজলে করিম চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু. ১৯৪৬
লালিয়ারহাট, হাটহাজারী, চট্টগ্রাম
মৃত্যু২৭ মে ২০১৮
সেন্ট্রাল হাসপাতাল, ধানমন্ডি
সমাধিস্থলপারিবারিক কবরস্থান
লালিয়ারহাট, হাটহাজারী, চট্টগ্রাম
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
দাম্পত্য সঙ্গীফরিদা ওয়াহিদ
সন্তানসাকিলা ফারজানা,
আকলিমা ফারজানা
প্রাক্তন শিক্ষার্থীকুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

প্রাথমিক জীবন

সম্পাদনা

সৈয়দ ওয়াহিদুল আলম আনু. ১৯৪৬ চট্টগ্রামের হাটহাজারীর লালিয়ারহাটে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী ফরিদা ওয়াহিদ। এই দম্পতীর ২ মেয়ে। বড় মেয়ে ব্যারিস্টার সাকিলা ফারজানা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য। ছোট মেয়ে ব্যারিস্টার আকলিমা ফারজানা সুপ্রিম কোর্টের আইনজীবী।

রাজনৈতিক জীবন

সম্পাদনা

সৈয়দ ওয়াহিদুল আলম ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্তি ছিলেন। ১৯৬৮ সালে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বিএনপি প্রতিষ্ঠার পর ওয়াহিদুল আলম এই দলে যোগ দেন। যুবদলের প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহসভাপতি ছিলেন তিনি। এ ছাড়া ছিলেন জাতীয় যুব সংস্থার চট্টগ্রাম বিভাগের চেয়ারম্যান।

১৯৮৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি হাটহাজারী উপজেলা চেয়ারম্যান ছিলেন।

তিনি ১৯৯১ সালের পঞ্চম,[] ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ,[] ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম[] ও ১ অক্টোবর ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[][]

তিনি অষ্টম জাতীয় সংসদে হুইপ ছিলেন। একই সময়ে তিনি গাইবান্ধার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্বও পালন করেন।

২০০৮-০৯ মেয়াদে চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করা ওয়াহিদুল আলম দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকও ছিলেন।

তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টাও ছিলেন।

মৃত্যু

সম্পাদনা

সৈয়দ ওয়াহিদুল আলম ২৭ মে ২০১৮ সালে ঢাকার ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে চট্টগ্রামের হাটহাজারীর লালিয়ারহাটের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  4. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"Vote Monitor Networks। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৮ 
  5. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।