ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি

বাংলাদেশের ব্যাংক

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি হচ্ছে বাংলাদেশের শরিয়াহ্ভিত্তিক একটি পাবলিক লিমিটেড ব্যাংক যেটি প্রতিষ্ঠিত হয়েছিল ২৯শে আগস্ট ১৯৯৯ সালে। এরপর ২২শে সেপ্টেম্বর ১৯৯৯ সালে বাংলাদেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক হতে প্রচলিত ব্যাংকিং ধারার কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে অনুমতি বা লাইসেন্স প্রাপ্ত হয়। এটি আবার পরে ০১ জানুয়ারী ২০০৯ সাল থেকে প্রচলিত ব্যাংকিং ধারার বদলে শরিয়াহ্ভিত্তিক ব্যাংকিং ধারায় কার্যক্রম শুরু করে। ২০০৮ সালে ব্যাংকটি শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয়।[] বর্তমানে ব্যাংকটি ০৯টি আঞ্চলিক কার্যালয়, ২০৫টির অধিক শাখা, ১৭০টির অধিক উপশাখা, ২৪৬টির অধিক এটিএম, ১০০টির অধিক এজেন্ট ব্যাংকিং আউটলেট, ২৬টিরও অধিক কালেকশন বুথ এবং বিস্তৃত একটি শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে তাদের ব্যাংকিং কার্যক্রমের সেবা চালিয়ে যাচ্ছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি
ধরনপাবলিক লিমিটেড কোম্পানী
শিল্পব্যাংকিং
প্রতিষ্ঠাকাল২২ সেপ্টেম্বর ১৯৯৯; ২৪ বছর আগে (1999-09-22)
সদরদপ্তর,
বাংলাদেশ
প্রধান ব্যক্তি
আবদুল মান্নান (চেয়ারম্যান)[]
পণ্যসমূহবাংকিং সেবা
কনজ্যুমার ব্যাংকিং
কর্পোরেট ব্যাংকিং
অর্থায়ন ব্যাংকিং
ওয়েবসাইটfsiblbd.com

ইতিহাস

সম্পাদনা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ১৯৯৯ সালে অর্ন্তভুক্ত করা হয় একটি বাণিজ্যিক ব্যাংক হিসেবে। ১ বিলিয়ন টাকা মূলধন নিয়ে ২৫ অক্টোবর ১৯৯৯ সালে এটি যাত্রা শুরু করে।[] ২০১৪ সালে বাংলাদেশ স্পোটর্স প্রেস এ্যসোসিয়েশন (BSPA) এটিকে সেরা স্পন্সর হিসেবে ঘোষণা করে। [] ব্যাংকটি জাতীয় স্কুল হকি লীগকে স্পন্সর করেছিল।[]

দাতব্য

সম্পাদনা

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংকটি প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে। ব্যাংকি একটি দাতব্য হাসপাতাল ও বিদ্যালয় স্থাপন করেছে। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "এস আলম মুক্ত হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক"দ্য ডেইলি স্টার বাংলা। ২ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪ 
  2. "CSE"www.cse.com.bd। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৬ 
  3. মোহাম্মদ আবদুল মজিদ (২০১২)। "ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  4. "FSIBL gets best sponsor award"thefinancialexpress-bd.com। The Financial Express। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৬ 
  5. "Negre inaugurates school hockey"thedailystar.net। The Daily Star। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৬ 
  6. "FSIBL vows to strengthen CSR activities"print.thefinancialexpress-bd.com। International Publications Limited। ২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা