উত্তর মাদার্শা ইউনিয়ন
উত্তর মাদার্শা বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
উত্তর মাদার্শা | |
---|---|
ইউনিয়ন | |
১০নং উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে উত্তর মাদার্শা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৯′১৪″ উত্তর ৯১°৫১′১৭″ পূর্ব / ২২.৪৮৭২২° উত্তর ৯১.৮৫৪৭২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | হাটহাজারী উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | শাহেদুল আলম শাহেদ |
আয়তন | |
• মোট | ১২.২৯ বর্গকিমি (৪.৭৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২২,০৫৫ |
• জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৮.৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৩৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাউত্তর মাদার্শা ইউনিয়নের আয়তন ৩,০৩৭ একর (১২.২৯ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উত্তর মাদার্শা ইউনিয়নের মোট জনসংখ্যা ২২,০৫৫ জন। এর মধ্যে পুরুষ ১০,৪৮০ জন এবং মহিলা ১১,৫৭৫ জন। মোট পরিবার ৪,২৬৬টি।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাহাটহাজারী উপজেলার দক্ষিণ-পূর্বাংশে উত্তর মাদার্শা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে গড়দুয়ারা ইউনিয়ন, মেখল ইউনিয়ন ও রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন; পশ্চিমে ফতেপুর ইউনিয়ন ও চিকনদণ্ডী ইউনিয়ন; দক্ষিণে দক্ষিণ মাদার্শা ইউনিয়ন, রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়ন, হালদা নদী ও রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন এবং পূর্বে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন, হালদা নদী ও রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাউত্তর মাদার্শা হাটহাজারী উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এটি জাতীয় সংসদের ২৮২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৫ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাটহাজারী মডেল থানার আওতাধীন। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- উত্তর মাদার্শা
- মাহলুমা
- রহমতঘোনা
- নতুন হাট
- মাদার্শা
- মাছুয়াঘোনা
- রোসাঙ্গিয়াঘোনা
- মুন্সিঘোনা
নামকরণ
সম্পাদনাপ্রখ্যাত সুফিসাধক হযরত বদিউদ্দিন শাহ মাদার বা মাদারী শাহ এর নাম অনুসারে মাদার্শা গ্রামের নামকরণ করা হয়েছে।[২]
ইতিহাস
সম্পাদনা১৯৬০ খ্রিষ্টাব্দের আগে গড়দুয়ারা, উত্তর মাদার্শা ও দক্ষিণ মাদার্শা 'মাদার্শা' নামেই একটি ইউনিয়ন ছিল।[২]
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উত্তর মাদার্শা ইউনিয়নের সাক্ষরতার হার ৬৮.৫%।[১] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়[৩]
- মাদ্রাসা[৪]
- তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
- মোহাম্মদিয়া হাশেমিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
- আয়েশা ছিদ্দিক মহিলা মাদ্রাসা
- মাদার্শা হামিদিয়া দারুল উলুম মাদ্রাসা
- শাহ মজিদিয়া মাদ্রাসা
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[৫]
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর মাদার্শা আনোয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যলয়
- উত্তর মাদার্শা দিশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছাফা মোতালেব মুন্সিঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ বাড়িয়াঘোনা (পশ্চিম) সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ বাড়িয়াঘোনা (পূর্ব) সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাড়িয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাছুয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাদার্শা নতুনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাদার্শা মাহলুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাদার্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রহমতঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রামদাসহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রোসাঙ্গিয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- আল ইকরা কিন্ডারগার্টেন
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাউত্তর মাদার্শা ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল হাটহাজারী-উত্তর মাদার্শা সড়ক, মদুনাঘাট-উত্তর মাদার্শা সড়ক এবং ফতেয়াবাদ-উত্তর মাদার্শা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাউত্তর মাদার্শা ইউনিয়নে ৪৬টি মসজিদ ও ৫টি মন্দির রয়েছে।[৬]
খাল ও নদী
সম্পাদনাউত্তর মাদার্শা ইউনিয়নের পূর্ব, দক্ষিণ ও মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়েছে হালদা নদী।[৭]
হাট-বাজার
সম্পাদনাউত্তর মাদার্শা ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল:[৮]
- ছৈয়দ আহমদ হাট
- বদিউল আলম হাট
- মাহলুমা বাজার
- মৌলানা সাহেবের পুল বাজার
- রামদাস মুন্সীর হাট
দর্শনীয় স্থান
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: শাহেদুল আলম শাহেদ[১০]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ "উত্তর মাদার্শা ইউনিয়নের ইতিহাস - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"। northmadarshaup.chittagong.gov.bd। ১৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"। northmadarshaup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"। northmadarshaup.chittagong.gov.bd।
- ↑ "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"। northmadarshaup.chittagong.gov.bd।
- ↑ "মসজিদ ও ঈমামদের নাম ও মোবাইল নম্বর - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"। northmadarshaup.chittagong.gov.bd। ১৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭।
- ↑ "নদী ও খাল - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"। northmadarshaup.chittagong.gov.bd। ১৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"। northmadarshaup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"। northmadarshaup.chittagong.gov.bd। ১৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭।
- ↑ "- উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"। northmadarshaup.chittagong.gov.bd।