পূর্ব গুজরা ইউনিয়ন
পূর্ব গুজরা বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
পূর্ব গুজরা | |
---|---|
ইউনিয়ন | |
১০নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে পূর্ব গুজরা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৭′৫৪″ উত্তর ৯১°৫৫′১৭″ পূর্ব / ২২.৪৬৫০০° উত্তর ৯১.৯২১৩৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | রাউজান উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আব্বাস উদ্দীন |
আয়তন | |
• মোট | ২৭.১৭ বর্গকিমি (১০.৪৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ২১,৯৮২ |
• জনঘনত্ব | ৮১০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭০.২৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৪৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাপূর্ব গুজরা ইউনিয়নের আয়তন ৬৭১৪ একর (২৭.১৭ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী পূর্ব গুজরা ইউনিয়নের লোকসংখ্যা ২১,৯৮২ জন। এর মধ্যে পুরুষ ১০,৭২৬ জন এবং মহিলা ১১,২৫৬ জন।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনারাউজান উপজেলার মধ্য-পশ্চিমাংশে পূর্ব গুজরা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বিনাজুরী ইউনিয়ন ও রাউজান ইউনিয়ন; পূর্বে কদলপুর ইউনিয়ন ও পাহাড়তলী ইউনিয়ন; দক্ষিণে বাগোয়ান ইউনিয়ন, নোয়াপাড়া ইউনিয়ন ও পশ্চিম গুজরা ইউনিয়ন এবং পশ্চিমে পশ্চিম গুজরা ইউনিয়ন, হালদা নদী ও হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন ও গড়দুয়ারা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাপূর্ব গুজরা রাউজান উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাউজান মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৬ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত:
- আঁধারমানিক
- পূর্ব গুজরা
- উত্তর গুজরা
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাপূর্ব গুজরা ইউনিয়নের সাক্ষরতার হার ৭০.২৯%।[১] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ (মহিলা), ১টি আলিম মাদ্রাসা, ৬টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ৮টি প্রাথমিক বিদ্যালয় ও ৬টি কিন্ডারগার্টেন রয়েছে।[৩]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- মাদ্রাসা
- পূর্ব গুজরা মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা
- আঁধারমানিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- আঁধারমানিক হাফেজিয়া মুনিরুল মোস্তফা দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়
- আঁধারমানিক উচ্চ বিদ্যালয়
- উত্তর গুজরা উচ্চ বিদ্যালয়
- পশ্চিম আঁধারমানিক রামমোহন উচ্চ বিদ্যালয়
- পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়
- মধ্যম আঁধারমানিক উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আঁধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর গুজরা উমা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর গুজরা বিশ্বাস পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম আঁধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব গুজরা মোহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিনাজুরী হরিপদ স্মরনী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্যম আঁধারমানিক আলিমিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হোয়ারা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- হলি পীস কেজি স্কুল
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাপ্রধান সড়ক রাউজান-নোয়াপাড়া সংযোগ সড়ক এবং গশ্চি নয়াহাট-পূর্ব গুজরা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
সম্পাদনাপূর্ব গুজরার পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী। এছাড়া রয়েছে মগদাইর খাল।[৯]
হাট-বাজার
সম্পাদনাপূর্ব গুজরা ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল আলিমিয়া হাট, নতুন চৌধুরী হাট, রঘুনন্দন চৌধুরী হাট এবং নতুন রঘুনন্দন চৌধুরী হাট।[১০]
দর্শনীয় স্থান
সম্পাদনা- পূর্ব গুজরা ভঙ্গের দীঘির পাড়
চট্টগ্রাম শহর হতে গশ্চি নয়াহাট নেমে সিএনজি যোগে পূর্ব গুজরা গ্রামে।
- মহাকবি নবীন সেন স্মৃতি সৌধ
কাপ্তাই সড়ক হতে নোয়াপাড়া সেকশন-২ সড়ক দিয়ে পুরাতন রঘুনন্দন চৌধুরী হাট হয়ে নিশ্চার ঘাট ব্রীজ সংলগ্ন।[১১]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- নূতন চন্দ্র সিংহ –– নারীশিক্ষার অগ্রদূত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা।
- বিশুদ্ধানন্দ মহাথের –– বৌদ্ধ শাস্ত্রবিদ।
- মাওলানা সৈয়দ আওলিয়া –– ১৮০০ শতাব্দিতে পূর্ব গুজরা ইউনিয়নে অবস্থিত আঁধারমানিক গ্রামে সর্ব প্রথম ইসলাম ধর্ম প্রচার করেন।
- মৌলানা ছৈয়দ ছেরাজ উদ্দিন ---ছৈয়দ আওলিয়ার বাড়ি, উত্তর গুজরা গ্রামে এই পীরের মাজার অবস্থিত।
- মৌলানা ছৈয়দ আবদুল জলিল ---ছৈয়দ আওলিয়ার বাড়ি, উত্তর গুজরা গ্রামে এই পীরের মাজার অবস্থিত।
- রোহিণীরঞ্জন বড়ুয়া –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: আব্বাস উদ্দীন আহমেদ[১৩]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | উকিল চন্দ্র বড়ুয়া (উনিক মাতব্বর) | |
০২ | রমেশ মহাজন | |
০৩ | ফয়েজ আলী মাতব্বর | |
০৪ | এডভোকেট রুহিনী বড়ুয়া | |
০৫ | ফজল করিম চৌধুরী | |
০৬ | গোলাম হোসেন | |
০৭ | মোস্তাফিজুর রহমান চৌধুরী | |
০৮ | গোলাম মোস্তফা চৌধুরী | |
০৯ | আকতার হোসেন রাজু | |
১০ | আব্বাস উদ্দীন আহমেদ | |
১১ | আলহাজ্ব আবু হোসেন | |
১২ | আব্বাস উদ্দীন আহমেদ | ২০১৬-বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "রাউজান উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - পূর্ব গুজরা ইউনিয়ন - পূর্ব গুজরা ইউনিয়ন"। purbagujraup.chittagong.gov.bd। ২৪ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭।
- ↑ "এক নজরে পূর্ব গুজরা - পূর্ব গুজরা ইউনিয়ন - পূর্ব গুজরা ইউনিয়ন"। purbagujraup.chittagong.gov.bd। ২৪ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭।
- ↑ "কলেজ - পূর্ব গুজরা ইউনিয়ন - পূর্ব গুজরা ইউনিয়ন"। purbagujraup.chittagong.gov.bd। ২৪ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭।
- ↑ "মাদ্রাসা - পূর্ব গুজরা ইউনিয়ন - পূর্ব গুজরা ইউনিয়ন"। purbagujraup.chittagong.gov.bd। ২৪ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - পূর্ব গুজরা ইউনিয়ন - পূর্ব গুজরা ইউনিয়ন"। purbagujraup.chittagong.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41102&union=18[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - পূর্ব গুজরা ইউনিয়ন - পূর্ব গুজরা ইউনিয়ন"। purbagujraup.chittagong.gov.bd। ২৪ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭।
- ↑ "খাল ও নদী - পূর্ব গুজরা ইউনিয়ন - পূর্ব গুজরা ইউনিয়ন"। purbagujraup.chittagong.gov.bd। ২৪ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭।
- ↑ "হাট বাজার - পূর্ব গুজরা ইউনিয়ন - পূর্ব গুজরা ইউনিয়ন"। purbagujraup.chittagong.gov.bd। ২৪ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭।
- ↑ "দর্শনীয়স্থান - পূর্ব গুজরা ইউনিয়ন - পূর্ব গুজরা ইউনিয়ন"। purbagujraup.chittagong.gov.bd। ২৪ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - পূর্ব গুজরা ইউনিয়ন - পূর্ব গুজরা ইউনিয়ন"। purbagujraup.chittagong.gov.bd। ২৪ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭।
- ↑ Team, Samakal Online। "SAMAKAL - GET THE LATEST ONLINE BANGLA NEWS !"। SAMAKAL। ৯ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭।
- ↑ "পূর্বতন চেয়ারম্যান - পূর্ব গুজরা ইউনিয়ন - পূর্ব গুজরা ইউনিয়ন"। purbagujraup.chittagong.gov.bd। ২৪ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭।