পশ্চিম গুজরা ইউনিয়ন

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার একটি ইউনিয়ন

পশ্চিম গুজরা বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

পশ্চিম গুজরা
ইউনিয়ন
১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ
পশ্চিম গুজরা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
পশ্চিম গুজরা
পশ্চিম গুজরা
পশ্চিম গুজরা বাংলাদেশ-এ অবস্থিত
পশ্চিম গুজরা
পশ্চিম গুজরা
বাংলাদেশে পশ্চিম গুজরা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৭′৫৪″ উত্তর ৯১°৫৪′৭″ পূর্ব / ২২.৪৬৫০০° উত্তর ৯১.৯০১৯৪° পূর্ব / 22.46500; 91.90194 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলারাউজান উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানলায়ন সাহাবুদ্দীন আরিফ
আয়তন
 • মোট১০.১০ বর্গকিমি (৩.৯০ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
 • মোট১৯,১৩৭
 • জনঘনত্ব১,৯০০/বর্গকিমি (৪,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৮.১৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৪৬ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

পশ্চিম গুজরা ইউনিয়নের আয়তন ২৪৯৬ একর (১০.১০ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যা সম্পাদনা

২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিম গুজরা ইউনিয়নের লোকসংখ্যা ১৯,১৩৭ জন। এর মধ্যে পুরুষ ৯,৪০৭ জন এবং মহিলা ৯,৭৩০ জন।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

রাউজান উপজেলার পশ্চিমাংশে পশ্চিম গুজরা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে উরকিরচর ইউনিয়ননোয়াপাড়া ইউনিয়ন; পূর্বে পূর্ব গুজরা ইউনিয়ন; উত্তরে পূর্ব গুজরা ইউনিয়ন, হালদা নদীহাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন এবং পশ্চিমে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

পশ্চিম গুজরা রাউজান উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাউজান মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • কাগতিয়া
  • পশ্চিম গুজরা
  • মীরদার পাড়া
  • উত্তর গুজরা
  • কাঁঠালভাঙ্গা
  • বদুমুন্সি পাড়া

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

পশ্চিম গুজরা ইউনিয়নে সাক্ষরতার হার ৬৮.১৮%।[১] এ ইউনিয়নে ১টি কামিল মাদ্রাসা, ১টি আলিম মাদ্রাসা, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ১৩টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি প্রি-ক্যাডেট স্কুল রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

মাদ্রাসা

[২]

মাধ্যমিক বিদ্যালয়

[৩]

প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর গুজরা আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর গুজরা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর গুজরা তকি শিকদারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর গুজরা ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর গুজরা মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাগতিয়া এ কে সি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাঁঠাল ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গুজরা বিশ্বেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গুজরা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গুজরা শ্যামাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম গুজরা ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম গুজরা রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বদুমুন্সি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

[৪]

প্রি-ক্যাডেট স্কুল
  • কাগতিয়া প্রি-ক্যাডেট স্কুল

[৫] দীপংকর সুপ্রভা (অলাভজনক মানবিক প্রতিষ্ঠান) ট্রাস্ট পশ্চিম গুজরা কাঝর দিঘীর পাড় রাউজান।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

পশ্চিম গুজরা ইউনিয়নের প্রধান সড়ক নোয়াপাড়া-মগদাই বাজার সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

খাল ও নদী সম্পাদনা

পশ্চিম গুজরা ইউনিয়নের উত্তর পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী[৬] এছাড়াও রয়েছে কাগতিয়া খাল ।

হাট-বাজার সম্পাদনা

পশ্চিম গুজরা ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল কাগতিয়া বাজার, মগদাই বাজার, রঘুনন্দন চৌধুরী হাট এবং রাম বাজার।[৭]

দর্শনীয় স্থান সম্পাদনা

  • জেতবন বিহার ও কমপ্লেক্স

নোয়াপাড়া পথেরহাট থেকে উত্তরে কাগতিয়া-রাউজান সড়কের পশ্চিম গুজরা ইউনিয়নের কাঝর দিঘীর পাড়(বড়ুয়া পাড়া)গ্রামে এই কমপ্লেক্সটি অবস্থিত।

নোয়াপাড়া পথেরহাট হতে প্রায় ৩ মাইল ভিতরে কাগতিয়া বাজার এসে সেখান থেকে আরও প্রায় এক মাইল পশ্চিম দিকে গেলেই দেখা যাবে হালদা নদী।[৮]

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান: লায়ন সাহাবুদ্দীন আরিফ[৯]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "রাউজান উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "মাদ্রাসা - পশ্চিম গুজরা ইউনিয়ন - পশ্চিম গুজরা ইউনিয়ন"paschimgujraup.chittagong.gov.bd। ২১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭ 
  3. "মাধ্যমিকবিদ্যালয় - পশ্চিম গুজরা ইউনিয়ন - পশ্চিম গুজরা ইউনিয়ন"paschimgujraup.chittagong.gov.bd 
  4. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41102&union=19[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - পশ্চিম গুজরা ইউনিয়ন - পশ্চিম গুজরা ইউনিয়ন"paschimgujraup.chittagong.gov.bd। ২১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭ 
  6. "নদ নদী - পশ্চিম গুজরা ইউনিয়ন - পশ্চিম গুজরা ইউনিয়ন"paschimgujraup.chittagong.gov.bd। ২১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭ 
  7. "হাট বাজারের তালিকা - পশ্চিম গুজরা ইউনিয়ন - পশ্চিম গুজরা ইউনিয়ন"paschimgujraup.chittagong.gov.bd 
  8. "দর্শনীয়স্থান - পশ্চিম গুজরা ইউনিয়ন - পশ্চিম গুজরা ইউনিয়ন"paschimgujraup.chittagong.gov.bd। ২১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭ 
  9. Team, Samakal Online। "SAMAKAL - GET THE LATEST ONLINE BANGLA NEWS !"SAMAKAL। ৯ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা