পশ্চিম গুজরা ইউনিয়ন
পশ্চিম গুজরা বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
পশ্চিম গুজরা | |
---|---|
ইউনিয়ন | |
১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে পশ্চিম গুজরা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৭′৫৪″ উত্তর ৯১°৫৪′৭″ পূর্ব / ২২.৪৬৫০০° উত্তর ৯১.৯০১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | রাউজান উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | লায়ন সাহাবুদ্দীন আরিফ |
আয়তন | |
• মোট | ১০.১০ বর্গকিমি (৩.৯০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ১৯,১৩৭ |
• জনঘনত্ব | ১,৯০০/বর্গকিমি (৪,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৮.১৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৪৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাপশ্চিম গুজরা ইউনিয়নের আয়তন ২৪৯৬ একর (১০.১০ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিম গুজরা ইউনিয়নের লোকসংখ্যা ১৯,১৩৭ জন। এর মধ্যে পুরুষ ৯,৪০৭ জন এবং মহিলা ৯,৭৩০ জন।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনারাউজান উপজেলার পশ্চিমাংশে পশ্চিম গুজরা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে উরকিরচর ইউনিয়ন ও নোয়াপাড়া ইউনিয়ন; পূর্বে পূর্ব গুজরা ইউনিয়ন; উত্তরে পূর্ব গুজরা ইউনিয়ন, হালদা নদী ও হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন এবং পশ্চিমে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাপশ্চিম গুজরা রাউজান উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাউজান মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- কাগতিয়া
- পশ্চিম গুজরা
- মীরদার পাড়া
- উত্তর গুজরা
- কাঁঠালভাঙ্গা
- বদুমুন্সি পাড়া
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাপশ্চিম গুজরা ইউনিয়নে সাক্ষরতার হার ৬৮.১৮%।[১] এ ইউনিয়নে ১টি কামিল মাদ্রাসা, ১টি আলিম মাদ্রাসা, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ১৩টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি প্রি-ক্যাডেট স্কুল রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাদ্রাসা
- কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদ্রাসা
- পশ্চিম গুজরা মনিরিয়া দারুসসুন্নাহ আলিম মাদ্রাসা
- উত্তর গুজরা বায়তুল উলুম দাখিল মাদ্রাসা
- মোহাম্মদিয়া আদর্শ দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- উত্তর গুজরা আবদুল ছালাম আদর্শ উচ্চ বিদ্যালয়
- উত্তর গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়
- গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়
- পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়
- মীরদার পাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর গুজরা আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর গুজরা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর গুজরা তকি শিকদারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর গুজরা ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর গুজরা মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাগতিয়া এ কে সি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাঁঠাল ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গুজরা বিশ্বেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গুজরা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গুজরা শ্যামাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম গুজরা ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম গুজরা রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বদুমুন্সি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- প্রি-ক্যাডেট স্কুল
- কাগতিয়া প্রি-ক্যাডেট স্কুল
[৫] দীপংকর সুপ্রভা (অলাভজনক মানবিক প্রতিষ্ঠান) ট্রাস্ট পশ্চিম গুজরা কাঝর দিঘীর পাড় রাউজান।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাপশ্চিম গুজরা ইউনিয়নের প্রধান সড়ক নোয়াপাড়া-মগদাই বাজার সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
সম্পাদনাপশ্চিম গুজরা ইউনিয়নের উত্তর পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী।[৬] এছাড়াও রয়েছে কাগতিয়া খাল।
হাট-বাজার
সম্পাদনাপশ্চিম গুজরা ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল কাগতিয়া বাজার, মগদাই বাজার, রঘুনন্দন চৌধুরী হাট এবং রাম বাজার।[৭]
দর্শনীয় স্থান
সম্পাদনা- জেতবন বিহার ও কমপ্লেক্স
নোয়াপাড়া পথেরহাট থেকে উত্তরে কাগতিয়া-রাউজান সড়কের পশ্চিম গুজরা ইউনিয়নের কাঝর দিঘীর পাড়(বড়ুয়া পাড়া)গ্রামে এই কমপ্লেক্সটি অবস্থিত।
নোয়াপাড়া পথেরহাট হতে প্রায় ৩ মাইল ভিতরে কাগতিয়া বাজার এসে সেখান থেকে আরও প্রায় এক মাইল পশ্চিম দিকে গেলেই দেখা যাবে হালদা নদী।[৮]
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- নবীনচন্দ্র সেন – কবি।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: লায়ন সাহাবুদ্দীন আরিফ[৯]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "রাউজান উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "মাদ্রাসা - পশ্চিম গুজরা ইউনিয়ন - পশ্চিম গুজরা ইউনিয়ন"। paschimgujraup.chittagong.gov.bd। ২১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - পশ্চিম গুজরা ইউনিয়ন - পশ্চিম গুজরা ইউনিয়ন"। paschimgujraup.chittagong.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41102&union=19[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - পশ্চিম গুজরা ইউনিয়ন - পশ্চিম গুজরা ইউনিয়ন"। paschimgujraup.chittagong.gov.bd। ২১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭।
- ↑ "নদ নদী - পশ্চিম গুজরা ইউনিয়ন - পশ্চিম গুজরা ইউনিয়ন"। paschimgujraup.chittagong.gov.bd। ২১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - পশ্চিম গুজরা ইউনিয়ন - পশ্চিম গুজরা ইউনিয়ন"। paschimgujraup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - পশ্চিম গুজরা ইউনিয়ন - পশ্চিম গুজরা ইউনিয়ন"। paschimgujraup.chittagong.gov.bd। ২১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭।
- ↑ Team, Samakal Online। "SAMAKAL - GET THE LATEST ONLINE BANGLA NEWS !"। SAMAKAL। ৯ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭।