শ্যামসুন্দর বৈষ্ণব
শ্যামসুন্দর বৈষ্ণব (১৯২৭-২০০০) ছিলেন চট্টগ্রামের কথ্য ভাষায় রচিত আঞ্চলিক গানের একজন বিখ্যাত গায়ক।
শ্যামসুন্দর বৈষ্ণব | |
---|---|
জন্ম | ১৯২৭ |
মৃত্যু | ৪ ডিসেম্বর ২০০০ |
জাতীয়তা | ব্রিটিশ ভারতীয় (১৯২৭-১৯৪৭) পূর্ব পাকিস্তানি (১৯৪৭-১৯৭১) বাংলাদেশী (১৯৭১-২০০০) |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯২৭-১৯৪৭) পাকিস্তান(১৯৪৭-১৯৭১) বাংলাদেশ (১৯৭১-২০০০) |
পেশা | সঙ্গীত |
পরিচিতির কারণ | আঞ্চলিক গানের গায়ক ও লোকশিল্পী |
সন্তান | পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে |
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনাকণ্ঠশিল্পী শ্যামসুন্দর ১৯২৭ সালে[১] চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেয়াবাদস্থ নন্দীরহাট এলাকায় সম্ভ্রান্ত এক পরিবারে জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সে তার বাবা পরলোক গমন করায় পরিবারের হাল ধরার লক্ষে চাকরিতে নিয়োজিত হওয়ায় শিক্ষাজীবনে তিনি বেশিদূর যেতে পারেননি।
সংগীতজীবন
সম্পাদনাশ্যামসুন্দরের পিতা জয়দাশ বৈষ্ণব ছিলেন আধ্যাত্মিক গানের একনিষ্ঠ সাধক।তার হাত ধরেই শ্যামসুন্দর সংগীতাঙ্গনে প্রবেশ করেন। গান আর কৌতুক নিয়ে এলাকায় শিশুকালে সাড়া ফেলে দিয়েই আগাম জানিয়েছিলেন তিনিই হবেন সাংস্কৃতিক জগতের সফল এক নক্ষত্র। ১৯৬৩ সালে চট্টগ্রামের প্রবীণ গীতিকার ও সুরকার সৈয়দ মহিউদ্দিন (প্রকাশ মহি আল ভান্ডারী) এর কথা ও সুরে দুটি আঞ্চলিক গান পরিবেশনের মাধ্যমে বাংলাদেশ বেতারের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীত জীবনে পর্দাপণ করেন। ১৯৭৫ সালে বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী হিসেবে তালিকাভূক্ত হবার যোগ্যতা অর্জন করেন।
শ্যামসুন্দরের কিছু জনপ্রিয় গান
সম্পাদনা- ও জেডা ফইরার বাপ
- ভানুরে ও ভানু
- ও বাস কন্ডাকাটার
- চল আঁরা ধাই
- আঁর বাইক্য টেয়াঁ দে
- আঁর বউঅরে আঁই কিলাইউম
- ভাইসাব দুম্বি আইয়েন লেলে ফুঁৎ কইছে
- ও বেয়াইনরে কেনতে আইলেন আঙ্গোঁ বাইত
- আন্নের বাই দাগনভূইঞা
- দেশে গেলে কইয়েনগো ভাইজান চাটিগাঁয়ে চাকরি একখান হাইছি
পদক ও সম্মান
সম্পাদনাশ্যামসুন্দর জীবদ্দশায় অনেক পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হল- বাংলাদেশ বেতার গুণীজন সংবর্ধনা, রয়েল ক্লাব অব মেট্রোপলিটন, মুক্তিযুদ্ধের বিজয়মেলা, শহীদ নতুন চন্দ্র সিংহ স্মৃতি পরিষদ, বাংলাদেশ উদীচী, চট্টগ্রাম শিল্পী সংস্থা, ধ্রুব পরিষদ, বীর চট্টগ্রাম মঞ্চ, অবসর সাংস্কৃতিক গোষ্ঠী, আলাউদ্দিন ললিতকলা একাডেমি, ত্রিতরঙ্গ, ফতেপুর রুদ্র পল্লীবাসী, হাটহাজারী কণ্ঠ, সম্মিলিত বর্ষবরণ [১]। মৃত্যুর পর ২০০৮ খ্রিষ্টাব্দে তাকে রাষ্ট্রীয়ভাবে একুশে পদক পুরস্কারে ভূষিত করা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "শ্যামসুন্দর বৈষ্ণব স্মরণে শ্রদ্ধাঞ্জলিঁ"। পূর্বকোণ। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]