ব্যবহারকারী:Aishik Rehman/উইকিপ্রকল্প/ভূগোল

প্রশাসনকি ভূগোল সম্পাদনা

ময়মনসিংহ
সংসদীয় আসন উপজেলা প্রশাসনিক থানা পৌরসভা ইউনিয়ন
১৪৬ ময়মনসিংহ-১ ধোবাউড়া উপজেলা ধোবাউড়া থানা হালুয়াঘাট পৌরসভা দক্ষিণ মাইজপাড়া, গামারিতলা, ধোবাউড়া, পোড়াকান্দুলিয়া, গোয়াতলা, ঘোষগাঁও, বাঘবেড়
হালুয়াঘাট উপজেলা হালুয়াঘাট থানা ভুবনকুড়া, জুগলী, কৈচাপুর, হালুয়াঘাট, গাজিরভিটা, বিলডোরা, শাকুয়াই, নড়াইল, ধারা, ধুরাইল, আমতৈল, স্বদেশী
১৪৭ ময়মনসিংহ-২ ফুলপুর উপজেলা ফুলপুর থানা ফুলপুর পৌরসভা ছনধরা, রামভদ্রপুর, ভাইটকান্দি, সিংহেশ্বর, ফুলপুর, পয়ারী, রহিমগঞ্জ, রূপসী, বালিয়া, বওলা
তারাকান্দা উপজেলা তারাকান্দা থানা তারাকান্দা, বানিহালা, কাকনী, গালাগাঁও, বালিখা, ঢাকুয়া, রামপুর, কামারিয়া, কামারগাঁও, বিসকা
১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর উপজেলা গৌরীপুর থানা গৌরীপুর পৌরসভা মইলাকান্দা, গৌরীপুর, অচিন্তপুর, মাওহা, সহনাটি, বোকাইনগর, রামগোপালপুর, ডৌহাখলা, ভাংনামারী, সিধলা
১৪৯ ময়মনসিংহ-৪ ময়মনসিংহ সদর উপজেলা কোতোয়ালী থানা ময়মনসিংহ সিটি কর্পোরেশন অষ্টধার, কুষ্টিয়া, বোররচর, পরাণগঞ্জ, সিরতা, চর ঈশ্বরদিয়া, চর নিলক্ষিয়া, আকুয়া, খাগডহর, দাপুনিয়া, ঘাগড়া, ভাবখালী, বয়ড়া
১৫০ ময়মনসিংহ-৫ মুক্তাগাছা উপজেলা মুক্তাগাছা থানা মুক্তাগাছা পৌরসভা দুল্লা, বড়গ্রাম, তারাটি, কুমারগাতা, বাঁশাটি, মানকোন, ঘোগা, দাওগাঁও, কাশিমপুর, খেরুয়াজানী
১৫১ ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া উপজেলা ফুলবাড়িয়া থানা ফুলবাড়িয়া পৌরসভা নাওগাঁও, পুটিজানা, কুশমাইল, বালিয়ান, দেওখোলা, ফুলবাড়িয়া, বাক্তা, রাঙ্গামাটিয়া, এনায়েতপুর, কালাদহ, রাধাকানাই, আছিম পাটুলী, ভবানীপুর
১৫২ ময়মনসিংহ-৭ ত্রিশাল উপজেলা ত্রিশাল থানা ত্রিশাল পৌরসভা ধানীখোলা, বৈলর, কাঁঠাল, কানিহারী, রামপুর, ত্রিশাল, হরিরামপুর, সাখুয়া, বালিপাড়া, মঠবাড়ী, মোক্ষপুর, আমিরাবাড়ী
১৫৩ ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ উপজেলা ঈশ্বরগঞ্জ থানা ঈশ্বরগঞ্জ পৌরসভা ঈশ্বরগঞ্জ, সোহাগী, সরিষা, আঠারবাড়ী, জাটিয়া, মাইজবাগ, মগটুলা, রাজিবপুর, উচাখিলা, তারুন্দিয়া, বড়হিত
১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল উপজেলা নান্দাইল থানা নান্দাইল পৌরসভা বীর বেতাগৈর, মোয়াজ্জেমপুর, নান্দাইল, চণ্ডীপাশা, গাংগাইল, রাজগাতী, মুশুল্লী, সিংরইল, আচারগাঁও, শেরপুর, খারুয়া, জাহাঙ্গীরপুর, চর বেতাগৈর
১৫৫ ময়মনসিংহ-১০ গফরগাঁও উপজেলা গফরগাঁও থানা গফরগাঁও পৌরসভা রসুলপুর, বারবাড়িয়া, চর আলগী, সালটিয়া, যশরা, রাওনা, গফরগাঁও
পাগলা থানা মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তেরবাজার, নিগুয়ারী, টাংগাব
১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা উপজেলা ভালুকা থানা ভালুকা পৌরসভা উথুরা, মেদুয়ারী, ভরাডোবা, ধীতপুর, বিরুনিয়া, ভালুকা, মল্লিকবাড়ী, ডাকাতিয়া, কাচিনা, হবিরবাড়ী, রাজৈ

নদী-নালা সম্পাদনা

  1. পুরাতন ব্রহ্মপুত্র নদী
  2. কাঁচামাটিয়া নদী
  3. মঘা নদী
  4. সোয়াইন নদী
  5. বানার নদী
  6. বাইলান নদী
  7. দইনা নদী
  8. পাগারিয়া নদী
  9. সুতিয়া নদী
  10. কাওরাইদ নদী
  11. সুরিয়া নদী
  12. মগড়া নদী
  13. বাথাইল নদী
  14. নরসুন্দা নদী
  15. নিতাই নদী
  16. কংস নদী
  17. খাড়িয়া নদী
  18. দেয়ার নদী
  19. ভোগাই নদী
  20. বান্দসা নদী
  21. মালিজি নদী
  22. ধলাই নদী
  23. কাকুড়িয়া নদী
  24. দেওর নদী
  25. বাজান নদী
  26. নাগেশ্বরী নদী
  27. আখিলা নদী
  28. মিয়াবুয়া নদী
  29. কাতামদারী নদী
  30. সিরখালি নদী
  31. খিরু নদী
  32. বাজুয়া নদী
  33. লালতি নদী
  34. চোরখাই নদী
  35. বাড়েরা নদী
  36. হিংরাজানি নদী
  37. আয়মন নদী
  38. দেওরা নদী
  39. থাডোকুড়া নদী
  40. মেদুয়ারি নদী
  41. জলগভা নদী
  42. মাহারী নদী

সাহিত্য-সংস্কৃতি সম্পাদনা

  1. ময়মনসিংহের ভাষা
  2. ময়মনসিংহের সংস্কৃতি
  3. ময়মনসিংহের খাবার
  4. মৈমনসিংহ গীতিকা

ইতিহাস-ঘটনাপঞ্জী সম্পাদনা

ব্যক্তি সম্পাদনা

  1. শিল্পাচার্য জয়নুল আবেদিন
  2. শহীদ সৈয়দ নজরুল ইসলাম
  3. আনন্দমোহন বসু
  4. আব্দুল ওয়াহেদ বোকাইনগরী
  5. আব্দুল জব্বার
  6. আব্দুল জব্বার শেখ
  7. আব্দুল হাই মাশরেকী
  8. খান সাহেব আব্দুল্লাহ
  9. আবুল কালাম শামসুদ্দিন
  10. আবুল মনসুর আহমদ
  11. মোঃ আলতাব আলী
  12. কলম আলী উকিল
  13. কেদার নাথ মজুমদার
  14. গোলাম সামদানী কোরায়শী
  15. রাজা জগৎ কিশোর আচার্য চৌধুরী
  16. ডক্টর জ্যোতির্ময় গুহঠাকুরতা
  17. নলিনীরঞ্জন সরকার
  18. মনোরঞ্জন ধর
  19. মুজিবুর রহমান খান ফুলপুরী
  20. মোস্তফা এম এ মতিন
  21. রফিক উদ্দিন ভূঞা
  22. শামসুল হুদা পাঁচবাগী
  23. মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরী
  24. সৈয়দ বদরুদ্দিন হোসাইন
  25. গোপীনাথ দত্ত
  26. সোফিয়া খান
  27. আশুতোষ পাল
  28. আ আ ম আবদুশ শাকুর
  29. অধ্যক্ষ আবদুল হাই
  30. আজিমুদ্দিন মাস্টার
  31. ব্রজেন্দ্রনাথ সেন গুপ্ত
  32. হেলেনা খান
  33. গোলাম সামদানী কোরায়শী
  34. যতীন সরকার
  35. আবদুল হাই আল হাদী
  36. শহীদ আখন্দ
  37. হারুন অর রশিদ
  38. নীলু দাস
  39. বজেন্দ্র কিশোর রায় চৌধুরী
  40. বীরেন্দ্র কিশোর রায় চৌধুরী
  41. উপেন্দ্র রায়
  42. বিপিন দাস
  43. গৌরাঙ্গ আদিত্য
  44. করুণাময় গোস্বামী
  45. আলোকময় নাহা
  46. বদরুল হুদা
  47. মিথুন দে
  48. বাদল চন্দ
  49. ইমদাদুল হক
  50. ধীরেশ আচার্য
  51. বিশ্বদেব ভট্টাচার্য
  52. কেনুরায়
  53. কেশব বন্দোপাধ্যায়
  54. নাজিরুল ইসলাম মনি
  55. সুমিতা নাহা
  56. সমীর চন্দ কটন
  57. আবদুল নঈম
  58. মোতাহার হোসেন বাচ্চু
  59. নূরুল আনোয়ার
  60. আবদুর রশীদ মিয়া
  61. বিজয় কৃষ্ণ ভট্টাচার্য
  62. সুনীল ধর
  63. সুনীল কর্মকার
  64. সারোয়ার চৌধুরী
  65. পবিত্র দে
  66. মিতালী মুখার্জী
  67. শাহাবুদ্দিন আহম্মদ খান
  68. আফজালুর রহমান জিতু
  69. পীযূষ কিরণ পাল
  70. যোগেশ চন্দ্র দাস
  71. ইউনুস আহমেদ বাবলু
  72. ওসমান গনী মহারাজ
  73. সুধীর দাস
  74. এ এফ এম আব্দুল আলী লালু
  75. সিরাজুল হক মন্টু
  76. এম এম ফেরদৌসী
  77. আশীষ কুমার লোহ
  78. এম এন আলম তোতা
  79. রুস্তম আলী মাস্টার
  80. মোয়াজ্জেম হোসেন, এম এ করিম
  81. ছাদেকুর রহমান ছাদু
  82. আউলাদ হোসেন তারা
  83. ফজর আলী
  84. আকরাম আলী
  85. এ এফ এম বদরুজামান
  86. মাহমুদ সাজ্জাদ
  87. প্রদ্যুত সেন
  88. অরবিন্দ সরকার জীবন
  89. গোলাম রফিক
  90. মাখনলাল লাহিড়ী
  91. মোমতাজ উদ্দিন
  92. সৈয়দ আহমেদ
  93. এ জেড এম হাবিবুল্লাহ

ধর্মীয় ও আধ্যাত্মিক ক্ষেত্রেঃ

হযরত বোরহান উদ্দীন (রঃ) (বুড়াপীর), মওলানা মো: আশরাফ আলী (জামিয়া ইসলামিয়ার সাবেক অধ্যক্ষ), মওলানা নূরুল ইসলাম (জামিয়া আশরাফিয়ার অধ্যক্ষ), মওলানা মুজীবুর রহমান (জামিয়া ইসলামিয়ার প্রাক্তন অধ্যক্ষ) প্রমুখ গুরুত্বপূর্ণ ব্যক্তি। আধ্যাত্মিক ক্ষেত্রে বিভিন্ন মাজার কেন্দ্রিক আউলিয়া দরবেশগণ বিভিন্ন মহলে ভক্তদের মাঝে গুরুত্বপূর্ণ এবং গ্রহণীয়। ময়মনসিংহ জেলার কয়েকটি উল্লেখযোগ্য মাজার এবং কয়েকজন উল্লেখযোগ্য আধ্যাত্মিক সাধকের কথা তুলে ধরা হলোঃ

  • হযরত ছমির উদ্দিন মীর (রঃ) ও হযরত খমির উদ্দিন মীর (রঃ)- দুজন পিতা-পুত্র। দুজনের মাজার শম্ভুগঞ্জ বাজার পেরিয়ে নেত্রকোনা সড়কের পাশে শতবর্ষী বিশাল বকুল তলায়। প্রতিবছর ৩০শে ফাল্গুন থেকে ২ দিন ব্যাপী ওরশ অনুষ্ঠিত হয় এখানে। দিন রাত ধরে চলে ধর্মীয় আলোচনা, জিকির, বাউল ও মুর্শিদী গান।
  • চুপশাহ (রঃ)- চিশতিয়া তারিকার পীর চুপশাহ (র:)-এর মাজার পুলিশলাইনে, ময়মনসিংহ টাঙ্গাইল সড়কের পাশে।
  • হযরত খাজা সাইফুদ্দিন মুজাদ্দেদিয়া (রঃ)- শম্ভুগঞ্জে লালকুঠির পীর হযরত খাজা ইফসুফ আলী এনায়েতপুরীর পুত্র হযরত খাজা সাইফদ্দিন (র:) ময়মনসিংহের শম্ভুগঞ্জে এসে খানকা চালু করেন গত শতকের মাঝামাঝি।
  • হযরত কেরামত আলী শাহ্ (রঃ)- শানকিপাড়া মাজার রোডে রয়েছে কেরামত আলী শাহ্ মাজার।
  • হযরত বসরত উল্লাহ (মেদিনীপুরী)- নওমহল এলাকায় শরিয়ত পন্থি পীর বসরত উল্লাহ ভক্তদের মাঝে বিশেষ আগ্রহ সৃষ্টিতে সক্ষম হন।
  • মেছেন ফকিরঃ শম্ভুগঞ্জ বাজারের আগে তিতুমীরের বাঁশের কিল্লার আদলে মেছেন ফকিরের মাজার।
  • এছাড়া ফুলবাড়িয়া উপজেলার দেওখলার মাওলানা আব্বাস আলী বিশিষ্ট আলেম হিসাবে খুবই সমাদৃত ছিলেন।

সমাজসেবা ক্ষেত্রেঃ

খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল, ডাঃ কে জামান, সোফিয়া করিম, এডভোকেট এম জোবেদ আলী, এডভোকেট আনিসুর রহমান খান প্রমুখ।

রাজনীতি ক্ষেত্রেঃ

মৌলানা আলতাব হোসেন, জ্যোতিষ বসু, মনোরঞ্জন ধর, মহাদেব সান্যাল, সৈয়দ আবদুস সুলতান, মোঃ শামছুল হক, মোক্ষদাচরণ দাস, শামসুল হুদা চৌধুরী, মীর কফিল উদ্দিন লাল মিয়া, এডভোকেট ঈমান আলী প্রমুখ।

  1. আ ফ ম আহসানউদ্দিন চৌধুরী
  2. আবদুর রউফ (সাবেক প্রধান নির্বাচন কমিশনার),
  3. প্রশাসনে নুরুল কাদের খান ও ড. শাহ্ মোহাম্মদ ফরিদ, ম হামিদ (সংস্কৃতি), সৈয়দ লুৎফুল হক (চিত্রশিল্পী), অধ্যাপক শাহতাব উদ্দিন আহমেদ (চিত্রশিল্পী), দেবীনাস সাংমা (বিশিষ্ট ফুটবলার), শহীদ শাহেদ আলী (ক্রীড়াবিদ), অধ্যাপক তোফাজ্জল হোসেন চৌধুরী (ফুটবলার ও সংগঠক), নাইব উদ্দীন আহমেদ (আলোকচিত্রী), শহীদ আনোয়ার হোসেন সুরুজ (ক্রীড়াবিদ), এল রহমান মাখন (ক্রীড়াবিদ) প্রমুখ

প্রতিষ্ঠান ও সংগঠন সম্পাদনা

দর্শনীয় স্থান সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

পত্র-পত্রিকা সম্পাদনা

নেপু সম্পাদনা

Aishik Rehman/উইকিপ্রকল্প/ভূগোল
স্থানীয়নামলিখুন
গ্রাম উন্নয়ন সমিতি
দেশ    নেপাল
অঞ্চলসেতী অঞ্চল
জেলাঅছাম জেলা
জনসংখ্যা (২০০১)
 • মোটসংখ্যালিখুন
 • ধর্মবিশ্বাসহিন্দু
সময় অঞ্চলনেপাল সময় (ইউটিসি+৫:৪৫)

Aishik Rehman/উইকিপ্রকল্প/ভূগোল পশ্চিম নেপালের সেতী অঞ্চলের অছাম জেলার একটি গ্রাম উন্নয়ন সমিতি। ১৯৯১ সালের নেপালের জনশুমারি অনুসারে এর জনসংখ্যা ছিল ৩১২০ জন এবং খানার সংখ্যা ছিল ৫৭০ টি।[১] ২০০১ সালের শুমারি অনুসারে জনসংখ্যা ছিল ১১১১ জন এবং সাক্ষরতার হার ছিল ৪৫%।[১] স্থানীয় বাসিন্দাদের প্রায় সবাই হিন্দুধর্মাবলম্বী।

নেপু সম্পাদনা

Aishik Rehman/উইকিপ্রকল্প/ভূগোল
স্থানীয়নামলিখুন
গ্রামীণ পৌরসভা
দেশ    নেপাল
প্রদেশকর্ণালী প্রদেশ রাপ্তী অঞ্চল
জেলাসল্যান জেলা
জনসংখ্যা (১৯৯১)
 • মোটসংখ্যালিখুন
সময় অঞ্চলনেপাল সময় (ইউটিসি+৫:৪৫)

Aishik Rehman/উইকিপ্রকল্প/ভূগোল পশ্চিম-মধ্য নেপালের কর্ণালী প্রদেশের সল্যান জেলার একটি গ্রামীণ পৌরসভা। ১৯৯১ সালে নেপালের জনশুমারি অনুসারে এর জনসংখ্যা ছিল ৩১২০ জন এবং খানার সংখ্যা ছিল ৫৭০ টি। [২]

Aishik Rehman 1.0 ©®℗

÷÷ সম্পাদনা

০১:৫৯

ব্যবহারকারী আলাপ:Aishik Rehman/খেলাঘর/শনিবার




  1. "নেপালের জনশুমারি ২০০১"নেপালের গ্রাম উন্নয়ন সমিতিডিজিটাল হিমালয়। ৬ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০০৮ 
  2. "Nepal Census 2001"Nepal's Village Development CommitteesDigital Himalaya। ১২ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০০৮