দাপুনিয়া ইউনিয়ন, ময়মনসিংহ সদর

ময়মনসিংহ জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন

দাপুনিয়া ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। ইউনিয়নটি সুতিয়া নদীর পাড়ে অবস্থিত।

দাপুনিয়া
ইউনিয়ন
দাপুনিয়া ইউনিয়ন পরিষদ।
দাপুনিয়া ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
দাপুনিয়া
দাপুনিয়া
দাপুনিয়া বাংলাদেশ-এ অবস্থিত
দাপুনিয়া
দাপুনিয়া
বাংলাদেশে দাপুনিয়া ইউনিয়ন, ময়মনসিংহ সদরের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৪′৫৭″ উত্তর ৯০°২৫′১৫″ পূর্ব / ২৪.৭৪৯১৭° উত্তর ৯০.৪২০৮৩° পূর্ব / 24.74917; 90.42083 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাময়মনসিংহ সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

১৯৯৪ সালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীনির উপস্থিতি ছাড়াই সারা বিশ্বে সর্বপ্রথম ছবি সহ ভোটার তালিকায় ভোট গ্রহণ হওয়ায়, একটি মডেল নির্বাচন হিসাবে সারা পৃথিবীর বুকে স্থান দখল করে নিয়েছে ‘‘দাপুনিয়া’’ মডেল ইউনিয়নটি।[তথ্যসূত্র প্রয়োজন]

আয়তন সম্পাদনা

দাপুনিয়া ইউনিয়নের আয়তন ২৯.৪১ বর্গকিলোমিটার। এখানে গ্রামের সংখ্যা ২১ টি, মৌজার সংখ্যা ১২ টি, এবং হাট/বাজার সংখ্যা ০৫ টি। এই ইউনিয়নের গ্রামগুলোর নাম হচ্ছে আজমতপুর, বাদেকল্পা, বারুরী, দাপুনিয়া, গোষ্টা, টানকাতলাসেন, নামাকাতলাসেন, হারটি, পাচঁকাহনিয়া, ফুলবাড়ীয়া, শস্যমালা, কাওয়ালটি ও তালমা।[১]

 
দাপুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়।

অবস্থান সম্পাদনা

দাপুনিয়া ইউনিয়নের উত্তরে খাগডহর ও আকুয়া ইউনিয়ন, পূর্বে মুক্তাগাছা উপজেলা, পশ্চিমে ঘাগড়া ইউনিয়ন এবং দক্ষিণে ফুলবাড়িয়া উপজেলা অবস্থিত।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

ইতিহাস সম্পাদনা

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

বাংলাদেশর ১৯৯১ সনের আদমশুমারি অনুসারে দাপুনিয়া ইউনিয়নের জনসংখ্যা ৩৮,৫১৫ জন।[২] ২০১১ সালের আদম শুমারি অনুযায়ী জনসংখ্যা ৪১৮৭২ জন (প্রায়)।[১] দাপুনিয়া ইউনিয়নের সাক্ষরতার হার হচ্ছে ৪২.২৫% (পুরুষু ৪৪.৬৬ ও মহিলা - ৩৯.৮৩)। বাংলাদেশর সাক্ষরতার হার ৩২.৪%।

শিক্ষা সম্পাদনা

 
দাপুনিয়া ইউনিয়নে ডি. কে. জি. এস. ইউনাইটেড কলেজ

শিক্ষার প্রতিষ্ঠানের মধ্যে কলেজঃ ২টি, উচ্চ বিদ্যালয়ঃ ০৪টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ০১টি, মাদ্রাসা- ০২ টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ১২টি এবং বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় আছে ০১টি।[১]

১৮৯০ সালে প্রতিষ্ঠিত কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসা এই অঞ্চলের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান।

প্রাথমিক বিদ্যালয়ের তালিকা সম্পাদনা

  • ৭৫ নং আজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ৮১ নং টানকাতলাসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ১০ নং দাপুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

অর্থনীতি সম্পাদনা

আশেপাশে প্রচুর জলাশয় এবং উর্বর মাটির এলাকা বলে পরিচিত হওয়ায় ইউনিয়নের জনগণের একটি বড় অংশ কৃষিকাজের সাথে জড়িত। ধান ছাড়াও পাট, গম, সরিষা, কালাই ও বিভিন্ন ধরনের সবজি এখানকার প্রধান কৃষিজ পণ্য তবে আজকাল এই অঞ্চলে মুরগীর খামার, মৎস্য খামার, গবাদিপশু পালন ইত্যাদির অধিক্য লক্ষ্যণীয়। এসব উৎপাদিত পণ্য ক্রয় করতে দেশের বিভিন্ন অঞ্চল হতে ক্রেতাদের আগমন লক্ষ্য করা যায়।

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

১। জনাব, মোঃ আব্দুর রউফ  (সাবেক প্রধান বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনার।)

২। জনাব, মোঃ নূরুল ইসলাম  (সাবেক কমোডর, বাংলাদেশ নৌবাহিনী।)

৩। জনাব, মোঃ শহিদুল ইসলাম (অবঃ প্রাঃ বিগ্রিডিয়ার জেনারেল বাংলাদেশ সেনাবাহিনী।)

নদীসমূহ সম্পাদনা

 
দাপুনিয়া বাজার থেকে তোলা সুতিয়া নদীর দৃশ্য।।

দাপুনিয়া ইউনিয়নে দুইটি নদী রয়েছে। সেগুলো হচ্ছে সুতিয়া নদী এবং বাড়েরা নদী

খাল-৪টা

           ১। গোষ্টা খাল পাড়

           ২। কচ্চা বিলের খাল।

           ৩। আন্ধা বিলের খাল

           ৪। ভেকিবিলের খাল


চিত্তাকর্ষক স্থান সম্পাদনা

• ১৮৯০ সালে প্রতিষ্ঠিত কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসা

• ভেকি বিল

• সুতিয়া নদী

• শতবর্ষী বটগাছ (৮১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এক নজরে দাপুনিয়া"http://dapuniaup.mymensingh.gov.bd। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৫  |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ জুলাই ২  অজানা প্যারামিটার |accessyear= উপেক্ষা করা হয়েছে (|access-date= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ সম্পাদনা