ভাংনামারী ইউনিয়ন
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার একটি ইউনিয়ন
ভাংনামারী ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
ভাংনামারী | |
---|---|
ইউনিয়ন | |
৯নং ভাংনামারী ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ভাংনামারী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°২৬′২৯″ উত্তর ৯০°২০′৪২″ পূর্ব / ২৪.৪৪১৩৯° উত্তর ৯০.৩৪৫০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
উপজেলা | গৌরীপুর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাইতিহাস
সম্পাদনাপ্রশাসনিক এলাকা
সম্পাদনাআয়তন ও জনসংখ্যা সংক্রান্ত
সম্পাদনা- আয়তন – ১৭.৬১ (বর্গ কিঃ মিঃ)
- লোকসংখ্যা – ৩১,১৩২ জন (প্রায়)
- গ্রামের সংখ্যা – ১৭ টি
- মৌজার সংখ্যা – ৫ টি
- হাট/বাজার সংখ্যা -৪ টি
- যোগাযোগ মাধ্যম – মটর সাইকেল/সিএনজি/রিক্সা (কাঁচা এবং পাকা সড়কপথ বিদ্যমান)
- গ্রাম সমূহের নাম –
১) বারুয়ামারী। ২) লক্ষীপুর । ৩) দূর্বাচরা । ৪) খানপাড়া । ৫) অনন্তগঞ্জ । ৬) টেংগুরিয়াকান্দা । ৭) খুলিয়ারচর । ৮) গজারিয়াপাড়া । ৯) সুতিরপাড় । ১০) খেলার আলগী । ১১) ভাটিপাড়া । ১২) কাশিয়াচর । ১৩) নাপ্তের আলগী । ১৪) নাওভাঙ্গা । ১৫) ভোলার আলগী । ১৬) খোদাবক্সপুর । ১৭) চর-ভাবখালী
- ইউনিয়ন পরিষদ জনবল – * নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন * ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন * ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন
- কমিনিটি ক্লিনিকঃ- ৩টি
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাশিক্ষার হার: ৩৩.৪২% (২০০৮)
শিক্ষা প্রতিষ্ঠান
- মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় : ১৫ টি
- মোট উচ্চ বিদ্যালয় : ০১ টি
- মোট মন্দির : ০১ টি
- মোট মাদ্রাসা : ২০ টি
- মোট মসজিদ : ৭০ টি
- মোট মাজার : ১৩ টি
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনামোঃ নাজমুল হাসান
( তথ্য ও প্রযুক্তি সম্পাদক,
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,
কেন্দ্রীয় কমিটি)
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান-
ক্রমিক | নাম | মেয়াদ | ||
---|---|---|---|---|
০১ | হাজী মো: ফজলুল হক সরকার | |||
০২ রাজ্জাক হোসেন | ||||
০৩ নুরুল ইসলাম
|
০৪ | মফিজুন নূর খোকা | ||
নেজামুল হক | বর্তমান | |||
০৬ | ||||
০৭ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ভাংনামারী ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১০ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২০।
- ↑ "গৌরীপুর উপজেলা"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ২১ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |