কাঁঠাল ইউনিয়ন

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার একটি ইউনিয়ন

কাঁঠাল ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার একটি ইউনিয়ন[১][২]

কাঁঠাল
ইউনিয়ন
৩নং কাঁঠাল ইউনিয়ন পরিষদ।
কাঁঠাল ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
কাঁঠাল
কাঁঠাল
কাঁঠাল বাংলাদেশ-এ অবস্থিত
কাঁঠাল
কাঁঠাল
বাংলাদেশে কাঁঠাল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৩৪′৩৯″ উত্তর ৯০°২৩′৫০″ পূর্ব / ২৪.৫৭৭৫০° উত্তর ৯০.৩৯৭২২° পূর্ব / 24.57750; 90.39722 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাত্রিশাল উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সাক্ষরতার হার
 • মোট৪২.৮২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

প্রশাসনিক এলাকা সম্পাদনা

  • মুহুরিয়াবাড়ী
  • বনপাথালিয়া
  • দড়ি কাঁঠাল
  • বানিয়াধলা
  • সিংরাইল
  • বনগ্রাম
  • বিলবোকা
  • বালিয়ারপাড়
  • হদ্দেরভিটা
  • বালিয়ারপাড়
  • তেঁতুলিয়াপাড়া

কাঁঠাল ইউনিয়নভুক্ত একটি গ্রাম তেঁতুলিয়া পাড়া এবং এটি ০৬ নাম্বার ওয়ার্ডের অধীনে। পাগারিয়া নদী বিধৌত গ্রামটির সৌন্দর্য এবং এখানকার মানুষ মানবিকতা ও আতিথেয়তা যে কাউকে মুগ্ধ করবে। এই গ্রামের মানুষের সাথে মিশে আছে কুলার চর বিল,মানিকশা বিল,কাদলি বিল সহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ জলাশয় ও নদী,নালা,খাল,বিল।

গ্রামটিতে উল্লেখযোগ্য পরিমাণ ধর্মীয় প্রার্থনালয়(মুসলিম+হিন্দু),০১টি কলেজ,০১টি উচ্চ বিদ্যালয়,এবং,০২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়াও মানুষের নিত্য প্রয়োজনীয় ক্রয় বিক্রয়ের জন্য রয়েছে "মিলন বাজার" নামক স্থানীয় একটি বাজার। উল্লেখযোগ্য রাস্তাঘাটের মধ্যে রয়েছে কালির বাজার>ত্রিশাল ভায়া মিলন বাজার সড়ক। এছাড়াও স্থানীয় মানুষের যোগাযোগের জন্য প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান

তেঁতুলিয়া পাড়া গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের তালিকা: ★প্রাথমিক বিদ্যালয় ০২টি: •৩২নং কাঁঠাল তেঁতুলিয়া(দক্ষিণ) সরকারী প্রাথমিক বিদ্যালয়। •৩৩নং কাঁঠাল তেঁতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

★উচ্চ বিদ্যালয় ও কলেজ ০১টি: •কাঁঠাল হাই স্কুল অ্যান্ড কলেজ। উক্ত প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও বর্তমান অধ্যক্ষ জনাব আনিসুর রহমান(খোকন)। এছাড়া ধর্মীয় শিক্ষা ব্যবস্থার জন্য রয়েছে মসজিদ,মাদ্রাসা ও মক্তব। এগুলো সম্পর্কে প্রয়োজনীয় তথ্য না থাকায় উল্লেখ করা হলোনা।

উল্লেখযোগ্য ব্যক্তিত্বঃ ১. বিশিষ্ট স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক জনাব বিমল কান্তি দে ২. বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ জনাব আনিসুর রহমান(খোকন) ৩. বীর মুক্তিযোদ্ধা জনাব হাছেন আলী।

  • আয়নাক্ষেত
  • রাজাবাড়ী
  • নলচিড়া
  • ধলাইমান
  • যশিদ্ধার
  • কালির বাজার

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

আয়তনঃ ৫৮৪২ একর। জনসংখ্যাঃ পুরুষ- ১৩৩১৬ জন। মহিলা-১২৯১৮ জন।

শিক্ষা সম্পাদনা

শিক্ষার হার :  ৪২.২৫%

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান- নূরে আলম সিদ্দিকী আলম

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কাঁঠাল ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২ 
  2. "ত্রিশাল উপজেলা"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২ 

বহিঃসংযোগ সম্পাদনা