মগটুলা ইউনিয়ন
মগটুলা ইউনিয়ন ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।[২]
মগটুলা | |
---|---|
ইউনিয়ন | |
মগটুলা ইউনিয়ন পরিষদ | |
ডাকনাম: মগডুলা | |
বাংলাদেশে মগটুলা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৩৫′৫৮.২″ উত্তর ৯০°৩৫′৫৮.৯″ পূর্ব / ২৪.৫৯৯৫০০° উত্তর ৯০.৫৯৯৬৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
উপজেলা | ঈশ্বরগঞ্জ উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | আবু ছালেহ মো: বদরুজ্জামান (মামুন) |
আয়তন[১] | |
• মোট | ২৪.২৪০ বর্গকিমি (৯.৩৫৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৩৬,৮৫১ |
• জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৩,৯০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ২২৮০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
কার্যালয়
সম্পাদনাময়মনসিংহ জেলা হতে ৩৬ কিলোমিটার দক্ষিণে ঈশ্বরগঞ্জ উপজেলার অধীনস্থ মগটুলা ইউনিয়ন পরিষদ কার্যালয় অবস্থিত।
অবস্থান
সম্পাদনামগটুলা ইউনিয়নের পূর্বে মাইজবাগ ইউনিয়ন, পশ্চিমে রাজীবপুর ইউনিয়ন, দক্ষিণে নান্দাইল উপজেলা এবং উত্তরে বড়হিত ও মাইজবাগ ইউনিয়ন অবস্থিত।
জনপরিসংখ্যান
সম্পাদনাজাতীয় পরিসংখ্যান ব্যুরোর আদমশুমারি প্রতিবেদন অনুযায়ী ২০০১ সালে মগটুলা ইউনিয়নে পুরুষ ও নারীর সংখ্যা যথাক্রমে ১৫,৬৮৭ এবং ১৫,২৩৫ জন।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনামগটুলা ইউনিয়নের ভিতর দিয়ে যে সকল রাস্তা রয়েছে, সে সকল রাস্তা দিয়ে- পিক-আপ, অটোরিক্সা, সিএনজি, রিক্সা, ভেন, মটর সাইকেলইত্যাদি গাড়ী মালামাল ও যাত্রী নিয়ে চলাচল করে থাকে। ময়মনসিংহ হইতে বাস যোগে ঈশ্বরগঞ্জ অথবা মাইজবাগ বাসস্টেশনে নেমে তারপর অটো রিক্সা যোগে মগটুলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাওয়া যায়।
সংস্কৃতি
সম্পাদনাধর্ম
সম্পাদনাএই উপজেলার অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী। হিন্দুধর্ম এখানে দ্বিতীয় বৃহত্তম ধর্ম।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২১।
- ↑ "মগটুলা ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা | সারাদেশ | The Daily Ittefaq"। archive1.ittefaq.com.bd। ২০১৯-১২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২০।