নাগেশ্বরী নদী

বাংলাদেশের নদী

নাগেশ্বরী নদী বাংলাদেশের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর উপজেলা, ফুলবাড়িয়াত্রিশাল উপজেলার একটি নদী।[][][]

নাগেশ্বরী নদী
নাগেশ্বরী নদী, নিম্নস্রোতের দিক, দেওখোলা বাজার, ফুলাবাড়িয়া।
নাগেশ্বরী নদী, নিম্নস্রোতের দিক, দেওখোলা বাজার, ফুলাবাড়িয়া।
নাগেশ্বরী নদী, নিম্নস্রোতের দিক, দেওখোলা বাজার, ফুলাবাড়িয়া।
দেশ বাংলাদেশ
অঞ্চল ময়মনসিংহ বিভাগ
জেলা ময়মনসিংহ জেলা,

প্রবাহ

সম্পাদনা
 
নাগেশ্বরী নদী দখল

নাগেশ্বরী নদী বারোমাসি প্রকৃতির নয়। বর্ষাকালে পানি প্রবাহ বেড়ে যায়, যদিও নদীটিতে বন্যা হয় না। এই নদীতে জোয়ারভাটা খেলে না। ধানীখোলা ইউনিয়নের কৃষিকাজের জন্য নদীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৯৯, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯
  2. "ত্রিশাল_উপজেলা"বাংলাপিডিয়া। ৬ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৫ 
  3. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬০৭। আইএসবিএন 984-70120-0436-4