পাগলা থানা

ময়মনসিংহ জেলার একটি থানা

পাগলা থানা বাংলাদেশের ময়মনসিংহ জেলার অন্তর্গত গফরগাঁও উপজেলার একটি থানা। এটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়।

পাগলা
থানা
পাগলা থানা
পাগলা বাংলাদেশ-এ অবস্থিত
পাগলা
পাগলা
বাংলাদেশে পাগলা থানার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৯′৫৩″ উত্তর ৯০°৩৪′৫৫″ পূর্ব / ২৪.৩৩১৩৯° উত্তর ৯০.৫৮১৯৪° পূর্ব / 24.33139; 90.58194 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাগফরগাঁও উপজেলা
প্রতিষ্ঠাকাল২ নভেম্বর, ২০১৬
আসন১৫৫, ময়মনসিংহ-১০
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

অবস্থান সম্পাদনা

পাগলা থানার উত্তরে ত্রিশাল ও নান্দাইল উপজেলা, দক্ষিণে গাজীপুর জেলার শ্রীপুর ও কাপাসিয়া উপজেলা, পশ্চিমে ভালুকা উপজেলা, পূর্বে ময়মনসিংহের নান্দাইল ও কিশোরগঞ্জের হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলা।

প্রতিষ্ঠাকাল সম্পাদনা

২০১১ সালের ৩১ মার্চ গফরগাঁও সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভাষণে গফরগাঁও বাসীর সামনে অচিরেই পাগলা থানা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। যার ফলে ২০১২ সালের ২৫ এপ্রিল রাষ্ট্রপতির অধ্যাদেশ মূলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাগলা থানা অনুমোদনের গেজেট প্রকাশ করে। ওই বছরের ২৩ মে গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন নিয়ে পাগলা থানার যাত্রা শুরু হয় । ২০১৬ সালের ২ নভেম্বর পাগলা থানা ভবন নির্মাণ করা হয়।[১]

প্রশাসনিক এলাকাসমূহ সম্পাদনা

গফরগাঁও উপজেলার ৮টি ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পাগলা থানার আওতাধীন।[২]

ইউনিয়নসমূহ:

যোগাযোগ সম্পাদনা

ময়মনসিংহ জেলা সদর থেকে পাগলা থানার দূরত্ব ৫৪ কি.মি. দক্ষিণে, গফরগাঁও উপজেলা সদর থেকে ১৫ কি.মি. দক্ষিণে এবং রাজধানী ঢাকা থেকে ৭৮ কি.মি. উত্তরে অবস্থিত। পাগলা থানার যোগাযোগ ব্যবস্থা প্রধানত সড়ক কেন্দ্রিক। গফরগাঁও-মাওনা সড়ক পাগলা থানার প্রধান সড়ক যার মাধ্যমে লোকজন বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকেন। এখানে মশাখালী রেলওয়ে স্টেশন নামে একটি রেলওয়ে স্টেশন রয়েছে যা মশাখালী ইউনিয়ন এ অবস্থিত। কয়েকটি ইউনিয়নের লোকজন গফরগাঁও রেলওয়ে স্টেশন এর মাধ্যমে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকেন।

অর্থনীতি সম্পাদনা

পাগলা থানাধীন ইউনিয়ন গুলো প্রধানত কৃষিপ্রধান। এখানে ধান, পাট, গম, ডাল ইত্যাদি খাদ্যশস্য ও অর্থকরী ফসল জন্মে থাকে। তাছাড়া ভুট্টা, গম, মসুর ইত্যাদি রবিশস্যও খুব ভাল জন্মে।

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

সাহিত্য ও সংস্কৃতি সম্পাদনা

এখানে জারি, সারি, বাউল ও কেচ্ছাগান নিয়মিত চর্চা হয়। পালা গান, মঞ্চ নাটকের জন্য পাগলা এলাকা বিখ্যাত।

নদীসমূহ সম্পাদনা

সীমানার প্রায় তিন দিক নদী দ্বারা বেষ্টিত এর পূর্বে ব্রহ্মপুত্র, দক্ষিণে কালীবানার ও পশ্চিমে সুতিয়া নদী।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "আজ গফরগাঁওয়ের পাগলা থানা ভবন উদ্বোধন"m.dailyinqilab.com। দৈনিক ইনকিলাব। ২ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২১ 
  2. "ইউনিয়নসমূহ - গফরগাঁও উপজেলা"gafargaon.mymensingh.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ৯ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা