বিসকা ইউনিয়ন

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার একটি ইউনিয়ন।

বিসকা ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[]

বিসকা
ইউনিয়ন
১০নং বিসকা ইউনিয়ন পরিষদ
ডাকনাম: বিসকা বা বিষ্কা
বিসকা ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
বিসকা
বিসকা
বিসকা বাংলাদেশ-এ অবস্থিত
বিসকা
বিসকা
বাংলাদেশে বিসকা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৫৬′৯″ উত্তর ৯০°২১′৬″ পূর্ব / ২৪.৯৩৫৮৩° উত্তর ৯০.৩৫১৬৭° পূর্ব / 24.93583; 90.35167 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাতারাকান্দা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা

সম্পাদনা

এটি ময়মনসিংহের তারাকান্দা থানার সর্বশেষ ইউনিয়ন।

ইতিহাস

সম্পাদনা

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী  ইউনিয়ন। এই ইউনিয়নটি যখন প্রতিষ্ঠিত হয় তখন এর গ্রাম সংখ্যা ছিল ২১ টি, নাম টি ২১নং বিসকা ইউনিয়ন। পরে একটি গ্রাম বাদ দিয়ে ২০ টি গ্রাম নিয়ে গঠিত হয় ২০ নং বিসকা ইউনিয়ন। বর্তমানে তারাকান্দা উপজেলা নব গঠিত হওয়ায় ২০টি গ্রাম নিয়ে আবারো নামে নামে পরিবর্তন আসে। বর্তমানে ১০নং বিসকা ইউনিয়ন পরিষদ। বিসকা নাম টি কেন কিভাবে হইছে তার সঠিক ব্যাক্যা একনো পাওয়া যাইনি। তবে মানুষের ভাষ্য অনুযায়ী বিসু খা নাম থেকেই বিসকা নমটি উৎপ্তি।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

গ্রামগুলো

সম্পাদনা

বিসকা, বাথুয়াদি, কাকচর, মেছেড়া, নগুয়া, দয়ারামপুর, লালমা, ভাটিয়াপাড়া, তিলাটিয়া, আমসোলা, ঘিটুয়ারী, চান্দপুর, গজহরপুর, কাকনিকোনা, খিচা, সানুড়া, বাতিকুড়া, শিমুলিয়া, কাছিমপুর, কুটুরাগাও।

আয়তন ও জনসংখ্যা

সম্পাদনা

শিক্ষা

সম্পাদনা

শিক্ষার হার:

শিক্ষা প্রতিষ্ঠান':

     ""কলেজ""
  • চান্দপুর ডিগ্রী কলেজ
   ""মাধ্যমিক বিদ্যালয়""
  • চান্দপুর উচ্চ বিদ্যালয়
  • খিচা আমিরাবাগ উচ্চ বিদ্যালয়
  • হাজী হেলাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়
      "" মাদ্রাসা""
  • ডক্টর আব্দুল্লাহ উমর দাখিল মাদ্রাসা কাকচর
  • ঘিটুয়ারী ওয়াহেদিয়া বালিকা দাখিল মাদরাসা
  • কুটুরাগাও ইউসুফিয়া ফাজিল মাদরাসা
  • সানুড়া আলিম মাদরাসা
  • বিসকা নূর মদিনা হাফেজিয়া মাদরাসা
  • আল্লামা তাহির উদ্দিন দ্বীনিয়া মাদ্রাসা
  • বিসকা দারুস সুন্নাহ মডেল মাদরাসা
   ""প্রাথমিক বিদ্যালয় ""
  • লালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বিসকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ঘিটুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মেছেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাকচড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাথুয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সানুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তিলাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

দর্শনীয় স্থান

সম্পাদনা

তারাকান্দা উপজেলার ০৩ কিঃমিঃ রেললাইন ও বিসকা রেল স্টেশন।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান-সাকির আহমেদ বাবুল ।

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১ জনাব আহমদ আলী খান
০২ জনাব আব্দুল হাই
০৩ জনাব ইসমাইল তালুকদার
০৪ আব্দুস-সালাম
০৫ নুরুল ইসলাম তরফদার
০৬ জালাল সরকার
০৭ শামছুদ্দিন সরকার

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বিসকা ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০